ETV Bharat / state

Post Poll Violence in Minakhan: মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল - WB Panchayat Elections 2023

এতগুলো মানুষের প্রাণ গিয়েও ভোটের আঁচ শান্ত হয়নি ৷ এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল মিনাখাঁ ৷ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

Post Poll Violence
বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর
author img

By

Published : Jul 9, 2023, 7:20 PM IST

মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

মিনাখাঁ(উত্তর 24 পরগনা), 9 জুলাই: ভোট মিটলেও মিটছে না অশান্তি । ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ । উঠেছে লুটপাটের অভিযোগও । এই ঘটনায় কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জেরে আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন বিজেপি কর্মীরা । তাঁদের মধ্যে অনেকেই ঘরমুখো হতে পারেননি এখনও ।

পদ্ম শিবিরের অভিযোগ, ভোট লুটে বাঁধা দেওয়াতেই বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । গণতন্ত্রকে কীভাবে ভুলন্ঠিত করা যায় তা ভোটের দিন দেখিয়ে দিয়েছে এই রাজ্যের শাসকদল । নির্বাচন কমিশন ও পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । যার ফলেই ভোটের পরও বাড়ছে হিংসা ও অশান্তি । এই ঘটনা বন্ধ হওয়া উচিত । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন: ভোট মিটলেও নিখোঁজ ব্যালট বাক্স, পুকুর থেকে হদিশ পেলেন তৃণমূল প্রার্থীর স্বামী !

ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর 24 পরগনার মিনাখাঁ । বিরোধীদের বাধা, হামলা এবং ভাঙচুর, মনোনয়ন প্রক্রিয়া ঘিরে কিছুই বাদ যায়নি সেখানে । সেকারণে একসময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয় বিজেপিকে । ভোটের দিনেও অশান্তির বিরাম ছিল না মিনাখাঁর বিভিন্ন অঞ্চলে । সেই অশান্তি বজায় রয়েছে ভোট মিটে যাওয়ার পরও । মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

অভিযোগ, ভোট শেষ হতেই শনিবার রাতে মিনাখাঁর চার নম্বর চৈতল এলাকার চার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা । বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় হামলাকারীরা । আলমারি, টিভি, ফ্রিজ,গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার পাশাপাশি বাড়ির জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । যাওয়ার আগে বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় এবং নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে । যার জেরে আতঙ্কিত বিজেপি কর্মীরা পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । রবিবার সকালে দেখা গেল, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র । খা খা করছে বাড়ি । কোথাও কেউ নেই ।

আরও পড়ুন: ভোট শেষে সংঘর্ষ ঠেকাতে গিয়ে ইটের হামলায় আক্রান্ত খোদ ডিএসপি

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । স্থানীয় বিজেপি নেতা জয়ন্ত মণ্ডল বলেন, "নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের অপদার্থতার জন্যই মানুষকে আজ সন্ত্রাসের শিকার হতে হচ্ছে । বিজেপি কর্মীদের অপরাধ তাঁরা চৈতল পঞ্চায়েতের 179 নম্বর বুথে ভোট লুঠ আটকান সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে । সেই আক্রোশে তৃণমূল দুষ্কৃতীরা সন্তু পাত্র-সহ চার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় রাতের অন্ধকারে । আমরা এর তীব্র ধিক্কার জানাই । পুলিশকে বলা হলেও তাঁরা এখনও কোনও ব্যবস্থাই নেয়নি । আমরা চাই অবিলম্বে হামলাকারী দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক । নইলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করার তাই করব ৷"

যদিও এ নিয়ে পালটা বিজেপির বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ এনে সরব হয়েছে শাসকদল । এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা অসীম মণ্ডল বলেন, "দলীয় প্রার্থী নিয়ে বিজেপি দলের নিজেদের মধ্যেই মতানৈক্য রয়েছে । যাকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করা হয়েছে তিনি এখনও সাবালক হননি । এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল ওদেরই একপক্ষ । তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে । তৃণমূল কর্মীরা নিজেরাই আক্রান্ত বিজেপির হাতে । তাই ওদের ওপর হামলা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয় ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

অন‍্যদিকে, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের আষাড়ি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ উঠেছে ৷ ভোট লুট করতে এলে সাধারণ মানুষের প্রতিরোধে বাইক ফেলে চম্পট দেয় তারা বলে স্থানীয়দের দাবি । পরে, ফেলে যাওয়া সেই বাইকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । সেখান থেকে এ দিন সকালে একটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ ।

মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

মিনাখাঁ(উত্তর 24 পরগনা), 9 জুলাই: ভোট মিটলেও মিটছে না অশান্তি । ভোট পরবর্তী হিংসায় এবার বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ । উঠেছে লুটপাটের অভিযোগও । এই ঘটনায় কাঠগড়ায় রাজ্যের শাসকদল তৃণমূল । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জেরে আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন বিজেপি কর্মীরা । তাঁদের মধ্যে অনেকেই ঘরমুখো হতে পারেননি এখনও ।

পদ্ম শিবিরের অভিযোগ, ভোট লুটে বাঁধা দেওয়াতেই বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । গণতন্ত্রকে কীভাবে ভুলন্ঠিত করা যায় তা ভোটের দিন দেখিয়ে দিয়েছে এই রাজ্যের শাসকদল । নির্বাচন কমিশন ও পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । যার ফলেই ভোটের পরও বাড়ছে হিংসা ও অশান্তি । এই ঘটনা বন্ধ হওয়া উচিত । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনার জন্য বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন: ভোট মিটলেও নিখোঁজ ব্যালট বাক্স, পুকুর থেকে হদিশ পেলেন তৃণমূল প্রার্থীর স্বামী !

ভোটের আগে থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর 24 পরগনার মিনাখাঁ । বিরোধীদের বাধা, হামলা এবং ভাঙচুর, মনোনয়ন প্রক্রিয়া ঘিরে কিছুই বাদ যায়নি সেখানে । সেকারণে একসময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয় বিজেপিকে । ভোটের দিনেও অশান্তির বিরাম ছিল না মিনাখাঁর বিভিন্ন অঞ্চলে । সেই অশান্তি বজায় রয়েছে ভোট মিটে যাওয়ার পরও । মিনাখাঁয় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর ঘটনা দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

অভিযোগ, ভোট শেষ হতেই শনিবার রাতে মিনাখাঁর চার নম্বর চৈতল এলাকার চার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা । বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় হামলাকারীরা । আলমারি, টিভি, ফ্রিজ,গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার পাশাপাশি বাড়ির জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । যাওয়ার আগে বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় এবং নগদ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে । যার জেরে আতঙ্কিত বিজেপি কর্মীরা পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । রবিবার সকালে দেখা গেল, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের বিভিন্ন আসবাবপত্র । খা খা করছে বাড়ি । কোথাও কেউ নেই ।

আরও পড়ুন: ভোট শেষে সংঘর্ষ ঠেকাতে গিয়ে ইটের হামলায় আক্রান্ত খোদ ডিএসপি

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । স্থানীয় বিজেপি নেতা জয়ন্ত মণ্ডল বলেন, "নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের অপদার্থতার জন্যই মানুষকে আজ সন্ত্রাসের শিকার হতে হচ্ছে । বিজেপি কর্মীদের অপরাধ তাঁরা চৈতল পঞ্চায়েতের 179 নম্বর বুথে ভোট লুঠ আটকান সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে । সেই আক্রোশে তৃণমূল দুষ্কৃতীরা সন্তু পাত্র-সহ চার বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় রাতের অন্ধকারে । আমরা এর তীব্র ধিক্কার জানাই । পুলিশকে বলা হলেও তাঁরা এখনও কোনও ব্যবস্থাই নেয়নি । আমরা চাই অবিলম্বে হামলাকারী দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক । নইলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করার তাই করব ৷"

যদিও এ নিয়ে পালটা বিজেপির বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ এনে সরব হয়েছে শাসকদল । এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা অসীম মণ্ডল বলেন, "দলীয় প্রার্থী নিয়ে বিজেপি দলের নিজেদের মধ্যেই মতানৈক্য রয়েছে । যাকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করা হয়েছে তিনি এখনও সাবালক হননি । এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল ওদেরই একপক্ষ । তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে । তৃণমূল কর্মীরা নিজেরাই আক্রান্ত বিজেপির হাতে । তাই ওদের ওপর হামলা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয় ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

অন‍্যদিকে, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের আষাড়ি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ উঠেছে ৷ ভোট লুট করতে এলে সাধারণ মানুষের প্রতিরোধে বাইক ফেলে চম্পট দেয় তারা বলে স্থানীয়দের দাবি । পরে, ফেলে যাওয়া সেই বাইকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । সেখান থেকে এ দিন সকালে একটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.