গোবরডাঙা, 25 জুন : 60 কেজি রুপো-সহ তিন পাচারকারীকেগ্রেপ্তার করল পুলিশ । গত মঙ্গলবার রাতে গোপণ সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়গোবরডাঙা থানার পুলিশ ৷ মছলন্দপুরের বাসস্ট্যান্ড থেকে রুপো পাচারকারীদের পর্দাফাঁস করে পুলিশ ।
পুলিশজানিয়েছে, ধৃতদেরনাম ফিরোজ সর্দার, গফফরসর্দার ও রাজীব সর্দার । তাদের বাড়ি স্বরূপনগর থানার সীমান্তবর্তী বিথারি এলাকায় ।বাজেয়াপ্ত হওয়া রুপোর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা । গতকাল ধৃতদের হাজির করাহয়েছিল বারাসত আদালতে । তিন জনকেই চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেনবিচারক । ধৃতদের জেরা করে পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টাকরছে পুলিশ ।
পুলিশও স্থানীয় সূত্রে খবর, গতমঙ্গলবার সন্ধ্যায় মছলন্দপুর বাসস্ট্যান্ডে রুপো পাচারের খবরের ভিত্তিতে আগেভাগেইসাদা পোশাকের পুলিশ ফাঁদ পেতে ছিল । সন্দেহজনক তিন যুবককে দেখতে পেয়েই পুলিশ তাদেরআটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । কথাবার্তায় অসংলগ্নতায় আরও সন্দেহ বাড়ে । ধৃতদেরকাছে তল্লাশি চালিয়ে 60 কেজিরুপো উদ্ধার করে পুলিশ । এই বিপুল পরিমাণ রূপোর কোনও বৈধ কাগজপত্র তাদের কাছেছিল না ।
প্রাথমিকতদন্তে পুলিশের অনুমান, পাচারেরউদ্দেশ্যেই ৬০ কেজি রুপো বিথারি সীমান্ত থেকে তারা মছলন্দপুরে নিয়ে এসেছিল।পাচারকারীরা কাদের কাছে রুপো পৌঁছে দিতে এসেছিল পুলিশ তা খতিয়ে দেখছে ।