লেকটাউন, ২৯ মার্চ : এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হল ৩ ব্যক্তিকে। ধৃতরা হল অভিষেক ব্রহ্ম, ভাস্কর সিংহ ও কার্তিক সিংহ। এই তিনজনই নিউটাউন সংলগ্ন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন দুষ্কৃতী এক নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার শুভায়ু ঘোষকে তোলা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তোলা না দেওয়ায় তারা শুভায়ুবাবুকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। কিন্তু তাতে কাজ না হওয়ায়, ৬ মার্চ সকালে ওই তিনজন দুষ্কৃতী এসে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। তারপরই তারা পালিয়ে যায়।
আজ লেকটাউন থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৪২৭, ৫০৬, ৩৪ ধারা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করে। ধৃতদের কাছ থেকে ২টি বন্দুক ও প্রায় ৫ লিটার কোডিন ফসফেট বাজেয়াপ্ত করা হয়েছে।