ETV Bharat / state

জমায়েতের প্রতিবাদ করায় লোহার রড দিয়ে আঘাত, কিশোরসহ জখম 3 - বারাসত

বার বার নিষেধ করা হলেও লকডাউন অমান্য করেই এলাকায় আড্ডা দেওয়ার জন্য জমায়েত করছিল । তাই গতকাল তাদের জমায়েতের ভিডিয়ো তোলার চেষ্টা করে এলাকার কয়েকজন । তখনই তাদের লোহার রড দিয়ে আঘাত করে লকডাউন অমান্যকারীরা ।

Injured teeanage
জখম কিশোর
author img

By

Published : Apr 15, 2020, 2:58 PM IST

বারাসত, 15 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই চলছিল আড্ডা । নিষেধ করা হলেও শোনেনি কেউ । তাই জমায়েত বন্ধ করতে আড্ডার ভিডিয়ো তুলতে গিয়েছিলেন এলাকার কয়েকজন । আর তখনই লোহার রড দিয়ে তাঁদের মারতে শুরু করে অভিযুক্তরা । ঘটনায় জখম হয় এক কিশোরসহ তিনজন । বারাসত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠনগরের ঘটনা ।

লকডাউন থাকা সত্ত্বেও এই এলাকায় কয়েকজন জমায়েত করে আড্ডা দেয় । এলাকাবাসী প্রতিবাদ জানালেও কোনও কথা শুনছিল না তারা । তাই বিষয়টি থানায় জানান এলাকাবাসী । তারপর পুলিশের তরফে অভিযুক্তদের সতর্ক করা হয় । কিন্তু তারপরও জমায়েত চলছিল ।

গতকালও ফের তারা এলাকায় আড্ডার জন্য জমায়েত করে । প্রথমে এলাকাবাসী প্রতিবাদ করেন । কিন্তু তাতে তারা কোনও পাত্তাই দেয় না । তখনই কয়েকজন তাদের আড্ডার ভিডিয়ো করার চেষ্টা করেন । আর তাতেই বিপত্তি বাধে । যাঁরা ভিডিয়ো করছিলেন তাঁদের লোহার রড দিয়ে আঘাত করে অভিযুক্তরা । ঘটনায় এক কিশোরসহ তিন জন জখম হয় । স্থানীয়রাই তাদের বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । তবে, অভিযুক্তদের ধরতে পারেনি । ফলে ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । তাদের বক্তব্য, কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করা হলেও শুনছে না কেউই । রাস্তায় বেরিয়ে আড্ডা দিচ্ছে ।

বারাসত, 15 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই চলছিল আড্ডা । নিষেধ করা হলেও শোনেনি কেউ । তাই জমায়েত বন্ধ করতে আড্ডার ভিডিয়ো তুলতে গিয়েছিলেন এলাকার কয়েকজন । আর তখনই লোহার রড দিয়ে তাঁদের মারতে শুরু করে অভিযুক্তরা । ঘটনায় জখম হয় এক কিশোরসহ তিনজন । বারাসত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাণীকণ্ঠনগরের ঘটনা ।

লকডাউন থাকা সত্ত্বেও এই এলাকায় কয়েকজন জমায়েত করে আড্ডা দেয় । এলাকাবাসী প্রতিবাদ জানালেও কোনও কথা শুনছিল না তারা । তাই বিষয়টি থানায় জানান এলাকাবাসী । তারপর পুলিশের তরফে অভিযুক্তদের সতর্ক করা হয় । কিন্তু তারপরও জমায়েত চলছিল ।

গতকালও ফের তারা এলাকায় আড্ডার জন্য জমায়েত করে । প্রথমে এলাকাবাসী প্রতিবাদ করেন । কিন্তু তাতে তারা কোনও পাত্তাই দেয় না । তখনই কয়েকজন তাদের আড্ডার ভিডিয়ো করার চেষ্টা করেন । আর তাতেই বিপত্তি বাধে । যাঁরা ভিডিয়ো করছিলেন তাঁদের লোহার রড দিয়ে আঘাত করে অভিযুক্তরা । ঘটনায় এক কিশোরসহ তিন জন জখম হয় । স্থানীয়রাই তাদের বারাসত জেলা হাসপাতালে নিয়ে যান ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । তবে, অভিযুক্তদের ধরতে পারেনি । ফলে ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । তাদের বক্তব্য, কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করা হলেও শুনছে না কেউই । রাস্তায় বেরিয়ে আড্ডা দিচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.