গাইঘাটা, 31 মে : গাইঘাটায় গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত সুবীর হালদার, সায়নদীপ হালদার ও অপ্রতিম হালদার (Three arrested Youth Shot in Gaighata) । তাদের সকলেরই বয়স 20 এর কোটায় । তাদের কাছ থেকে একটি 7 এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু করা হয়েছে । অপ্রতিমের নামে আগেও একটি খুনের চেষ্টা অভিযোগ রয়েছে পুলিশের খাতায় । সেই ঘটনায় সে বেশ কিছুদিন জেল খেটেছে ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায় সুবীর হালদার ও সায়নদীপ হালদার তাদের দুই বন্ধু অপ্রতিম হালদার ও গুলিবিদ্ধ যুবক বিদ্যুৎ ব্যাপারিকে নিয়ে বাড়ির ছাদে নেশার আসর বসিয়েছিল । সেখানে চারজন মিলে হেরোইনের নেশা করছিল । নেশার আসরে বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় অভিনয় করতে করতে গুলি চালানো হয় । গুলি গিয়ে লাগে বিদ্যুতের পেটে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে হতবাক হয়ে যান তদন্তকারী অফিসারেরা । বিদ্যুতের গুলি লাগার পর তাঁকে হাসপাতালে নিয়ে যেতেও গরিমসি করছিল তিন যুবক । তারা বুঝতে পেরেছিল হাসপাতালে গেলে পুলিশ আসবে । আর তারা ফেঁসে যেতে পারে । যার জন্য নিজেরা পুলিশের হাত থেকে বাঁচতে গল্প ফেঁদেছিল । নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছিল পুলিশকে তারা জানাবে, পাশের একটি লেবুবাগান থেকে বিদ্যুৎ তাদের ফোন করে ডাকে । সেখানে গিয়ে দেখে বিদ্যুৎ পেট চেপে ধরে হেঁটে আসছে । তখন সেখান থেকে বিদ্যুৎকে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এমনকী পুলিশের নজর ঘোরাতে তারা বিদ্যুতের ফোন থেকে নিজেদের ফোনে ফোনও করেছিল । যার মাস্টার মাইন্ড ছিল অপ্রতিম । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে এমনই তথ্য উঠে এসেছে ৷
আরও পড়ুন : Youth Shot in Gaighata : গাইঘাটায় বন্ধুদের নেশার আসরে চলল গুলি, আহত কিশোর
পরবর্তীতে সায়নদীপ, সুবীর হাসপাতালে নিয়ে যায় বিদ্যুৎকে । আর ঘটনাস্থল থেকে চম্পট দেয় অপ্রতিম । হাসপাতালে পুলিশ গেলে সাজানো গল্পের মতো সায়নদীপ ও সুবীর পুলিশকে চিকনপাড়া একালার একটি বাগানে নিয়ে যায় । কিন্তু সেখানে কিছু না পেয়ে এবং তাদের কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের । তাদের চেপে ধরতেই একে একে সব কথা বলতে শুরু করে তারা ।
তবে, তাদের হাতে এমন ঘটনা ঘটার পর চোখের সামনে গুলিবিদ্ধ বন্ধুকে রেখে এই ধরনের গল্প রচা এবং তা পুলিশের সামনে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করার বিষটি ভাবাচ্ছে তদন্তকারীদের ।
অন্যদিকে এলাকা ছেড়ে চাঁদপাড়ার ফুলশড়ায় এক পরিচিতর বাড়িতে গা ঢাকা দিয়েছিল অপ্রতিম । সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি । ধৃত তিনজনকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।