ব্যারাকপুর, 10 মে : সাংসদ অর্জুন সিংয়ের ক্ষোভ প্রদর্শনের পরই সক্রিয় হল পুলিশ ৷ মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদের বাড়ির সামনে বোমা ছোড়ার ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ ৷ ধৃতদের নাম অভিষেক চৌধুরী, বিকাশ চৌধুরী এবং সূরজ পাঠান ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নেমে সাফল্য পায় পুলিশ ৷ তারা নিশ্চিত সাংসদের বাড়ির সামনে বোমা নিক্ষেপের ঘটনায় যুক্ত রয়েছে এই তিনজনই (Three Arrested in bombing incident in front of MP Arjun Singh house) ৷ তবে ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টায় পুলিশ ৷ এদিকে ভাটপাড়ার কাঁকিনাড়ায় বোমাবাজির ঘটনায় বিজয় সাউ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ভাটপাড়ার জগদ্দলে মজদুর ভবনের সামনে সোমবার সন্ধেয় একটি কৌটো বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ বোমাটি বিস্ফোরণ না-হলেও ওই সময় মজদুর ভবন অর্থাৎ, বাড়ির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ খবর পেয়ে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের পাটশিল্প নিয়ে উদ্বিগ্ন বিজেপি সাংসদ ৷ যিনি রাজ্যে পাটশিল্পের হাল ফেরাতে সম্প্রতি দিল্লিতে গিয়ে আলোচনা সেরে এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ৷ নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেও কীভাবে দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার সাহস হয়, প্রশ্ন তোলেন অর্জুন।
আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছোড়া নিয়ে চাঞ্চল্য
ঘটনার নেপথ্যে স্থানীয় কাউন্সিলরের ছেলে নবীন সিং এবং তাঁর সহযোগী অভিষেক যুক্ত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন তিনি। পরে পুলিশ কৌটো বোমাটি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় ৷ অন্যদিকে ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাঁকিনাড়ায় 10 নম্বর গলিতে দুই দুষ্কৃতী দলের বোমাবাজিতে 5 জন সাধারণ মানুষ আহত হন বলে জানা গিয়েছে। ভরসন্ধেয় বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ সবমলিয়ে দু'টি পৃথক ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307, 120(B), 34, 3/4 ইএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ মঙ্গলবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷