ETV Bharat / state

আঁকশি দিয়ে চাবি তুলে চুরি করল দুষ্কৃতী

ঘুমিয়ে ছিল পরিবার । কৌশলে আঁকশি দিয়ে চাবি নিয়ে ছাদের দরজা খুলে চুরি ব্যবসায়ীর বাড়িতে ।

বাড়িতে চুরি
author img

By

Published : Jun 3, 2019, 12:34 PM IST

Updated : Jun 3, 2019, 3:05 PM IST

বারাসত, 3 জুন : বাড়িতেই ঘুমিয়ে ছিল পরিবার । তা সত্ত্বেও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হল ব্যবসায়ীর বাড়িতে । বারাসতের কলোনিমোড় সংলগ্ন সাউথ ভাঁটরা পল্লির ঘটনা । তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ ।

বারাসতের কলোনিমোড় সংলগ্ন সাউথ ভাঁটরা পল্লির বাসিন্দা সঞ্জীব দাস । কলোনি মোড়েই তাঁর চায়ের দোকান রয়েছে । রবিবার রাতে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী চুরি হয় । অথচ সেইসময় বাড়িতেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা । তাও টের পায়নি কেউ । খবর দেওয়া হলে ঘটনাস্থানে পুলিশ আসে । পুলিশের অনুমান, প্রথমে ঘুমের ওষুধ স্প্রে করেছিল দুষ্কৃতীরা । তারপর চুরি করে । তাই সঞ্জীববাবু সহ পরিবারের কেউই চুরি হওয়ার সময় টের পাননি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সঞ্জীববাবুর স্ত্রী লিপি দাসের দাবি, কোনও পরিচিত এই চুরির সঙ্গে জড়িয়ে আছে । কারণ ঘরের কোথায় কী রাখা আছে তা জানা ছিল চোরদের । তাই খুব সহজেই আঁকশি দিয়ে চাবি নিয়ে ছাদের দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকে চোর । তারপর সবকিছু চুরি করে নিয়ে পালায় ।

বারাসত, 3 জুন : বাড়িতেই ঘুমিয়ে ছিল পরিবার । তা সত্ত্বেও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হল ব্যবসায়ীর বাড়িতে । বারাসতের কলোনিমোড় সংলগ্ন সাউথ ভাঁটরা পল্লির ঘটনা । তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ ।

বারাসতের কলোনিমোড় সংলগ্ন সাউথ ভাঁটরা পল্লির বাসিন্দা সঞ্জীব দাস । কলোনি মোড়েই তাঁর চায়ের দোকান রয়েছে । রবিবার রাতে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী চুরি হয় । অথচ সেইসময় বাড়িতেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা । তাও টের পায়নি কেউ । খবর দেওয়া হলে ঘটনাস্থানে পুলিশ আসে । পুলিশের অনুমান, প্রথমে ঘুমের ওষুধ স্প্রে করেছিল দুষ্কৃতীরা । তারপর চুরি করে । তাই সঞ্জীববাবু সহ পরিবারের কেউই চুরি হওয়ার সময় টের পাননি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সঞ্জীববাবুর স্ত্রী লিপি দাসের দাবি, কোনও পরিচিত এই চুরির সঙ্গে জড়িয়ে আছে । কারণ ঘরের কোথায় কী রাখা আছে তা জানা ছিল চোরদের । তাই খুব সহজেই আঁকশি দিয়ে চাবি নিয়ে ছাদের দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকে চোর । তারপর সবকিছু চুরি করে নিয়ে পালায় ।

sample description
Last Updated : Jun 3, 2019, 3:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.