হিঙ্গলগঞ্জ, 13 মে : রাজনৈতিক বিভেদ ভুলে ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে এগিয়ে এলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল । বিধানসভা ভোটের পর থেকেই অভিযোগ উঠেছিল শাসকদলের হামলার আশঙ্কায় ঘর ছাড়া হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকদের প্রায় 50টি পরিবার । আতঙ্কে এলাকায় ফিরতে পারছিলেন না তারা । খবর পেয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হলেন এলাকার তৃণমূল বিধায়ক । তাঁর হস্তক্ষেপে বুধবার ঘরে ফিরলেন 50টি পরিবার । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে । বিধায়কের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন সবাই ৷
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীদের উপর হামলা ও কর্মী-সমর্থকদের ঘরছাড়া করার অভিযোগ ওঠে শাসক শিবিরের বিরুদ্ধে । রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ব্যতিক্রম ছিল না উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার পরিস্থিতিও । অভিযোগ, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই হিঙ্গলগঞ্জের সাহেবখালি, গোবিন্দকাটি, যোগেশগঞ্জ, দুলদুলি প্রভৃতি এলাকার প্রায় 50টি পরিবার ঘরছাড়া হন তৃণমূলের সন্ত্রাসের কারণে । আতঙ্কের জেরে গেরুয়া শিবিরের সমর্থকদের অনেকেই দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন । ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় পেটে লাথি পড়ে তাঁদের ।
নিজের বিধানসভায় দলের বিরুদ্ধে এমন অভিযোগের খবর পেয়েই রাজনৈতিক বিভেদ ভুলে হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল । ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের মোবাইল নম্বর জোগাড় করে বিধায়ক কথা বলেন তাঁদের সঙ্গে । আশ্বস্ত করে তাঁদের নির্দ্বিধায় ঘরে ফিরতে বলেন তিনি ৷ সেই সঙ্গে রাজনৈতিক হিংসামুক্ত সমাজ গড়ে তোলারও আশ্বাস দেন দেবেশবাবু ।
আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ বেড়ে 3.62 লাখ, মৃত চার হাজারের উপরেই
বিধায়কের আশ্বাস পেয়ে বৃহস্পতিবার সকালে ঘরে ফেরেন ওই 50টি পরিবার । পাশাপাশি নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি সমর্থকদের দোকানপাটও খোলার ব্যবস্থা করেন বিধায়ক । তাঁর এই উদ্যোগ এবং মহানুভবতায় আপ্লুত ঘরে ফেরা গেরুয়া শিবিরের কর্মী- সমর্থকরা ।
এই ঘটনায় বিজেপির যুব মোর্চার সদস্য দামোদর প্রামাণিক বলেন, " তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের আন্তরিকতা এবং উদ্যোগে আমরা ঘরে ফিরতে পারলাম । ওঁর কাছে আমরা চিরকৃতজ্ঞ । আগামীকাল থেকে আমরা বিধায়কের পাশে থেকে উন্নয়নের কাজ করব ।"
দেবেশবাবু এদিন বলেন, "বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলেও আমরা চাই হিঙ্গলগঞ্জে শান্তির পরিবেশ বিরাজ করুক । মানুষ সুখে শান্তিতে বসবাস করুক । হামলার আশঙ্কায় আতঙ্কে বিজেপির কেউ কেউ ঘরছাড়া ছিলেন । দোকানপাটও বন্ধ রেখেছিলেন । তাঁদের ঘরে ফেরানো এবং দোকান খোলার ব্যবস্থা করলাম । ঘরছাড়া বিজেপি সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে তারা তৃণমূলের হয়েই কাজ করতে চান । দলে এলে তাঁদের স্বাগত জানাব আমরা ।"