হেমনগর, 30 অক্টোবর : ঘুষি মেরে এক যুবকের নাক-মুখ ফাটিয়ে দেয় । পরে বিপদ বুঝে জনতার তাড়া খেয়ে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যান হেমনগর থানার এক সাব ইন্সপেক্টর । পরে ঘটনাস্থান যায় পুলিশের গাড়ি ৷ সেখানে বিক্ষোভের মুখে পড়ে তারা ।
ঘটনাস্থান উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া হেমনগর উপকূল থানার যোগেশগঞ্জ । স্থানীয় সূত্রে খবর, হেমনগর থানার যোগেশগঞ্জ চৌরাস্তায় ধাক্কা লাগা নিয়ে দুই বাইক আরোহীর মধ্যে বচসা হচ্ছিল । খবর পেয়ে হেমনগর থানার এক পুলিশ অফিসার সেখানে যান । সেখানে এক বাইক আরোহী সরিফুল ইসলামের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন । আচমকা ওই পুলিশ অফিসার সরিফুলের মুখে ঘুষি মেরে বসেন । তখন তাঁর নাক-মুখ ফেটে রক্ত ঝরতে থাকে । এরপর ওই যুবককে পুলিশ অফিসার জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন । তখন ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী । তারা ওই পুলিশ অফিসারকে ধরে ধাক্কাধাক্কি শুরু করে । অবস্থা বেগতিক বুঝে পুলিশ অফিসার সেখান থেকে পালিয়ে যান ।
ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের অন্য একটি গাড়ি সেখানে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে । ফিরে আসতে হয় ওই পুলিশ গাড়িটিকে ।