ETV Bharat / state

Old Women Murder: ইছাপুরে লুটে বাধা দিতে গিয়ে খুন বৃদ্ধা - Old Women Murder

ইচ্ছাপুরে দুষ্কৃতীদের হাতে খুন বৃদ্ধা (Old Women Murder)। স্নিফার ডগ এনে তদন্ত শুরু পুলিশের । প্রথমিকভাবে পুলিশের অনুমান, লুটে বাধা দিতে গিয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার ।

Old Women Dead
লুঠে বাধা দিতে গিয়ে নিজের বাড়িতে খুন বৃদ্ধা
author img

By

Published : Mar 7, 2022, 5:15 PM IST

ইছাপুর, 7 মার্চ: দুষ্কৃতীদের হাতে খুন বৃদ্ধা । নোয়াপাড়া থানার ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার ঘটনা । রবিবার রাতের ঘটনায় স্নিফার ডগ এনে তদন্ত শুরু পুলিশের । মৃতের নাম শিক্তা চট্টোপাধ্যায় (70) । তিনি একাই বাড়িতে থাকতেন (Old Woman Was Killed In Ichchapur) ।

আরও পড়ুন: Poison Death in Chinsurah : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্তা চট্টোপাধ্যায়ের স্বামী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন । অবসর নেওয়ার পর ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন । জ্যোতির্ময়বাবুর মৃত্যুর পর প্রায় 8 বছর বৃদ্ধা একাই ওই বাড়িতে থাকতেন । জানা গিয়েছে, রবিবার রাতে এক পড়শি মহিলা দরজা খোলা দেখে বৃদ্ধাকে ডাকাডাকি করেন । কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি । মোবাইলে ফোন করলেও ফোন বন্ধ ছিল । এরপর প্রতিবেশীরা বৃদ্ধার বাড়ির সামনে এসে জমায়েত হন । দীর্ঘক্ষণ বৃদ্ধার আওয়াজ না পেয়ে প্রতিবেশীরাই নোয়াপাড়া থানায় খবর দেন । পুলিশ এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল ।

আরও পড়ুন: Murarai Murder : মুরারইতে সম্পত্তি বিবাদ, ছোট ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

এদিনই স্নিফার ডগ এনে তদন্ত শুরু করে পুলিশ । মৃতার বাড়ি থেকে বেরিয়ে স্নিফার ডগ পূর্ব দেবীতলা রোড হয়ে যতীন দাস রোড মাঝের পাড়ায় এক ওষুধের দোকানের সামনে থেমে যায় । মৃতার ভাই অমলকুমার চক্রবর্তীর দাবি, লুটে বাধা পেয়ে দিদিকে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা । একবছর আগে দিদি যখন পুনেতে মেয়ের কাছে গিয়েছিল, তখন ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছিল । স্থানীয়দের দাবি, কোনও পরিচিত লোক এসেছিল । তাকে চা করে খাইয়েছেন ওই বৃদ্ধা ।

পুলিশ তদন্তের জন্য কাপ-প্লেট নিয়ে গিয়েছে । তবে কি কারণে বৃদ্ধাকে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ । সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ । ইতিমধ্যেই এলাকার তিন চোরকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ইছাপুর, 7 মার্চ: দুষ্কৃতীদের হাতে খুন বৃদ্ধা । নোয়াপাড়া থানার ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার ঘটনা । রবিবার রাতের ঘটনায় স্নিফার ডগ এনে তদন্ত শুরু পুলিশের । মৃতের নাম শিক্তা চট্টোপাধ্যায় (70) । তিনি একাই বাড়িতে থাকতেন (Old Woman Was Killed In Ichchapur) ।

আরও পড়ুন: Poison Death in Chinsurah : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্বামীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্ত্রী'র বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্তা চট্টোপাধ্যায়ের স্বামী জ্যোতির্ময় চট্টোপাধ্যায় সেনাবাহিনীতে কাজ করতেন । অবসর নেওয়ার পর ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন । জ্যোতির্ময়বাবুর মৃত্যুর পর প্রায় 8 বছর বৃদ্ধা একাই ওই বাড়িতে থাকতেন । জানা গিয়েছে, রবিবার রাতে এক পড়শি মহিলা দরজা খোলা দেখে বৃদ্ধাকে ডাকাডাকি করেন । কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি । মোবাইলে ফোন করলেও ফোন বন্ধ ছিল । এরপর প্রতিবেশীরা বৃদ্ধার বাড়ির সামনে এসে জমায়েত হন । দীর্ঘক্ষণ বৃদ্ধার আওয়াজ না পেয়ে প্রতিবেশীরাই নোয়াপাড়া থানায় খবর দেন । পুলিশ এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল ।

আরও পড়ুন: Murarai Murder : মুরারইতে সম্পত্তি বিবাদ, ছোট ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

এদিনই স্নিফার ডগ এনে তদন্ত শুরু করে পুলিশ । মৃতার বাড়ি থেকে বেরিয়ে স্নিফার ডগ পূর্ব দেবীতলা রোড হয়ে যতীন দাস রোড মাঝের পাড়ায় এক ওষুধের দোকানের সামনে থেমে যায় । মৃতার ভাই অমলকুমার চক্রবর্তীর দাবি, লুটে বাধা পেয়ে দিদিকে খুন করে পালিয়েছে দুষ্কৃতীরা । একবছর আগে দিদি যখন পুনেতে মেয়ের কাছে গিয়েছিল, তখন ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছিল । স্থানীয়দের দাবি, কোনও পরিচিত লোক এসেছিল । তাকে চা করে খাইয়েছেন ওই বৃদ্ধা ।

পুলিশ তদন্তের জন্য কাপ-প্লেট নিয়ে গিয়েছে । তবে কি কারণে বৃদ্ধাকে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ । সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ । ইতিমধ্যেই এলাকার তিন চোরকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.