ETV Bharat / state

পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায় - bhatpara municipality

পৌরসভার মধ্যেই গুলি চলার অভিযোগ ৷ প্রথমে মারধর করার পর পৌরসভার এক কর্মীকে লক্ষ্য করে চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷

গুলি
গুলি
author img

By

Published : Jul 14, 2021, 10:00 AM IST

ভাটপাড়া, 14 জুলাই : পৌরসভার এক কর্মীকে প্রথমে মারধর, তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার কম্পাউন্ডের ভিতরে ৷

ভাটপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা পরিচালন কমিটির সদস্য হিমাংশু সরকারের সহকারী সৌরভ অধিকারী ৷ সৌরভবাবুকে হঠাৎই পৌরসভার ভেতরে মাটিতে ফেলে মারধর করার পাশাপাশি গুলি চালায় দুষ্কৃতীরা । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷

আহত অবস্থায় সৌরভবাবুকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ভাটপাড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর অপর এক সদস্য মুকসুদ আলম জানান, 4-5 জন ব্যক্তি সৌরভ অধিকারীকে মারধর করে ৷ যদিও মারধরের কারণ এখনও জানা যায়নি ৷ মারধর করার পর ও চলে যাওয়ার সময় দুষ্কৃতীরা পিছন থেকে গুলি চালায় ৷ তবে ওর গুলি লাগেনি ৷ গোটা ঘটনাটি পৌরসভার কম্পাউন্ডের মধ্যেই ঘটেছে ৷

পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি

আরও পড়ুন : টিকিটে ছাপানো আগের দামই, তবু 50-100 টাকা ভাড়া বেড়েছে দূরপাল্লার বাসে

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা উমাশংকর সিং জানান, টেন্ডার নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে । শুধু ভাটপাড়ায় নয়, এরকমই চলছে সারা বাংলায় ৷ প্রতিদিনই পৌরসভায় ঝামেলা হচ্ছে । সব ঘটনা সামনে আসে না ।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, চারজন দুষ্কৃতী এসে মোবাইলে তাঁর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ছবিটা কার ? কিছু বলতে না বলতেই মারধর করে তাঁকে ৷ মুখে কাপড় বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ভাটপাড়া থানা ৷ এই এলাকায় কীভাবে এমন প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ভাটপাড়া, 14 জুলাই : পৌরসভার এক কর্মীকে প্রথমে মারধর, তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার কম্পাউন্ডের ভিতরে ৷

ভাটপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা পরিচালন কমিটির সদস্য হিমাংশু সরকারের সহকারী সৌরভ অধিকারী ৷ সৌরভবাবুকে হঠাৎই পৌরসভার ভেতরে মাটিতে ফেলে মারধর করার পাশাপাশি গুলি চালায় দুষ্কৃতীরা । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷

আহত অবস্থায় সৌরভবাবুকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ভাটপাড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর অপর এক সদস্য মুকসুদ আলম জানান, 4-5 জন ব্যক্তি সৌরভ অধিকারীকে মারধর করে ৷ যদিও মারধরের কারণ এখনও জানা যায়নি ৷ মারধর করার পর ও চলে যাওয়ার সময় দুষ্কৃতীরা পিছন থেকে গুলি চালায় ৷ তবে ওর গুলি লাগেনি ৷ গোটা ঘটনাটি পৌরসভার কম্পাউন্ডের মধ্যেই ঘটেছে ৷

পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি

আরও পড়ুন : টিকিটে ছাপানো আগের দামই, তবু 50-100 টাকা ভাড়া বেড়েছে দূরপাল্লার বাসে

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা উমাশংকর সিং জানান, টেন্ডার নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে । শুধু ভাটপাড়ায় নয়, এরকমই চলছে সারা বাংলায় ৷ প্রতিদিনই পৌরসভায় ঝামেলা হচ্ছে । সব ঘটনা সামনে আসে না ।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, চারজন দুষ্কৃতী এসে মোবাইলে তাঁর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ছবিটা কার ? কিছু বলতে না বলতেই মারধর করে তাঁকে ৷ মুখে কাপড় বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ভাটপাড়া থানা ৷ এই এলাকায় কীভাবে এমন প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.