ETV Bharat / state

যশের মধ্যেও স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে উদ্যোগী বসিরহাটের স্বাস্থ্যকর্তারা - cyclone

যশের মধ্যেও স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে বদ্ধপরিকর বসিরহাটের স্বাস্থ্যকর্তারা ৷ চিকিৎসা পরিষেবা মসৃণ রাখতে বাড়তি জেনারেটর ও ব্যাটারির বন্দোবস্ত করেছেন তাঁরা ৷

The health workers of Basirhat are eager to keep the health service active
The health workers of Basirhat are eager to keep the health service active
author img

By

Published : May 26, 2021, 11:24 AM IST

বসিরহাট, 26 মে : যশের তাণ্ডবে বিপর্যস্ত হতে পারে বসিরহাট মহকুমা । এমনই আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্যকর্তারা ৷ তাই আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি জেনারেটর ও ব্যাটারির বন্দোবস্ত করেছেন তাঁরা ৷

আমফান থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দফতর ৷ করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবাকে বাধাবিঘ্নহীন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্য আধিকারিকেরা ৷

চিকিৎসা পরিষেবার সঙ্গে বিদ্যুৎ পরিষেবা অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ আগের বছর আমফানের সময় কার্যত শিকেয় উঠেছিল চিকিৎসা ব্যবস্থা ৷ চরম হয়রানির শিকার হতে হয়েছিল রোগীদের ৷

আরও পড়ুন : মোবাইল, ল্য়াপটপের দাপটে বিপন্ন ঘরবন্দি শৈশব

তবে সেই ঘটনার পুনরাবৃ্ত্তি করতে চাইছেন না স্বাস্থ্যকর্মীরা ৷ তাই আগেই থেকেই মজুত করে রাখা হচ্ছে বাড়তি জেনারেটর, ব্যাটারি ও ট্রান্সফর্মার সহ বহু বৈদ্যুতিক সরঞ্জামের।

যশ মোকাবিলায় বদ্ধপরিকর বসিরহাটের স্বাস্থ্য বিভাগ

এই বিষয়ে বসিরহাট জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, "সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, টাকি ও মিনাখাঁর গ্রামীণ হাসপাতালগুলির পাশাপাশি স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাটের একাধিক স্বাস্থ‍্যকেন্দ্র ও উপ-স্বাস্থ্যকেন্দ্র গুলিতে বাড়তি জেনারেটর ও ব‍্যাটারির ব‍্যবস্থা করা হয়েছে। একাধিক হাসপাতালে মজুত রাখা হয়েছে অতিরিক্ত তার ও ট্রান্সফর্মার সহ বহু বৈদ্যুতিক সরঞ্জাম।যাতে ঘূর্ণিঝড় পরবর্তীতে করোনার চিকিৎসায় কোনও ব‍্যাঘাত না ঘটে ৷"

বসিরহাট, 26 মে : যশের তাণ্ডবে বিপর্যস্ত হতে পারে বসিরহাট মহকুমা । এমনই আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্যকর্তারা ৷ তাই আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি জেনারেটর ও ব্যাটারির বন্দোবস্ত করেছেন তাঁরা ৷

আমফান থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দফতর ৷ করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবাকে বাধাবিঘ্নহীন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্য আধিকারিকেরা ৷

চিকিৎসা পরিষেবার সঙ্গে বিদ্যুৎ পরিষেবা অঙ্গাঙ্গীভাবে যুক্ত ৷ আগের বছর আমফানের সময় কার্যত শিকেয় উঠেছিল চিকিৎসা ব্যবস্থা ৷ চরম হয়রানির শিকার হতে হয়েছিল রোগীদের ৷

আরও পড়ুন : মোবাইল, ল্য়াপটপের দাপটে বিপন্ন ঘরবন্দি শৈশব

তবে সেই ঘটনার পুনরাবৃ্ত্তি করতে চাইছেন না স্বাস্থ্যকর্মীরা ৷ তাই আগেই থেকেই মজুত করে রাখা হচ্ছে বাড়তি জেনারেটর, ব্যাটারি ও ট্রান্সফর্মার সহ বহু বৈদ্যুতিক সরঞ্জামের।

যশ মোকাবিলায় বদ্ধপরিকর বসিরহাটের স্বাস্থ্য বিভাগ

এই বিষয়ে বসিরহাট জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, "সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, টাকি ও মিনাখাঁর গ্রামীণ হাসপাতালগুলির পাশাপাশি স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাটের একাধিক স্বাস্থ‍্যকেন্দ্র ও উপ-স্বাস্থ্যকেন্দ্র গুলিতে বাড়তি জেনারেটর ও ব‍্যাটারির ব‍্যবস্থা করা হয়েছে। একাধিক হাসপাতালে মজুত রাখা হয়েছে অতিরিক্ত তার ও ট্রান্সফর্মার সহ বহু বৈদ্যুতিক সরঞ্জাম।যাতে ঘূর্ণিঝড় পরবর্তীতে করোনার চিকিৎসায় কোনও ব‍্যাঘাত না ঘটে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.