ETV Bharat / state

সদ্যোজাত কন্যাসন্তানের মুণ্ডহীন দেহ উদ্ধার - সেন্ট্রাল আইবি অফিস

ডায়মন্ড হারবারে এক সদ্যোজাতের মুণ্ডহীন দেহ উদ্ধারকে ঘরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 8, 2021, 5:38 PM IST

ডায়মন্ড হারবার , 8 ফেব্রুয়ারি : আজ সকালে এক সদ্যোজাতের মুণ্ডহীন দেহ উদ্ধার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের 15 নম্বর ওয়ার্ডের উত্তরহাজিপুরের টোলট্যাক্স এলাকায় ৷ তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

এলাকাবাসীর দাবি, আজ সকালে একটি কুকুর হুগলি নদী সংলগ্ন পাশের খাল থেকে সদ্যোজাতের দেহটি মুখে করে রাস্তার ধারের একটি বাড়ির সামনে নিয়ে আসে । বাড়িটির এক সদস্য কুকুরটিকে তাড়ালে দেহটি ফেলে রেখে পালিয়ে যায় কুকুরটি ৷

আরও পড়ুন : যাদবপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার অধ্যাপকের মৃতদেহ

ঘটনাস্থলের পাশেই সেন্ট্রাল আইবি অফিস । ঢিলছোঁড়া দূরত্বে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারকদের আবাসন । এই রকম একটি নিরাপত্তা বেষ্টিত এলাকায় কীভাবে এই ঘটনা ঘটল তা ভাবার বিষয় ৷ দেহটি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ কন্যা সন্তান হওয়াতেই কোনও দম্পতি এই কাজ করেছে বলে অনুমান করছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দার বক্তব্য

হাসপাতাল সূত্রে খবর , শিশুটির দেহে হাসপাতালের স্টিকার লাগানোর ছিল । বেশ কয়েকদিন আগে শিশুটিকে জলে ফেলে দেওয়ায় পচন ধরে গিয়েছে ।

হাসপাতালের স্টিকার লাগানো দেহ কীভাবে খালে ভাসছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

ডায়মন্ড হারবার , 8 ফেব্রুয়ারি : আজ সকালে এক সদ্যোজাতের মুণ্ডহীন দেহ উদ্ধার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের 15 নম্বর ওয়ার্ডের উত্তরহাজিপুরের টোলট্যাক্স এলাকায় ৷ তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

এলাকাবাসীর দাবি, আজ সকালে একটি কুকুর হুগলি নদী সংলগ্ন পাশের খাল থেকে সদ্যোজাতের দেহটি মুখে করে রাস্তার ধারের একটি বাড়ির সামনে নিয়ে আসে । বাড়িটির এক সদস্য কুকুরটিকে তাড়ালে দেহটি ফেলে রেখে পালিয়ে যায় কুকুরটি ৷

আরও পড়ুন : যাদবপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার অধ্যাপকের মৃতদেহ

ঘটনাস্থলের পাশেই সেন্ট্রাল আইবি অফিস । ঢিলছোঁড়া দূরত্বে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারকদের আবাসন । এই রকম একটি নিরাপত্তা বেষ্টিত এলাকায় কীভাবে এই ঘটনা ঘটল তা ভাবার বিষয় ৷ দেহটি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ কন্যা সন্তান হওয়াতেই কোনও দম্পতি এই কাজ করেছে বলে অনুমান করছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দার বক্তব্য

হাসপাতাল সূত্রে খবর , শিশুটির দেহে হাসপাতালের স্টিকার লাগানোর ছিল । বেশ কয়েকদিন আগে শিশুটিকে জলে ফেলে দেওয়ায় পচন ধরে গিয়েছে ।

হাসপাতালের স্টিকার লাগানো দেহ কীভাবে খালে ভাসছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা । ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.