হিঙ্গলগঞ্জ, 27 মে : যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরিস্থিতি খতিয়ে দেখে তিনি একটি রিভিউ মিটিং করবেন ৷ মুখ্যমন্ত্রীর সফরের 48 ঘণ্টা আগে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন উত্তর 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ।
বুধবার বিকেলে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে পৌঁছে মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে জেলা ও ব্লকস্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক । সূত্রের খবর, শুক্রবার হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে কিংবা সন্দেশখালির ধামাখালিতে কোনও একটি সরকারি ভবনে রিভিউ মিটিং করতে পারেন মুখ্যমন্ত্রী । সেই রিভিউ মিটিংয়েই মুখ্যমন্ত্রীর কাছে যশের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট পেশ করতে পারেন জেলাশাসক ।
এখনও পর্যন্ত ঠিক রয়েছে, শুক্রবার আকাশপথে সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্লাবনের চেহারা খতিয়ে দেখার পর তাঁর হেলিকপ্টার নামবে হিঙ্গলগঞ্জেরই সান্ডেরবিলের একটি মাঠে । সেখান থেকে তিনি সোজা চলে আসবেন রিভিউ মিটিংয়ে যোগ দিতে । মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যেখানে নামবে, সেই মাঠও এদিন পরিদর্শন করেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা ।
আরও পড়ুন : যশ-রোষে রোমান্টিক দিঘা যেন খণ্ডহর
যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত তিন জেলা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা পরিদর্শন করবেন ৷ তবে আবহাওয়ার উন্নতি হলে তবেই ওই তিন জেলায় সফর করবেন বলে জানান তিনি ৷