ETV Bharat / state

নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এবার নৈহাটি পৌরসভাতেও প্রশাসক

নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার । আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ।

নৈহাটি পৌরসভা
author img

By

Published : May 31, 2019, 5:02 PM IST

Updated : May 31, 2019, 5:09 PM IST

কলকাতা, 31 মে : এবার নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার । আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান । ফলে অচিরেই ভেঙে যাবে নৈহাটির পৌরবোর্ড । রাজ্য সরকারের তৈরি আইনের বলে বলিয়ান হয়েই পৌরসভায় এই প্রশাসক বসানোর ভাবনা বলে সূত্রের খবর । তবে প্রশাসক হিসেবে কাকে নিয়োগ করা হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি ।

নৈহাটি পৌরসভায় 31টি ওয়ার্ড । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ওই পৌরসভার 29 জন কাউন্সিলর তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করে BJP । ফলে হিসেব মতো ওই পৌরসভার ক্ষমতা BJP-র হাতে চলে যাওয়ার কথা ছিল । শুধু তাই নয়, দিন দুয়েক আগে নৈহাটি পৌরসভায় হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে । পৌরসভার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক লোপাটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । মারধর করা হয় পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিকে । তাঁকে পৌরপ্রধানের চেম্বার থেকে টেনে বের করে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় । এমনিতে নৈহাটিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের সময় থেকেই । তার উপর পৌরসভায় এই হামলার ঘটনা । এই পরিস্থিতিতে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় । নৈহাটি পৌরসভার সামনে হয় তৃণমূলের কর্মসূচি । এরইমধ্যে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই মুহূর্তে হাওড়া কর্পোরেশন সহ 17 টি পৌরসভা চালাচ্ছে প্রশাসকরা । রাজ্য নির্বাচন কমিশনের তরফ একাধিকবার চিঠি দেওয়া হলেও পৌরদপ্তর এখনও পর্যন্ত ওই 17 টি পৌরসভায় নির্বাচন কবে হবে তা জানায়নি । পৌর আইন বলছে, প্রশাসক বসিয়ে কাজ চালাতে পারে সরকার । এর জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই । এই পৌরসভাগুলি প্রশাসক বসিয়ে চালানো নিয়ে বিরোধীরা অভিযোগ করেছে বারবার । তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত প্রমাণ করে সরকার কতখানি অগণতান্ত্রিক । সেই তালিকায় যোগ হল আরও একটি নাম । নৈহাটি । আজ নবান্নে বৈঠকের পর ফিরহাদ জানিয়ে দেন, নৈহাটিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতা, 31 মে : এবার নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার । আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান । ফলে অচিরেই ভেঙে যাবে নৈহাটির পৌরবোর্ড । রাজ্য সরকারের তৈরি আইনের বলে বলিয়ান হয়েই পৌরসভায় এই প্রশাসক বসানোর ভাবনা বলে সূত্রের খবর । তবে প্রশাসক হিসেবে কাকে নিয়োগ করা হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি ।

নৈহাটি পৌরসভায় 31টি ওয়ার্ড । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ওই পৌরসভার 29 জন কাউন্সিলর তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করে BJP । ফলে হিসেব মতো ওই পৌরসভার ক্ষমতা BJP-র হাতে চলে যাওয়ার কথা ছিল । শুধু তাই নয়, দিন দুয়েক আগে নৈহাটি পৌরসভায় হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় BJP কর্মীদের বিরুদ্ধে । পৌরসভার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক লোপাটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে । মারধর করা হয় পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জিকে । তাঁকে পৌরপ্রধানের চেম্বার থেকে টেনে বের করে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় । এমনিতে নৈহাটিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের সময় থেকেই । তার উপর পৌরসভায় এই হামলার ঘটনা । এই পরিস্থিতিতে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় । নৈহাটি পৌরসভার সামনে হয় তৃণমূলের কর্মসূচি । এরইমধ্যে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই মুহূর্তে হাওড়া কর্পোরেশন সহ 17 টি পৌরসভা চালাচ্ছে প্রশাসকরা । রাজ্য নির্বাচন কমিশনের তরফ একাধিকবার চিঠি দেওয়া হলেও পৌরদপ্তর এখনও পর্যন্ত ওই 17 টি পৌরসভায় নির্বাচন কবে হবে তা জানায়নি । পৌর আইন বলছে, প্রশাসক বসিয়ে কাজ চালাতে পারে সরকার । এর জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই । এই পৌরসভাগুলি প্রশাসক বসিয়ে চালানো নিয়ে বিরোধীরা অভিযোগ করেছে বারবার । তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত প্রমাণ করে সরকার কতখানি অগণতান্ত্রিক । সেই তালিকায় যোগ হল আরও একটি নাম । নৈহাটি । আজ নবান্নে বৈঠকের পর ফিরহাদ জানিয়ে দেন, নৈহাটিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Intro:কলকাতা, ৩১ মে: এবার নৈহাটি পৌরসভা কেউ প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল সরকার। আজ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম নগর উন্নয়ন দপ্তরের সচিব সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়ে দিলেন। ফলে অচিরেই ভেঙে যাবে নৈহাটির পৌরবোর্ড। রাজ্য সরকারের তৈরি আইনের বলে বলিয়ান হয়েই পৌরসভায় এই প্রশাসক বসানোর ভাবনা বলে সূত্রের খবর। তবে প্রশাসক হিসেবে কাকে নিয়োগ করা হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি।Body:নৈহাটি পৌরসভা ৩১ টি ওয়ার্ড। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ওই পৌরসভার 29 জন কাউন্সিলর তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি বিজেপির। ফলে হিসেব মতো ওই পৌরসভার ক্ষমতা বিজেপির হাতে চলে যাবার কথা ছিল। শুধু তাই নয়, দিন দুয়েক আগে নৈহাটি পৌরসভা এ হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পৌরসভার সিসি ক্যামেরা ও হার্ড ডিস্ক লোপাটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। মারধর করা হয় পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জীকে। তাঁকে পৌরপ্রধানের চেম্বার থেকে টেনে বের করে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। এমনিতে নৈহাটিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের সময় থেকেই। তার উপর পৌরসভায় এই হামলার ঘটনা। ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি পৌরসভার সামনে হয় তৃণমূলের কর্মসূচি। আজ নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত।Conclusion:নির্বাচিত জনপ্রতিনিধি নয়। এই মুহূর্তে হাওড়া কর্পোরেশন সহ 17 টি পৌরসভায় চালাচ্ছে প্রশাসকরা। রাজ্য নির্বাচন কমিশনের তরফ এক বার বার চিঠি দেওয়া হলেও পৌর দপ্তর এখনো পর্যন্ত ওই 17 টি পৌরসভায় নির্বাচন কবে হবে তা জানায়নি। পৌর আইন বলছে, প্রশাসক বসিয়ে কাজ চালাতে পারে সরকার। এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। এই পৌরসভা গুলি প্রশাসক বসিয়ে চালানো নিয়ে বিরোধীদের অভিযোগ উঠেছে বারবার। তাদের দাবি, এই সিদ্ধান্ত প্রমাণ করে সরকার কতখানি অগণতান্ত্রিক। সেই তালিকায় যোগ হলো আরও একটি নাম। নৈহাটি। আজ নবান্নে বৈঠকের পর ফিরহাদ জানিয়ে দেন, নৈহাটিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Last Updated : May 31, 2019, 5:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.