বনগাঁ ,31 জানুয়ারি : পুলিশ কমিশনারের কাছে রাজ্যপালের ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য
জ্যোতিপ্রিয় মল্লিকের ৷
পুলিশ কমিশনারের কাছে রাজ্যপালের ক্ষমা চাওয়া উচিত ৷ বৃহস্পতিবার বনগাঁয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও একহাত নেন । তিনি বলেন, "দিলীপ ঘোষ একটা পাগল। পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে উলটো পালটা বকছে ।''
আগামী ৪ ফেব্রুয়ারি বনগাঁয় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে মুখ্যমন্ত্রীর সভাস্থান পরিদর্শন করে বনগাঁ পৌরসভার সভাকক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন জ্যোতিপ্রিয় । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "BJP বাংলাকে বিপথে পরিচালিত করছে। বাংলায় অসমের পরিস্থিতি তৈরি করছে । আমরা তা কোনদিনও করতে দেব না।" গতকাল গান্ধিজির প্রয়াণ দিবসে ব্যারাকপুরের গান্ধিঘাটে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে তিনি পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন। রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কে জ্যোতিপ্রিয় বলেন, "রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন । রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করছেন। রাজ্যপালের উচিত ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া । রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা ঘেরাও হচ্ছেন। এবার পাড়ায় গেলে জনগণ আটকাবে রাজ্যপালকে । রাজ্যপাল নিজেকে হাস্যকৌতুকের জায়গায় নিয়ে যাচ্ছেন ।"
গত লোকসভা নির্বাচনে বনগাঁ শাসকদলের হাতছাড়া হয়েছে । মতুয়াদের বড় অংশ এখন BJP সমর্থক । CAA পাশ হওয়ার পর BJP সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে BJP ঠাকুরনগরে বড় মিছিল করেছেন । সম্প্রতি রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ গাইঘাটায় অভিনন্দন যাত্রা কর্মসূচিতে কয়েক হাজার মতুয়া সমর্থক সামিল হয়েছিলেন। রাজ্য পুর নির্বাচনের আগে বিজেপির বাড়বাড়ন্ত শাসক শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। মতুয়া ভোটব্যাঙ্ক সুরক্ষিত করে কর্মীদের মনোবল ফেরাতে আগামী ৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বনগাঁয় জনসভা করবেন ।