গোপালনগর, ৯ ফেব্রুয়ারি : "মদ নয়, দুধ চাই" এই স্লোগান দিয়ে কাটআউট হাতে নিয়ে সরকার অনুমোদিত মদের দোকান বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল বেশ কয়েকটি গ্রামের মহিলারা। ঘটনাস্থানে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘটনাটি গোপালনগর থানার বর্ধনবেড়িয়া এলাকার।
গোপালনগর থানার বর্ধনবেড়িয়া এলাকায় সরকার অনুমোদিত একটি মদের দোকান তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী বিকাশ সাধুখাঁ নামে এক ব্যক্তি এই দোকানটি চালু করেছেন। স্থানীয় মহিলারা বলে, ঘনবসতিপূর্ণ এলাকায় মদের দোকান হতে দেবে না তারা। দোকান বন্ধের দাবিতে গতকাল সকালে প্রথমে তারা দোকানটির সামনে জড়ো হয়। তারপর বনগাঁ-চাকদা সড়ক অবরোধ শুরু করে। কয়েকটি গ্রামের মহিলারা হাতে ঝাঁটা, লাঠি ও পোস্টার নিয়ে রাস্তা অবরোধ করে। তারা বলে, "জনবহুল এলাকায় মদের দোকান থাকলে এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই বন্ধ করতে হবে মদের দোকান।"
প্রভাতী ব্যানার্জি নামে এক মহিলা বলেন, "সরকার যতই অনুমতি দিক, আমরা এলাকায় মদের দোকান হতে দেব না। মদ খেয়ে এলাকার ছেলেরা নষ্ট হয়ে যাবে। মদ খেলে মহিলাদের সম্মান নষ্ট করবে।" প্রায় ৪০ মিনিট অবরোধ চলে। অবরোধের ফলে আটকে পড়ে কলকাতা থেকে ঢাকাগামী বাসসহ একাধিক গাড়ি। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় বৈরামপুর পঞ্চায়েতের প্রধান হায়দার আলি মণ্ডল ও গোপালনগর থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গেও ঝামেলা লাগে অবরোধকারী মহিলাদে। পঞ্চায়েত প্রধান হায়দার আলি বলেন, "দোকান করার বিষয়ে ব্যবসায়ী স্থানীয় পঞ্চায়েতকে কিছু জানাননি। মদের দোকানের বিষয়ে BDO ও মহকুমাশাসকের কাছে তিনি জানিয়েছেন।" পরে OC অয়ন চক্রবর্তী ও প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)