ETV Bharat / state

Haroa : হাড়োয়ায় মাটি চুরির প্রতিবাদ করতে গিয়ে আহত 10 - হাড়োয়া মাটি চুরি

মাটি চুরির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গ্রামবাসী ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়ার কুলিন গ্রামে (Ten injured While Protesting Land Theft)। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের মোট দশজন ।

Haroa Injured
মাটি চুরির প্রতিবাদ করতে গিয়ে আহত 10
author img

By

Published : Aug 3, 2022, 9:30 PM IST

হাড়োয়া, 3 জুলাই: অবৈধভাবে বাগজোলা খালের মাটি চুরির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন গ্রামবাসীরা । পালটা প্রতিরোধে মাটি মাফিয়া-জনতা সংঘর্ষে বুধবার উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার হাড়োয়ার কুলিন গ্রামে (Ten injured While Protesting Land Theft)। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের মোট দশজন । আহতদের মধ্যে এক মহিলার আঘাত গুরুতর । তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বাকিরা চিকিৎসাধীন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । খবর পেয়ে পরে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় । এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

হাড়োয়ার কুলিন গ্রামের বাগজোলা খাল থেকে দিনের পর দিন অবৈধভাবে মাটি চুরি করে তা বিক্রি করছিল মাটি মাফিয়ারা ।এলাকাবাসীর এই অভিযোগ দীর্ঘদিনের । বুধবার সকালেও মাটি মাফিয়ারা বাগখোলা খাল থেকে মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাক্টরে বোঝাই করছিল । সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বিপত্তি । প্রথমে মাটি মাফিয়ারা এলাকার লোকজনকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ । তাতে কাজ না হওয়ায় পরে দলবল এনে গ্রামবাসীদের ওপর চড়াও হন মাটি মাফিয়ারা । পালটা প্রতিরোধ গড়ে তুললে তুমুল সংঘর্ষ হয় দু'পক্ষের মধ্যে । বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে একে অপরকে । তাতে কারও মাথা ফেটে গিয়েছে । তো কারও হাত ভেঙে গিয়েছে খবর স্থানীয় সূত্রে ।

আরও পড়ুন: বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, জুনপুটে গ্রেফতার 4

সংঘর্ষে আহত দশজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । তার মধ্যে আহত এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী বলেন, "বহুদিন ধরেই বাগজোলা খাল থেকে মাটি কেটে পাচার করছিল দুষ্কৃতীরা । প্রকাশ্য হোক কিংবা রাতের অন্ধকারে খালের মাটি চুরি হয়ে যাচ্ছিল । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । এদিন তারই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন বাসিন্দারা । আমরা এর একটা বিহিত চাইছি । যাতে খালের মাটি চুরি বন্ধ করা যায় ৷"

এদিকে, অবৈধভাবে মাটি চুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ ।

হাড়োয়া, 3 জুলাই: অবৈধভাবে বাগজোলা খালের মাটি চুরির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন গ্রামবাসীরা । পালটা প্রতিরোধে মাটি মাফিয়া-জনতা সংঘর্ষে বুধবার উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার হাড়োয়ার কুলিন গ্রামে (Ten injured While Protesting Land Theft)। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের মোট দশজন । আহতদের মধ্যে এক মহিলার আঘাত গুরুতর । তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বাকিরা চিকিৎসাধীন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । খবর পেয়ে পরে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় । এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

হাড়োয়ার কুলিন গ্রামের বাগজোলা খাল থেকে দিনের পর দিন অবৈধভাবে মাটি চুরি করে তা বিক্রি করছিল মাটি মাফিয়ারা ।এলাকাবাসীর এই অভিযোগ দীর্ঘদিনের । বুধবার সকালেও মাটি মাফিয়ারা বাগখোলা খাল থেকে মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাক্টরে বোঝাই করছিল । সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বিপত্তি । প্রথমে মাটি মাফিয়ারা এলাকার লোকজনকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ । তাতে কাজ না হওয়ায় পরে দলবল এনে গ্রামবাসীদের ওপর চড়াও হন মাটি মাফিয়ারা । পালটা প্রতিরোধ গড়ে তুললে তুমুল সংঘর্ষ হয় দু'পক্ষের মধ্যে । বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে একে অপরকে । তাতে কারও মাথা ফেটে গিয়েছে । তো কারও হাত ভেঙে গিয়েছে খবর স্থানীয় সূত্রে ।

আরও পড়ুন: বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান, জুনপুটে গ্রেফতার 4

সংঘর্ষে আহত দশজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । তার মধ্যে আহত এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী বলেন, "বহুদিন ধরেই বাগজোলা খাল থেকে মাটি কেটে পাচার করছিল দুষ্কৃতীরা । প্রকাশ্য হোক কিংবা রাতের অন্ধকারে খালের মাটি চুরি হয়ে যাচ্ছিল । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । এদিন তারই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন বাসিন্দারা । আমরা এর একটা বিহিত চাইছি । যাতে খালের মাটি চুরি বন্ধ করা যায় ৷"

এদিকে, অবৈধভাবে মাটি চুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.