আমডাঙা, 3 ডিসেম্বর : চিকিৎসারত মহিলা সাফাইকর্মীকে দিয়ে হাসপাতাল পরিষ্কারের কাজ করানো হল । হাতে সালাইনের চ্যানেল নিয়েই কাজ করে গেলেন তিনি । উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ।
গতকালই ভ্যাকসিনের মহড়ার জন্য উত্তর 24 পরগনা জেলায় তিনটি স্বাস্থ্যকেন্দ্রকে বেছে নেওয়া হয়েছিল । তার মধ্যে অন্যতম ছিল আমডাঙা গ্রামীণ হাসপাতাল । সেখানেই মহড়ার প্রস্তুতির সময় দেখা যায় এই ঘটনা । ওই হাসপাতালেই কাজ করেন দীপালি দাস । পেশায় সাফাইকর্মী । হাতে স্যালাইনের চ্যানেল । দেখে বোঝাই যাচ্ছে তিনি চিকিৎসারত । কিন্তু এই অবস্থাতেও বাঁ হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে হাসপাতালের মেঝে ঝাড় দিচ্ছেন তিনি ।
হাতে স্যালাইনের চ্যানেল কেন ? জবাবে তিনি জানান, চার দিন আগে টাইফয়েড জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছেন । চিকিৎসারত মহিলাকর্মীকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
আরও পড়ুন : আমডাঙায় কলা চোর সন্দেহে ল্যাম্প পোস্টে বেঁধে যুবককে বেধড়ক মার
যদিও আমডাঙা ব্লক স্বাস্থ্য আধিকারিক তরুণকুমার বালা বলেন, "দীপালি দাস হাসপাতালের সাফাইকর্মী । টাইফয়েড জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন । শুক্রবার রাতে তাঁর ছুটি হয়ে গিয়েছে ।"
তাহলে হাতে স্যালাইনের চ্যানেল কেন খোলা হল না ? এই প্রশ্নের কোনও যথাযথ উত্তর তরুণবাবু অবশ্য দিতে পারেননি । বলেন, "আমি ঘটনাটি জানি না । তদন্ত করে দেখা হবে ।"