ETV Bharat / state

Suvendu on Panihati Councilor: পানিহাটির তৃণমূল কাউন্সিলরের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর - গণেশ চতুর্থী

পানিহাটির কাউন্সিলরের আত্মহত্যার চেষ্টার ঘটনায় শাসকদলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পাশাপাশি তাঁর দাবি, অনুপম দত্ত খুনের তদন্তে সিআইডি-তে আস্থা রাখবেন, নাকি আদালতে গিয়ে সিবিআই তদন্তের আর্জি জানাবেন, তা মীনাক্ষী দত্তকেই (Panihati Councilor Meenakshi Dutta) ঠিক করতে হবে ।

suvendu-adhikari-stands-with-panihati-councilor-meenakshi-dutta
suvendu-adhikari-stands-with-panihati-councilor-meenakshi-dutta
author img

By

Published : Aug 31, 2022, 12:55 PM IST

পানিহাটি, 31 অগস্ট: উত্তর 24 পরগনার পানিহাটিতে গণেশ চতুর্থীর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্ত নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ অভিযোগ করলেন অনুপম দত্তর পরিবারকে ভুল বুঝিয়ে সিআইডি-কে দিয়ে তদন্ত করাচ্ছে শাসকদল ৷ আর তার ফলেই অভিযুক্ত ছাড়া পেয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, অনুপম দত্ত খুনে ধৃত মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পেতেই আত্মহত্যার চেষ্টা করেন তাঁর স্ত্রী তথা পানিহাটি পৌরসভার কাউন্সিলর মীনাক্ষী দত্ত (Panihati Councilor Meenakshi Dutta) ৷ সেই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা (Suvendu on Panihati Councilor) ৷ অন্যদিকে, ফের একবার হিন্দুত্ব এবং সনাতন সংস্কৃতির প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দু অধিকারী ৷ হিন্দু ধর্মের গড়িমা রক্ষায় সকল বাড়িতে গীতা রাখা এবং তা পড়ার কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

এদিন পানিহাটিতে দু’টি গণেশ উৎসবের উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরশুদিন রাতে আত্মহত্যার চেষ্টা করেন পানিহাটির বর্তমান কাউন্সিলর তথা মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত স্ত্রী মীনাক্ষী দত্ত ৷ মূলত, অনুপম দত্তর খুনে ধৃত মূল অভিযুক্ত জামিনে ছাড়া পাওয়ায় এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ আর এই ইস্যুকেই হাতিয়ার করেন বিরোধী দলনেতা ৷ অভিযোগ করেন, রাজ্যের শাসকদল ইচ্ছাকৃতভাবেই সিবিআই তদন্ত করতে দেয়নি ৷ আর তাই অনুপম দত্তের পরিবারকে ভুল বুঝিয়ে সিআইডি-কে দিয়ে তদন্ত করানো হচ্ছে ৷

পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

শুভেন্দু বলেন, ‘‘অনুপম দত্তর স্ত্রীকেই ঠিক করতে হবে, তিনি সিআইডির উপরেই আস্থা রাখবেন নাকি সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে যাবেন ৷’’ মীনাক্ষী দত্তর আত্মহত্যার চেষ্টাকে বেদনাদায়ক ঘটনা বলে দুখঃপ্রকাশও করেন শুভেন্দু ৷ তাঁকে মানসিকভাবে শক্তিশালী থাকার পরামর্শও দেন শুভেন্দু ৷ পাশাপাশি, বিরোধী দলনেতা বলেন, মীনাক্ষী দত্ত এনিয়ে তাঁর সাহায্য চাইলে তিনি পাশে থাকবেন ৷

আরও পড়ুন: অনুপম খুনে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত, আত্মহত্যার চেষ্টা পানিহাটির কাউন্সিলরের

পানিহাটি, 31 অগস্ট: উত্তর 24 পরগনার পানিহাটিতে গণেশ চতুর্থীর উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্ত নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ অভিযোগ করলেন অনুপম দত্তর পরিবারকে ভুল বুঝিয়ে সিআইডি-কে দিয়ে তদন্ত করাচ্ছে শাসকদল ৷ আর তার ফলেই অভিযুক্ত ছাড়া পেয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, অনুপম দত্ত খুনে ধৃত মূল অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পেতেই আত্মহত্যার চেষ্টা করেন তাঁর স্ত্রী তথা পানিহাটি পৌরসভার কাউন্সিলর মীনাক্ষী দত্ত (Panihati Councilor Meenakshi Dutta) ৷ সেই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা (Suvendu on Panihati Councilor) ৷ অন্যদিকে, ফের একবার হিন্দুত্ব এবং সনাতন সংস্কৃতির প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দু অধিকারী ৷ হিন্দু ধর্মের গড়িমা রক্ষায় সকল বাড়িতে গীতা রাখা এবং তা পড়ার কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

এদিন পানিহাটিতে দু’টি গণেশ উৎসবের উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরশুদিন রাতে আত্মহত্যার চেষ্টা করেন পানিহাটির বর্তমান কাউন্সিলর তথা মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত স্ত্রী মীনাক্ষী দত্ত ৷ মূলত, অনুপম দত্তর খুনে ধৃত মূল অভিযুক্ত জামিনে ছাড়া পাওয়ায় এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ আর এই ইস্যুকেই হাতিয়ার করেন বিরোধী দলনেতা ৷ অভিযোগ করেন, রাজ্যের শাসকদল ইচ্ছাকৃতভাবেই সিবিআই তদন্ত করতে দেয়নি ৷ আর তাই অনুপম দত্তের পরিবারকে ভুল বুঝিয়ে সিআইডি-কে দিয়ে তদন্ত করানো হচ্ছে ৷

পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

শুভেন্দু বলেন, ‘‘অনুপম দত্তর স্ত্রীকেই ঠিক করতে হবে, তিনি সিআইডির উপরেই আস্থা রাখবেন নাকি সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে যাবেন ৷’’ মীনাক্ষী দত্তর আত্মহত্যার চেষ্টাকে বেদনাদায়ক ঘটনা বলে দুখঃপ্রকাশও করেন শুভেন্দু ৷ তাঁকে মানসিকভাবে শক্তিশালী থাকার পরামর্শও দেন শুভেন্দু ৷ পাশাপাশি, বিরোধী দলনেতা বলেন, মীনাক্ষী দত্ত এনিয়ে তাঁর সাহায্য চাইলে তিনি পাশে থাকবেন ৷

আরও পড়ুন: অনুপম খুনে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত, আত্মহত্যার চেষ্টা পানিহাটির কাউন্সিলরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.