ETV Bharat / state

Suvendu Slams Mamata: 'বাংলায় বুড়িমার বদলে পিসিমার বোম চলছে',কটাক্ষ শুভেন্দুর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুড়িমার বাজি উঠে গিয়েছে, কিন্তু পিসিমার বোমা চলছে ৷ শিবদাসপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আক্রমণ করে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari slams Mamata Banerjee on Naihati clash
Suvendu Adhikari slams Mamata Banerjee on Naihati clash
author img

By

Published : Oct 31, 2022, 11:07 AM IST

হালিশহর, 31 অক্টোবর: পুজোর ছুটি চলছে । স্বাস্থ্য ভবন বন্ধ, তালা দেওয়া । সব অফিস খুললে ডেঙ্গি নিয়ে আন্দোলনে নামার হুংকার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Opposition Leader Suvendu Adhikari) । রবিবার হালিশহরে ছটপুজো উপলক্ষে এসেছিলেন তিনি । এদিন এখান থেকেই রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে (CM Mamata Banerjee) একের পর এক তোপ দাগেন শুভেন্দু ৷

রবিবার উত্তর 24 পরগনার নৈহাটির শিবদাসপুরে বোমাবাজির ঘটনা ঘটে (Naihati clash) । ঘটনায় একজন মারা যায় এবং দুজন আহত হন ৷ এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এখন বুড়িমার বোমা উঠে গিয়েছে । এখন পিসিমা বোমা চলছে ৷" এছাড়াও তিনি বলেন, "এই রাজ্যে জুট শিল্পের অধঃপতনের পিছনে রাজ্যের শ্রম দফতর দায়ী । আমি পুরুলিয়ায় তথ্য প্রমান-সহ একটি সাংবাদিক বৈঠক করে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে দুর্নীতির কথা বলব ।"

মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: নৈহাটিতে চলল গুলি-বোমা, মৃত 1, জখম 2

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে এদিন মুখ খোলেন শুভেন্দু ৷ তিনি বলেন, "শান্তনু ঠাকুর মোদিজীর অনুগামী । উনি মতুয়াদের জন্য লড়াই করেছেন । দলের সাংগঠনিক দিকটা যাঁরা দেখেন তাঁরা ওঁর বিষয়টি দেখবেন । এ নিয়ে আমার কিছু বলার নেই ।" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "কিছু দিন আগে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে বাঙালি ও হিন্দী ভাষাভাষিদের ভাগ করার চেষ্টা চালিয়ে ছিল । এভাবেই তারা আমাদের মধ্যে বিভাজন করে একটা ভাগাভাগি করতে চেয়েছিল । কিন্তু তারা সেটা করে উঠতে পারেনি ।"

হালিশহর, 31 অক্টোবর: পুজোর ছুটি চলছে । স্বাস্থ্য ভবন বন্ধ, তালা দেওয়া । সব অফিস খুললে ডেঙ্গি নিয়ে আন্দোলনে নামার হুংকার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Opposition Leader Suvendu Adhikari) । রবিবার হালিশহরে ছটপুজো উপলক্ষে এসেছিলেন তিনি । এদিন এখান থেকেই রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে (CM Mamata Banerjee) একের পর এক তোপ দাগেন শুভেন্দু ৷

রবিবার উত্তর 24 পরগনার নৈহাটির শিবদাসপুরে বোমাবাজির ঘটনা ঘটে (Naihati clash) । ঘটনায় একজন মারা যায় এবং দুজন আহত হন ৷ এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এখন বুড়িমার বোমা উঠে গিয়েছে । এখন পিসিমা বোমা চলছে ৷" এছাড়াও তিনি বলেন, "এই রাজ্যে জুট শিল্পের অধঃপতনের পিছনে রাজ্যের শ্রম দফতর দায়ী । আমি পুরুলিয়ায় তথ্য প্রমান-সহ একটি সাংবাদিক বৈঠক করে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে দুর্নীতির কথা বলব ।"

মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: নৈহাটিতে চলল গুলি-বোমা, মৃত 1, জখম 2

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে এদিন মুখ খোলেন শুভেন্দু ৷ তিনি বলেন, "শান্তনু ঠাকুর মোদিজীর অনুগামী । উনি মতুয়াদের জন্য লড়াই করেছেন । দলের সাংগঠনিক দিকটা যাঁরা দেখেন তাঁরা ওঁর বিষয়টি দেখবেন । এ নিয়ে আমার কিছু বলার নেই ।" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "কিছু দিন আগে একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে বাঙালি ও হিন্দী ভাষাভাষিদের ভাগ করার চেষ্টা চালিয়ে ছিল । এভাবেই তারা আমাদের মধ্যে বিভাজন করে একটা ভাগাভাগি করতে চেয়েছিল । কিন্তু তারা সেটা করে উঠতে পারেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.