ETV Bharat / state

জগদ্দলে বন্ধ হল জুটমিল, বিক্ষোভ শ্রমিকদের - IMPLEMENT

সোমবার জগদ্দলের এআই চাপদানি মিলের ফাইন ইয়ার্ন ইউনিটের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশও ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ । ঘটনার পর মিলের গেটে বিক্ষোভ দেখায় কর্মীরা । এই ঘটনায় বেকার হলেন প্রায় 600 জন শ্রমিক ।

JAGADDAL
জগদ্দলে জুটমিল বন্ধে উত্তেজনা ছড়াল এলাকায়
author img

By

Published : Jul 12, 2021, 10:43 PM IST

জগদ্দল, 12 জুলাই : তার চুরির অভিযোগের কারণ দেখিয়ে সাময়িক বন্ধের নোটিশ জগদ্দলের এআই চাপদানি মিলের ফাইন ইয়ার্ন ইউনিটের বিরুদ্ধে । সোমবার আচমকা বন্ধের নোটিশে এলাকায় উত্তেজনা ছড়ায় । জুটমিলের অভিযোগ তামার তার চুরি করা হয়েছে । একইসঙ্গে জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশও ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ । এরপরই মিল চালুর দাবিতে দীর্ঘক্ষণ গেটে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কর্মীরা ।

করোনা বিধিনিষেধের মধ্যে মিল বন্ধে বেকার হলেন প্রায় 600 জন শ্রমিক । জানা গিয়েছে, লকডাউনের জন্য আপাতত মিলে তিনদিন উৎপাদন বন্ধ ছিল । ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, আলোচনা ছাড়াই বেআইনিভাবে জুটমিল বন্ধের নোটিশ ঝুলিয়েছে মিল কর্তৃপক্ষ । সাময়িক বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ওভারহেড ক্রেনের দুশো মিটারের বেশি তামার তার চুরি হয়ে গিয়েছে । এর ফলে ফিনিশিং বিভাগ অকেজো হয়ে পড়েছে । তার চুরির বিষয়ে ভাটপাড়া ও জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি, চাঞ্চল্য স্বরূপনগরে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তারা । মিলে কর্মরত শ্রমিকদের দাবি, অবিলম্বে মিল চালু করতে হবে । তা না হলে বিক্ষোভ চলবে । অন্যদিকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । যদিও সেই চেষ্টা ব্যর্থ হয় ।

জগদ্দল, 12 জুলাই : তার চুরির অভিযোগের কারণ দেখিয়ে সাময়িক বন্ধের নোটিশ জগদ্দলের এআই চাপদানি মিলের ফাইন ইয়ার্ন ইউনিটের বিরুদ্ধে । সোমবার আচমকা বন্ধের নোটিশে এলাকায় উত্তেজনা ছড়ায় । জুটমিলের অভিযোগ তামার তার চুরি করা হয়েছে । একইসঙ্গে জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশও ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ । এরপরই মিল চালুর দাবিতে দীর্ঘক্ষণ গেটে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কর্মীরা ।

করোনা বিধিনিষেধের মধ্যে মিল বন্ধে বেকার হলেন প্রায় 600 জন শ্রমিক । জানা গিয়েছে, লকডাউনের জন্য আপাতত মিলে তিনদিন উৎপাদন বন্ধ ছিল । ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, আলোচনা ছাড়াই বেআইনিভাবে জুটমিল বন্ধের নোটিশ ঝুলিয়েছে মিল কর্তৃপক্ষ । সাময়িক বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ওভারহেড ক্রেনের দুশো মিটারের বেশি তামার তার চুরি হয়ে গিয়েছে । এর ফলে ফিনিশিং বিভাগ অকেজো হয়ে পড়েছে । তার চুরির বিষয়ে ভাটপাড়া ও জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে মাছ ব্যবসায়ীকে গুলি, চাঞ্চল্য স্বরূপনগরে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তারা । মিলে কর্মরত শ্রমিকদের দাবি, অবিলম্বে মিল চালু করতে হবে । তা না হলে বিক্ষোভ চলবে । অন্যদিকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । যদিও সেই চেষ্টা ব্যর্থ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.