ETV Bharat / state

মোবাইল চোর সন্দেহে নগ্ন করে ঘষা হল বিছুটি !

author img

By

Published : Jul 21, 2019, 4:26 AM IST

Updated : Jul 21, 2019, 6:21 AM IST

শুক্রবার দুপুরে ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ভ্যানচালক বিকাশ । দোকানদার তাঁর মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না । বিকাশকে সন্দেহ করেই শুরু হয় অত্যাচার । মারধর, উলঙ্গ করে বিছুটি পাতা ঘষে দেওয়াতেই শেষ নয় । দোকানের সামনে নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করেন অভিযুক্তরা ।

মোবাইল চোর

বনগাঁ, 21 জুলাই : প্রত্যন্ত গ্রামের ঘটনা নয় । এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে অত্যাচারের ঘটনা সামনে এল । মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হল এক যুবককে । বিকাশ বিশ্বাস (নাম পরিবর্তিত ) নামে ওই যুবক ও তাঁর পরিবার থানার দ্বারস্থ হয়েছেন । ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দু'নম্বর এলাকায়।

বিকাশ বিশ্বাসের ঘটনা এককথায় শিউরে ওঠার মতো । শারীরিক ও মানসিক নিগ্রহের পরে নির্যাতিত যুবককে এলাকায় ঘোরানোর অভিযোগও উঠেছে স্থানীয় এক দোকানদার ও তাঁর শাগরেদের বিরুদ্ধে । শুক্রবার দুপুরে ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ভ্যানচালক বিকাশ । দোকানদার তাঁর মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না । বিকাশকে সন্দেহ করেই শুরু হয় অত্যাচার । প্রথমে মারধর পরে নগ্ন করে বিছুটি পাতা ঘষে দেওয়া হয় । এতেই শেষ নয় । দোকানের সামনে নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করেন অভিযুক্তরা । মারধরের জেরে বিকাশের মুখ ফেটে যায় ও ডান চোখে রক্ত জমে যায় ।

শুক্রবার রাত আটটা নাগাদ অভিযুক্তরা বিকাশের ভ্যান ও মোবাইল আটকে রেখে তাঁকে ছেড়ে দেন । ভ্যান ও মোবাইল ছাড়াতে দশ হাজার টাকা দাবি করেন ওই দোকানদার । টাকা না থাকায় তিনি খালি হাতে ফিরে আসেন । সে রাতেই তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় । এদিকে, গতকাল রাতে ভ্যান, মোবাইল ফেরত ও দোষীদের শাস্তির দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হন বিকাশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বনগাঁ, 21 জুলাই : প্রত্যন্ত গ্রামের ঘটনা নয় । এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে অত্যাচারের ঘটনা সামনে এল । মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হল এক যুবককে । বিকাশ বিশ্বাস (নাম পরিবর্তিত ) নামে ওই যুবক ও তাঁর পরিবার থানার দ্বারস্থ হয়েছেন । ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দু'নম্বর এলাকায়।

বিকাশ বিশ্বাসের ঘটনা এককথায় শিউরে ওঠার মতো । শারীরিক ও মানসিক নিগ্রহের পরে নির্যাতিত যুবককে এলাকায় ঘোরানোর অভিযোগও উঠেছে স্থানীয় এক দোকানদার ও তাঁর শাগরেদের বিরুদ্ধে । শুক্রবার দুপুরে ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ভ্যানচালক বিকাশ । দোকানদার তাঁর মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না । বিকাশকে সন্দেহ করেই শুরু হয় অত্যাচার । প্রথমে মারধর পরে নগ্ন করে বিছুটি পাতা ঘষে দেওয়া হয় । এতেই শেষ নয় । দোকানের সামনে নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করেন অভিযুক্তরা । মারধরের জেরে বিকাশের মুখ ফেটে যায় ও ডান চোখে রক্ত জমে যায় ।

শুক্রবার রাত আটটা নাগাদ অভিযুক্তরা বিকাশের ভ্যান ও মোবাইল আটকে রেখে তাঁকে ছেড়ে দেন । ভ্যান ও মোবাইল ছাড়াতে দশ হাজার টাকা দাবি করেন ওই দোকানদার । টাকা না থাকায় তিনি খালি হাতে ফিরে আসেন । সে রাতেই তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয় । এদিকে, গতকাল রাতে ভ্যান, মোবাইল ফেরত ও দোষীদের শাস্তির দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হন বিকাশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:মোবাইল চোর উলঙ্গ করে গায়ে বিছুটি পাতা

বনগাঁঃ প্রত্যন্ত গ্রামের ঘটনা নয়। এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত সামনে এল।
মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি জাতীয় জ্বলুনিদায়ক পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হল এক যুবককে। বিকাশ বিশ্বাস (নাম পরিবর্তিত ) নামে ওই যুবক ও তাঁর পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।

বিকাশ বিশ্বাসের ঘটনা এককথায় শিউরে ওঠার মতো। শারীরিক ও মানসিক নিগ্রহের পরে নির্যাতিত যুবককে এলাকা ঘোরানোর অভিযোগও উঠেছে মূলত স্থানীয় এক দোকানদার ও তার শাগরেদের বিরুদ্ধে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বিকাশ। দোকানদার তার মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না। বিকাশকে সন্দেহ করেই শুরু অত্যাচার। মারধর, উলঙ্গ করে বিছুটিপাতা ঘষে দেওয়াতেই শেষ নয়। দোকানের সামনে দুর্গন্ধযুক্ত নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করে অভিযুক্তরা। মারধরের কারণে বিকাশের মুখ ফেটে যায় ও ডান চোখে রক্ত জমে যায়। সারা শরীরে আঘাত জর্জরিত বলে জানিয়েছে তাঁর স্ত্রী মাধবী বিশ্বাস (নাম পরিবর্তিত )। ঘটনাটি ঘটেছে জনসমক্ষে বনগাঁ থানার দু'নম্বর এলাকায়। অবশেষে রাত আটটা নাগাদ অভিযুক্তরা ওই যুবকের ভ্যান ও মোবাইল আটকে রেখে ছেড়ে দেয়। তবুও আতঙ্কের ঘোর কাটছে না নির্যাতিতের। ভ্যান ও মোবাইল ছাড়তে দশ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। ফের জখমের পরিবারের লোকেরা শুক্রবার রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসার পর তাঁকে তাঁরা বাড়ি নিয়ে যান। পরদিন রাতে নির্যাতিতের পরিবার দোষীদের শাস্তি, ভ্যান ও মোবাইল ফেরতের দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন।Body:মোবাইল চোর উলঙ্গ করে গায়ে বিছুটি পাতা

বনগাঁঃ প্রত্যন্ত গ্রামের ঘটনা নয়। এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত সামনে এল।
মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি জাতীয় জ্বলুনিদায়ক পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হল এক যুবককে। বিকাশ বিশ্বাস (নাম পরিবর্তিত ) নামে ওই যুবক ও তাঁর পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।

বিকাশ বিশ্বাসের ঘটনা এককথায় শিউরে ওঠার মতো। শারীরিক ও মানসিক নিগ্রহের পরে নির্যাতিত যুবককে এলাকা ঘোরানোর অভিযোগও উঠেছে মূলত স্থানীয় এক দোকানদার ও তার শাগরেদের বিরুদ্ধে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বিকাশ। দোকানদার তার মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না। বিকাশকে সন্দেহ করেই শুরু অত্যাচার। মারধর, উলঙ্গ করে বিছুটিপাতা ঘষে দেওয়াতেই শেষ নয়। দোকানের সামনে দুর্গন্ধযুক্ত নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করে অভিযুক্তরা। মারধরের কারণে বিকাশের মুখ ফেটে যায় ও ডান চোখে রক্ত জমে যায়। সারা শরীরে আঘাত জর্জরিত বলে জানিয়েছে তাঁর স্ত্রী মাধবী বিশ্বাস (নাম পরিবর্তিত )। ঘটনাটি ঘটেছে জনসমক্ষে বনগাঁ থানার দু'নম্বর এলাকায়। অবশেষে রাত আটটা নাগাদ অভিযুক্তরা ওই যুবকের ভ্যান ও মোবাইল আটকে রেখে ছেড়ে দেয়। তবুও আতঙ্কের ঘোর কাটছে না নির্যাতিতের। ভ্যান ও মোবাইল ছাড়তে দশ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। ফের জখমের পরিবারের লোকেরা শুক্রবার রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসার পর তাঁকে তাঁরা বাড়ি নিয়ে যান। পরদিন রাতে নির্যাতিতের পরিবার দোষীদের শাস্তি, ভ্যান ও মোবাইল ফেরতের দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন।Conclusion:মোবাইল চোর উলঙ্গ করে গায়ে বিছুটি পাতা

বনগাঁঃ প্রত্যন্ত গ্রামের ঘটনা নয়। এবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে মধ্যযুগীয় বর্বরতার দৃষ্টান্ত সামনে এল।
মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি জাতীয় জ্বলুনিদায়ক পাতা লাগিয়ে বেধড়ক মারধর করা হল এক যুবককে। বিকাশ বিশ্বাস (নাম পরিবর্তিত ) নামে ওই যুবক ও তাঁর পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।

বিকাশ বিশ্বাসের ঘটনা এককথায় শিউরে ওঠার মতো। শারীরিক ও মানসিক নিগ্রহের পরে নির্যাতিত যুবককে এলাকা ঘোরানোর অভিযোগও উঠেছে মূলত স্থানীয় এক দোকানদার ও তার শাগরেদের বিরুদ্ধে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বিকাশ। দোকানদার তার মোবাইলটি খুঁজে পাচ্ছিলেন না। বিকাশকে সন্দেহ করেই শুরু অত্যাচার। মারধর, উলঙ্গ করে বিছুটিপাতা ঘষে দেওয়াতেই শেষ নয়। দোকানের সামনে দুর্গন্ধযুক্ত নর্দমায় ফেলে ওই যুবককে মোবাইল খুঁজতে বাধ্য করে ফের একপ্রস্থ মারধর করে অভিযুক্তরা। মারধরের কারণে বিকাশের মুখ ফেটে যায় ও ডান চোখে রক্ত জমে যায়। সারা শরীরে আঘাত জর্জরিত বলে জানিয়েছে তাঁর স্ত্রী মাধবী বিশ্বাস (নাম পরিবর্তিত )। ঘটনাটি ঘটেছে জনসমক্ষে বনগাঁ থানার দু'নম্বর এলাকায়। অবশেষে রাত আটটা নাগাদ অভিযুক্তরা ওই যুবকের ভ্যান ও মোবাইল আটকে রেখে ছেড়ে দেয়। তবুও আতঙ্কের ঘোর কাটছে না নির্যাতিতের। ভ্যান ও মোবাইল ছাড়তে দশ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। ফের জখমের পরিবারের লোকেরা শুক্রবার রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসার পর তাঁকে তাঁরা বাড়ি নিয়ে যান। পরদিন রাতে নির্যাতিতের পরিবার দোষীদের শাস্তি, ভ্যান ও মোবাইল ফেরতের দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন।
Last Updated : Jul 21, 2019, 6:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.