ETV Bharat / state

'পাপ কখন বাপকেও ছাড়ে না', চিটফান্ড নিয়ে মমতাকে কটাক্ষ সুশান্ত ঘোষের - সুশান্ত ঘোষ

সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভায় চিটফান্ড নিয়ে বামেদের আক্রমণ করে বলেছিলেন চিটফান্ডের জন্ম বাম আমলে৷ এ নিয়ে সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উনি (মুখ্যমন্ত্রী) SIT গঠন করেছিলেন৷ যদি বামেদের একজন‌ও চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তো উনি তদন্ত করে গ্রেপ্তার করতে পারতেন৷ আসলে উনি এমন কোনও কেলেঙ্কারি দেখাতে পারবেন না, যেখানে বামেদের কোন‌ও নেতা ও মন্ত্রী জড়িত আছেন ৷"

sushanta ghosh
author img

By

Published : Sep 3, 2019, 7:55 PM IST

বারাসত, 3 সেপ্টেম্বর : "পাপ কখনও বাপকেও ছাড়ে না, যত‌ই আড়াল করার চেষ্টা করা হোক । সত্যিটা একদিন সামনে আসবেই ৷" চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এ ভাবেই নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন CPI(M) নেতা সুশান্ত ঘোষ । আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, ক্ষমতা ব্যবহার করে আর‌ও হয়তো বেশ কিছুদিন আটকে রাখা যাবে৷ কিন্তু, সত্যিটা একদিন প্রকাশ পাবেই ৷

সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভায় চিটফান্ড নিয়ে বামেদের আক্রমণ করে বলেছিলেন চিটফান্ডের জন্ম বাম আমলে৷ এ নিয়ে সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উনি (মুখ্যমন্ত্রী) SIT গঠন করেছিলেন৷ যদি বামেদের একজন‌ও চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তো উনি তদন্ত করে গ্রেপ্তার করতে পারতেন৷ আসলে উনি এমন কোনও কেলেঙ্কারি দেখাতে পারবেন না, যেখানে বামেদের কোন‌ও নেতা ও মন্ত্রী জড়িত আছেন ৷" তিনি আরও বলেন,"যে ভাবে একজন IPS অফিসারকে বাঁচাতে রাজ্যের প্রশাসনিক প্রধান তাঁর বাড়িতে দৌঁড়ে যাচ্ছেন, ফিরে এসে ধরনায় বসছেন, তা নজিরবিহীন । ভারতে এ রকম ঘটনা আছে কি না,তা আমার জানা নেই ।"

চিটফান্ড নিয়ে CBI তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলেন ওই সুশান্ত । তাঁর প্রশ্ন, "2013 সালে সুপ্রিম কোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছিল । তারপর কেটে গিয়েছে প্রায় আট বছর । এত বছর পরেও কেন CBI তদন্তের অগ্রগতি হল না৷" বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোন‌ও বোঝাপড়া আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশান্ত । মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে সুশান্ত ঘোষ বলেন, "দুর্নীতির অভিযোগে কোন‌ও বাম নেতা ও মন্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস নেই বর্তমান সরকারের । বাংলার মানুষ ভালোভাবেই জানে বামেদের এটাই পরিচয় ও বৈশিষ্ট্য । বামেদের গায়ে হাত দেওয়ার আগেই এই সরকার বিদায় নেবে ৷ "

বারাসত, 3 সেপ্টেম্বর : "পাপ কখনও বাপকেও ছাড়ে না, যত‌ই আড়াল করার চেষ্টা করা হোক । সত্যিটা একদিন সামনে আসবেই ৷" চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এ ভাবেই নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন CPI(M) নেতা সুশান্ত ঘোষ । আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, ক্ষমতা ব্যবহার করে আর‌ও হয়তো বেশ কিছুদিন আটকে রাখা যাবে৷ কিন্তু, সত্যিটা একদিন প্রকাশ পাবেই ৷

সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভায় চিটফান্ড নিয়ে বামেদের আক্রমণ করে বলেছিলেন চিটফান্ডের জন্ম বাম আমলে৷ এ নিয়ে সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উনি (মুখ্যমন্ত্রী) SIT গঠন করেছিলেন৷ যদি বামেদের একজন‌ও চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তো উনি তদন্ত করে গ্রেপ্তার করতে পারতেন৷ আসলে উনি এমন কোনও কেলেঙ্কারি দেখাতে পারবেন না, যেখানে বামেদের কোন‌ও নেতা ও মন্ত্রী জড়িত আছেন ৷" তিনি আরও বলেন,"যে ভাবে একজন IPS অফিসারকে বাঁচাতে রাজ্যের প্রশাসনিক প্রধান তাঁর বাড়িতে দৌঁড়ে যাচ্ছেন, ফিরে এসে ধরনায় বসছেন, তা নজিরবিহীন । ভারতে এ রকম ঘটনা আছে কি না,তা আমার জানা নেই ।"

চিটফান্ড নিয়ে CBI তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলেন ওই সুশান্ত । তাঁর প্রশ্ন, "2013 সালে সুপ্রিম কোর্ট CBI তদন্তের নির্দেশ দিয়েছিল । তারপর কেটে গিয়েছে প্রায় আট বছর । এত বছর পরেও কেন CBI তদন্তের অগ্রগতি হল না৷" বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোন‌ও বোঝাপড়া আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশান্ত । মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে সুশান্ত ঘোষ বলেন, "দুর্নীতির অভিযোগে কোন‌ও বাম নেতা ও মন্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস নেই বর্তমান সরকারের । বাংলার মানুষ ভালোভাবেই জানে বামেদের এটাই পরিচয় ও বৈশিষ্ট্য । বামেদের গায়ে হাত দেওয়ার আগেই এই সরকার বিদায় নেবে ৷ "

Intro:"পাপ কখনও বাপকেও ছাড়েনা"।যত‌ই আড়াল করার চেষ্টা করা হোক,সত‍্য একদিন সামনে আসবেই! চিটফান্ড নিয়ে এভাবেই নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ।আজ দুপুরে পুরনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি "ইটিভি ভারতের" মুখোমুখি হয়ে বলেন,"চিটফান্ডের সঙ্গে যারা জড়িত,আজ হোক কিংবা কাল শাস্তি পেতে হবেই তাদের।সত‍্যকে কখন‌ই বেশিদিন আড়াল করা যায়না। সাময়িক হয়তো আড়াল করা যেতে পারে। দীর্ঘদিন কখন‌ই তা আড়াল করা যায়না।Body:রাজু বিশ্বাস,বারাসত:-"পাপ কখনও বাপকেও ছাড়েনা"।যত‌ই আড়াল করার চেষ্টা করা হোক।সত‍্য একদিন সামনে আসবেই। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এভাবেই নাম না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ।আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি।আদালত থেকে বেরিয়ে তিনি "ইটিভি ভারতের" মুখোমুখি হয়ে বলেন,"চিটফান্ড কেলেঙ্কারির সাথে যারা জড়িত,আজ হোক কিংবা কাল হোক তাদের শাস্তি হবেই।সত‍্য বেশিদিন ধামাচাপা দিয়ে আটকে রাখা যাবেনা"। তাঁর কথায়,"সত‍্য কিছুদিনের জন্য হয়তো আটকে রাখা যাবে! ক্ষমতা ব্যবহার করে আর‌ও হয়তো বেশ কিছুদিন আটকে রাখা যাবে! কিন্তু,তারপর একদিন সত‍্য সামনে আসবেই! সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভায় চিটফান্ড নিয়ে বামেদের আক্রমন করে বলেছিলেন চিটফান্ডের জন্ম বাম আমলে! আমরা ক্ষমতায় আসার পর তার তদন্ত শুরু করেছি। গ্রেপ্তার‌ও করা হয়েছে। এনিয়ে সুশান্ত ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উনি (মুখ্যমন্ত্রী) এনিয়ে সিট তো গঠন করেছিলেন! যদি বামেদের একজন‌ও চিটফান্ডের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তো উনি তদন্ত করে গ্রেপ্তার করতে পারতেন! আসলে উনি এমন কোনও কেলেঙ্কারি দেখাতে পারবেন না, যেখানে বামেদের কোন‌ও নেতা ও মন্ত্রী যুক্ত আছে!এটাই বামেদের বৈশিষ্ট্য! দুর্নীতির দায়ে বামেদের কারোর গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের!কারন, সাধারন মানুষ ভালোভাবেই জানে এটাই বামেদের আচরন! দুর্নীতির অভিযোগে গায়ে হাত দেওয়ার আগেই এই সরকারের বিদায় হবে! সম্প্রতি হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত নিয়ে রাজ‍্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন! তাঁদের বক্তব্য ছিল, চিটফান্ড তদন্তে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করেছে রাজ‍্য সরকার! তৃনমূলের নেতা মন্ত্রীদের আটকানোর চেয়ে সিটের প্রধান রাজীব কুমারকে আটকাতে বেশি তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী! এনিয়ে প্রশ্ন করা হলে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন,"সিবিআইয়ের আইনজীবী হাইকোর্টে কি বলেছে,সেটা মহামান্য আদালত‌ই বিচার করবে!তবে এটুকু বলতে পারি, যেভাবে একজন আইপিএস অফিসারকে বাঁচাতে রাজ‍্যের প্রশাসনিক প্রধান তার বাড়িতে দৌঁড়ে যাচ্ছেন, ফিরে এসে ধর্নায় বসছেন,তা নজিরবিহীন। ভারতবর্ষে এরকম ঘটনা আছে কিনা,তা আমার জানা নেই।যিনি দৌঁড়ে গেলেন যার জন্য,তিনি‌ই এর কারন ভালো ব‍্যাখা করতে পারবেন!তবে,সবাই বুঝতে পারছে ডাল মে কুছ কালা হ‍্যায়!তবে,কালা কত দূর তা সামনে একদিন আসবেই। চিটফান্ড নিয়ে সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওই সিপিএম নেতা। তাঁর কথায়,"২০১৩ সালে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।তারপর কেটে গিয়েছে প্রায় আট বছর। এতবছর পরেও কেন সিবিআইয়ের তদন্তে অগ্রগতি হলনা,তা নিয়ে সন্দেহ রয়েছে!এত মানুষের সর্বস্বান্ত হওয়া, আত্মহত্যা করা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। তারপরেও সিবিআইয়ের এই ঢিলেমি।এটা কেন্দ্র ও রাজ্য সরকারের কোন‌ও বোঝাপড়া কিনা,তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুশান্ত ঘোষ। তিনি বলেন," ৩৪ বছরে আমাদের কোনও নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমান করতে আমার বিরুদ্ধে রাজ‍্য সরকার।অথচ,আট বছরে তৃনমূলের ছোট,বড়,মেজো,সেজো কোনও না কোনও দুর্নীতির সাথে জড়িত!কাটমানি থেকে আর‌ও কত কি ঘটনা!আমার বিরুদ্ধেও কত তদন্ত করেছে!যখন কিছু পেলনা,তখন সত‍্যকে চাপা দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে!কিনা,আমার নাকি আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে! সেটাও মাত্র ৬ লাখ ৫ হাজার টাকা! সেই মামলায় এখনও হাজিরা দিয়ে চলেছি! মামলার কোনও নিষ্পত্তি হচ্ছে না।রাজ‍্য সরকার‌ও জানে, মামলার কোনও সত‍্যতা নেই।তা সত্বেও দিনের পর দিন আদালতে ছুটে আসতে হচ্ছে আমাকে"।Conclusion:মুখ্যমন্ত্রীর দিকে চ‍্যালেঞ্জ ছুঁড়ে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন, দুর্নীতির অভিযোগে কোন‌ও বাম নেতা ও মন্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস নেই বর্তমান সরকারের।বাংলার মানুষ ভালোভাবেই জানে বামেদের এটাই পরিচয় ও বৈশিষ্ট্য। বামেদের গায়ে হাত দেওয়ার আগেই এই সরকার বিদায় নেবে!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.