ETV Bharat / state

বারাসতে বিশেষ অভিযান পুলিশ সুপারের, লকডাউনের নিয়ম ভাঙায় আটক 23

সরকার ঘোষিত কার্যত লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসতে বিশেষ অভিযানে নামলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । এদিন দুপুরে আচমকাই রাস্তায় নামেন তিনি । ফলও মেলে হাতেনাতে । অকারণে রাস্তায় বেরনোর অভিযোগে 23 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

Superintendent of Police in Barasat arrested 23 people for breaking lockdown rules
বারাসতে বিশেষ অভিযান পুলিশ সুপারের, লকডাউনের নিয়ম ভাঙায় আটক 23
author img

By

Published : May 24, 2021, 7:28 PM IST

বারাসত, 24 মে : সরকারি বিধিনিষেধ কার্যকর করতে বারাসতের রাস্তায় নামলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ৷ সোমবার জেলার পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে আচমকাই বারাসতের 34 ও 35 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালাতে দেখা যায় পুলিশ সুপারকে । নিয়মভঙ্গ করে অকারণে রাস্তায় বেরনোর অভিযোগে এদিন আটক করা হয়েছে 23 জনকে । বেশ কয়েকটি গাড়িও আটক করা হয়েছে ৷

করোনার সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে । বাজার, দোকানপাট খোলার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । বিকেলের পরিবর্তে এখন থেকে শুধু সকালে 3 ঘণ্টার জন্য খোলা রাখা যাবে বিভিন্ন বাজার এবং মুদিখানার দোকান । এছাড়া রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে । এই নিয়ম গোটা রাজ্যে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন । রাজ্যে কড়া বিধিনিষেধ চালু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় নিয়মভঙ্গের অভিযোগ সামনে এসেছে । নিয়মকে অমান্য করেই বাজারে ও রাস্তাঘাটে ভিড় করতে দেখা গিয়েছে এক শ্রেণির মানুষকে । তাঁদের শায়েস্তা করতে কখনও পুলিশকে কড়া হতে দেখা গিয়েছে । আবার কখনও নরমে-গরমে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ।

আরও পড়ুন : ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

এসবের থেকে মোটেই বাদ ছিল না উত্তর 24 পরগনার বারাসত । এবার সরকার ঘোষিত কার্যত লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসতে বিশেষ অভিযানে নামলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । এদিন দুপুরে আচমকাই রাস্তায় নামেন তিনি । ফলও মেলে হাতেনাতে । অকারণে রাস্তায় বেরনোর অভিযোগে 23 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । এছাড়া পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি ছাড়াও বেশ কয়েকটি টোটো, অটো আটক করা হয়েছে ।

বারাসত, 24 মে : সরকারি বিধিনিষেধ কার্যকর করতে বারাসতের রাস্তায় নামলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ৷ সোমবার জেলার পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে আচমকাই বারাসতের 34 ও 35 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালাতে দেখা যায় পুলিশ সুপারকে । নিয়মভঙ্গ করে অকারণে রাস্তায় বেরনোর অভিযোগে এদিন আটক করা হয়েছে 23 জনকে । বেশ কয়েকটি গাড়িও আটক করা হয়েছে ৷

করোনার সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি হয়েছে । বাজার, দোকানপাট খোলার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । বিকেলের পরিবর্তে এখন থেকে শুধু সকালে 3 ঘণ্টার জন্য খোলা রাখা যাবে বিভিন্ন বাজার এবং মুদিখানার দোকান । এছাড়া রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে । এই নিয়ম গোটা রাজ্যে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন । রাজ্যে কড়া বিধিনিষেধ চালু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় নিয়মভঙ্গের অভিযোগ সামনে এসেছে । নিয়মকে অমান্য করেই বাজারে ও রাস্তাঘাটে ভিড় করতে দেখা গিয়েছে এক শ্রেণির মানুষকে । তাঁদের শায়েস্তা করতে কখনও পুলিশকে কড়া হতে দেখা গিয়েছে । আবার কখনও নরমে-গরমে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ।

আরও পড়ুন : ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

এসবের থেকে মোটেই বাদ ছিল না উত্তর 24 পরগনার বারাসত । এবার সরকার ঘোষিত কার্যত লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসতে বিশেষ অভিযানে নামলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । এদিন দুপুরে আচমকাই রাস্তায় নামেন তিনি । ফলও মেলে হাতেনাতে । অকারণে রাস্তায় বেরনোর অভিযোগে 23 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । এছাড়া পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি ছাড়াও বেশ কয়েকটি টোটো, অটো আটক করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.