বারাসত, 9 ডিসেম্বর: "পশ্চিমবঙ্গের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাপিয়ে গিয়েছে ব্যাপম কেলেঙ্কারিকে ৷ মুখ্যমন্ত্রী এই দুর্নীতির দায় এড়াতে পারেন না ।" নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি প্রসঙ্গে শুক্রবার এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty Says that WB Recruitment Scam has Overtaken Vyapam Scandal)। আদালতে জমা পড়া সিবিআইয়ের সেই চার্জশিটে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতির যত কাণ্ড সবই হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরে । এসএসসি-র দফতরই হল নিয়োগ দুর্নীতির আঁতুড়ঘর ।
সিবিআইয়ের সেই দাবিকে হাতিয়ার করে এদিন কার্যত মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, "এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য । উনি মুখ্যমন্ত্রীকে ডি.লিট উপাধি পাইয়ে দিতে তাঁর নাম প্রস্তাব করেছিলেন । এখানে সব দেওয়া-নেওয়ার পালা ৷ তা না হলে কী করে সুবীরেশ ভট্টাচার্যের মতো একজন লোক এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ পেতে পারেন ?তাই, একা সুবীরেশ, মানিক ভট্টাচার্য কিংবা শান্তিপ্রসাদ সিনহা এই দুর্নীতির সঙ্গে জড়িত নয় । এটা একটা সরকার দ্বারা সংগঠিত অপরাধ । যারা নায্য চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । টাকা তোলার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে এসএসসির মতো সরকারি দফতরকে ।"
এদিকে, গরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আইনজীবী ফের আদালতে জামিনের আবেদন না করায় তা নিয়েও এদিন বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন,"ওকে(অনুব্রত মণ্ডল)সারাজীবন জেলেই কাটাতে হবে ।সভ্য সমাজে থাকার লোক নন উনি । বালি, পাথর, কয়লা এমনকি নিয়োগ দুর্নীতির সঙ্গে যিনি জড়িত তাঁকে তো গারদে থাকতেই হবে ৷ মন্ত্রী বলেছিলেন উনি নাকি বাঘ । যদি বাঘ হয়ে থাকে তাহলে হয় খাঁচায় থাকবে, তা না হলে জঙ্গলে । এই সমস্ত অপদার্থরা আবার রাজনীতিতে এসেছে । আর তাঁর দৌলতে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না ৷"
আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে: সুজন চক্রবর্তী