বারাসত, 7 অক্টোবর: নন্দকুমারে সমবায় নির্বাচন প্রসঙ্গে এবার অধীর চৌধুরীকে পালটা জবাব দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Adhir Chowdhury)। এই ইস্যুতে সিপিএম নেতার থেকে রীতিমতো কটাক্ষের সুর ধেয়ে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতির দিকে । সোমবার বিকেলে বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,"বামেদের ভোটের দায়িত্ব অধীর চৌধুরীকে তো কেউ কোনও দিন দেয়নি । পারলে কংগ্রেসের ভোট কোথায় যাবে, সেটা বরং তিনি দেখুন । বামেরা ভোট রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করে এসেছে । 2019 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল বাম-বিজেপির আঁতাতেল কথা বলত । সেটা যে সত্য নয়,তা আমরা তত্ত্ব দিয়ে বারেবারে প্রমাণ করে দিয়েছি । তৃণমূলের লোকেরা তৃণমূল ছেড়ে কেন বিজেপি নেতা হচ্ছে সেটা দেখলে ভালো হয় ৷ "
প্রসঙ্গত,শাসকদলকে রুখতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জোট বেঁধে লড়াই করে অভূতপূর্ব সাফল্য পেয়েছে । আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । তৃণমূল অভিযোগ করতে শুরু করেছে বিজেপির সঙ্গে যে বামেদের আঁতাত রয়েছে তা স্পষ্ট হয়েছে জোট বেঁধে তাঁদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকেই । এই পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও (Adhir Chowdhury) বামেদের কটাক্ষ করতে ছাড়েননি । শাসকদলের সুরে সুর মিলিয়ে তিনি অভিযোগ করেন,"বামেদের ভোট এখন রামের দিকে যাচ্ছে"। এতেই চোটে লাল হয়ে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । পাল্টা অধীরকে জবাব দিতে দেরি করেননি তিনি ।
আরও পড়ুন: শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিক কাজের জন্য জমিদানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর মত,"এরকম ঘটনা হয়ে থাকলে তা ঠিক হয়নি । অভিযোগ যখন এসেছে তখন আমরা খতিয়ে দেখব বিষয়টি । একবার নয় । দরকার হলে পাঁচবার তা আমরা খতিয়ে দেখতে প্রস্তুত । তবে, কোন পরিপ্রেক্ষিতে সেখানে জোট হয়েছিল সেটাও দেখা প্রয়োজন । তৃণমূল ওই সমবায় সমিতিতে যেভাবে লুটপাঠ চালিয়েছে তাতে গ্রামের মানুষই এগিয়ে এসেছে জোট করতে । যতদূর জানি সেই জোটে বামপন্থী,অবামপন্থী ছাড়াও সামিল হয়েছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীরা । তারপরও বলছি, সেখানে আমাদের কোনও দুর্বলতা ছিল কিনা তা অবশ্যই দেখা হবে । বিজেপির সঙ্গে তৃণমূল সহ অন্যান্যরা বোঝাপড়া করলেও বামপন্থীরা কোনও দিন বোঝাপড়া করেনি । এটা নিয়ে অভিযোগ করার আগে তৃণমূল যেন নিজেদের নিয়ে চিন্তা করে"।