ETV Bharat / state

হালিশহরে CAA-র প্রচারে আক্রান্ত শুভ্রাংশু

হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনিতে CAA-এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় ।

Subhranshu roy
বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় ।
author img

By

Published : Jan 25, 2020, 3:27 PM IST

Updated : Jan 25, 2020, 6:48 PM IST

হালিশহর, 25 জানুয়ারি: হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনিতে CAA এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বীজপুরের BJP বিধায়ক শুভ্রাংশু রায় । প্রচার করতে গিয়ে পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷

ঘটনার পর BJP কর্মীরা বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা ৷ শুভ্রাংশু রায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা চাইলে এক পুলিশ কর্মী বলেন, প্রচারের কোনও অনুমতি ছিল না BJP র কাছে ৷ আগামীকালও প্রচার করা যাবে না ৷

স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, আজ CAA-এর সমর্থনে তাঁদের কর্মীরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন ৷ তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দেখে কাঁসর ঘণ্টা বাজাতে থাকে ৷ তখন দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ BJP-র অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দেয় তৃণমূলের লোকজন ৷ যদিও তৃণমূলের পালটা অভিযোগ, তারা হামলা চালায়নি ৷ বরং তাদের উপর আক্রমণ করা হয় ৷ তাদের এক কর্মী জখম হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ শুভ্রাংশু জানান, তাঁরা শান্তিপূর্ণভাবেই প্রচার চালাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ৷ স্থানীয় বাসিন্দাদের দেওয়া প্রচারপত্রগুলি কেড়ে নেওয়া হয় ৷ শুভ্রাংশু বলেন, "অমিত শাহকেও এই হামলার কথা জানানো হবে ৷" তাঁর আরও সংযোজন, "পুলিশ এখন রাজ্য সরকারের ডোবারম্যান হয়ে গেছে ৷ BJP ক্ষমতায় আসলে আমি আবার বিধায়ক হব ৷ তখন এই পুলিশদের ছেড়ে কথা বলব না ৷''

ব্যারাকপুর পৌরসভার পর্যবেক্ষক সুবোধ অধিকারীর অভিযোগ, শুভ্রাংশু রায় ও তাঁর লোকজন প্রচারের নামে এলাকায় সন্ত্রাস করছিল ৷ সাধারণ মানুষ এর বিরোধিতা করে ৷ BJP এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছে ৷"

হালিশহর, 25 জানুয়ারি: হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনিতে CAA এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বীজপুরের BJP বিধায়ক শুভ্রাংশু রায় । প্রচার করতে গিয়ে পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷

ঘটনার পর BJP কর্মীরা বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা ৷ শুভ্রাংশু রায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা চাইলে এক পুলিশ কর্মী বলেন, প্রচারের কোনও অনুমতি ছিল না BJP র কাছে ৷ আগামীকালও প্রচার করা যাবে না ৷

স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, আজ CAA-এর সমর্থনে তাঁদের কর্মীরা এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন ৷ তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দেখে কাঁসর ঘণ্টা বাজাতে থাকে ৷ তখন দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ BJP-র অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দেয় তৃণমূলের লোকজন ৷ যদিও তৃণমূলের পালটা অভিযোগ, তারা হামলা চালায়নি ৷ বরং তাদের উপর আক্রমণ করা হয় ৷ তাদের এক কর্মী জখম হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ শুভ্রাংশু জানান, তাঁরা শান্তিপূর্ণভাবেই প্রচার চালাচ্ছিলেন ৷ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ৷ স্থানীয় বাসিন্দাদের দেওয়া প্রচারপত্রগুলি কেড়ে নেওয়া হয় ৷ শুভ্রাংশু বলেন, "অমিত শাহকেও এই হামলার কথা জানানো হবে ৷" তাঁর আরও সংযোজন, "পুলিশ এখন রাজ্য সরকারের ডোবারম্যান হয়ে গেছে ৷ BJP ক্ষমতায় আসলে আমি আবার বিধায়ক হব ৷ তখন এই পুলিশদের ছেড়ে কথা বলব না ৷''

ব্যারাকপুর পৌরসভার পর্যবেক্ষক সুবোধ অধিকারীর অভিযোগ, শুভ্রাংশু রায় ও তাঁর লোকজন প্রচারের নামে এলাকায় সন্ত্রাস করছিল ৷ সাধারণ মানুষ এর বিরোধিতা করে ৷ BJP এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছে ৷"

Intro:হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনি এলাকায় CAA এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরদের হাতে আক্রান্ত হলেন বীজপুর এর বিজেপি বিধায়ক তথা মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের দূর্ব্যবহার এর অভিযোগ শুভ্রাংশুর।Body:হালিশহর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কোনা কলোনি এলাকায় CAA এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরদের হাতে আক্রান্ত হলেন বীজপুর এর বিজেপি বিধায়ক তথা মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। বীজপুর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের দূর্ব্যবহার এর অভিযোগ শুভ্রাংশুর।Conclusion:
Last Updated : Jan 25, 2020, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.