ETV Bharat / state

"যারা ফের তৃণমূলে গেলেন তাঁরা আমাকে বলেছেন তোমার পাশে আছি" - Firhad hakim

কাউন্সিলরদের ঘর ওয়াপসি নিয়ে শুভ্রাংশু বলেন, "কে গেছে, কী করতে গেছে তারাই বলতে পারবে । হালিশহরের মানুষ BJP-কে ভোট দিয়েছে । সেটাই সবচেয়ে বড় ব্যাপার । সামনে পৌরসভার ভোট আছে ওখানে । আমি আশাবাদী মানুষ BJP-র পক্ষেই মত দেবেন ।"

শুভ্রাংশু রায়
author img

By

Published : Jul 9, 2019, 10:31 PM IST

Updated : Jul 10, 2019, 12:26 AM IST

বীজপুর, 9 জুলাই : 28 জুলাই হালিশহর পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেওয়ায় 23টি আসন বিশিষ্ট পৌরসভাটি কার্যত হাতছাড়া হয় তৃণমূলের । সংখ্যাগরিষ্ঠতা পায় BJP । তবে, আজ BJP ছেড়ে ফের আটজন তৃণমূলে ফিরে আসেন । ফলে এখন হালিশহর পৌরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা 11 । BJP-র কাউন্সিলরের সংখ্যাও 11 । ওই পৌরসভায় নির্দল রয়েছেন একজন । এখন BJP বা তৃণমূলের মধ্যে কাউকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এই নির্দল প্রার্থীর সমর্থন জরুরি । তবে, তিনি এখন জেলে । তাই অপেক্ষায় তার মুক্তির । কিন্তু তার আগেই শুভ্রাংশু রায় আজ দাবি করেন, তৃণমূলে ফেরা ওই আটজনের মধ্যে পাঁচ-ছ'জন না কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে ফিরেছেন । এর সাথে তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবে BJP । তখন সংখ্যাগরিষ্ঠতাও পাবেন তাঁরা ।

শুভ্রাংশুর বক্তব্য শুনুন

কাউন্সিলরদের ঘর ওয়াপসি নিয়ে শুভ্রাংশু বলেন, "কে গেছে, কী করতে গেছে তারাই বলতে পারবে । হালিশহরের মানুষ BJP-কে ভোট দিয়েছে । সেটাই সবচেয়ে বড় ব্যাপার । সামনে পৌরসভার ভোট আছে ওখানে । আমি আশাবাদী মানুষ BJP-র পক্ষেই মত দেবেন । আর মানুষের উপর তো আর কিছু হয় না । রাজনীতিতে হার আর জিতের মাঝে কিছু হয় না । আজ যারা তৃণমূলে গেছেন তাঁদের মধ্যে পাঁচ থেকে ছ'জন আমার সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে গেছেন কিন্তু আমার সঙ্গেই রয়েছেন । এর আগেও যখন আমাকে বসিয়ে রাখা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তখনও তাঁরা আমার সঙ্গে ছিলেন । এখনও আছেন ।"

তাঁর আরও সংযোজন, "মানুষের জীবনে সমস্যা যে কোনও দিন যে কোনও সময় আসতে পারে । তাদের সেখান থেকে বের করার জন্যই রাজনীতি করা । আর কে কোথায় যাচ্ছে, কে কার সাথে যোগাযোগ করছে সেসব দিকে আমার নজর নেই । আমার লক্ষ্য এখন মানুষের উন্নয়ন করা । হালিশহরের ঘাটের সৌন্দর্যায়ন ও নিকাশি ব্যবস্থার বিষয়টি জানিয়ে আজই খেলা দেখতে দেখতে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে একটি চিঠি পাঠিয়েছি । হালিশহরে আমরা এর মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনব । আর ভোট হলে আমরাই জিতব ।"

বীজপুর, 9 জুলাই : 28 জুলাই হালিশহর পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেওয়ায় 23টি আসন বিশিষ্ট পৌরসভাটি কার্যত হাতছাড়া হয় তৃণমূলের । সংখ্যাগরিষ্ঠতা পায় BJP । তবে, আজ BJP ছেড়ে ফের আটজন তৃণমূলে ফিরে আসেন । ফলে এখন হালিশহর পৌরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা 11 । BJP-র কাউন্সিলরের সংখ্যাও 11 । ওই পৌরসভায় নির্দল রয়েছেন একজন । এখন BJP বা তৃণমূলের মধ্যে কাউকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এই নির্দল প্রার্থীর সমর্থন জরুরি । তবে, তিনি এখন জেলে । তাই অপেক্ষায় তার মুক্তির । কিন্তু তার আগেই শুভ্রাংশু রায় আজ দাবি করেন, তৃণমূলে ফেরা ওই আটজনের মধ্যে পাঁচ-ছ'জন না কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে ফিরেছেন । এর সাথে তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবে BJP । তখন সংখ্যাগরিষ্ঠতাও পাবেন তাঁরা ।

শুভ্রাংশুর বক্তব্য শুনুন

কাউন্সিলরদের ঘর ওয়াপসি নিয়ে শুভ্রাংশু বলেন, "কে গেছে, কী করতে গেছে তারাই বলতে পারবে । হালিশহরের মানুষ BJP-কে ভোট দিয়েছে । সেটাই সবচেয়ে বড় ব্যাপার । সামনে পৌরসভার ভোট আছে ওখানে । আমি আশাবাদী মানুষ BJP-র পক্ষেই মত দেবেন । আর মানুষের উপর তো আর কিছু হয় না । রাজনীতিতে হার আর জিতের মাঝে কিছু হয় না । আজ যারা তৃণমূলে গেছেন তাঁদের মধ্যে পাঁচ থেকে ছ'জন আমার সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে গেছেন কিন্তু আমার সঙ্গেই রয়েছেন । এর আগেও যখন আমাকে বসিয়ে রাখা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তখনও তাঁরা আমার সঙ্গে ছিলেন । এখনও আছেন ।"

তাঁর আরও সংযোজন, "মানুষের জীবনে সমস্যা যে কোনও দিন যে কোনও সময় আসতে পারে । তাদের সেখান থেকে বের করার জন্যই রাজনীতি করা । আর কে কোথায় যাচ্ছে, কে কার সাথে যোগাযোগ করছে সেসব দিকে আমার নজর নেই । আমার লক্ষ্য এখন মানুষের উন্নয়ন করা । হালিশহরের ঘাটের সৌন্দর্যায়ন ও নিকাশি ব্যবস্থার বিষয়টি জানিয়ে আজই খেলা দেখতে দেখতে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে একটি চিঠি পাঠিয়েছি । হালিশহরে আমরা এর মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনব । আর ভোট হলে আমরাই জিতব ।"

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর09/07/2019 হালিশহর পৌরসভার পৌর প্রধান অংশুমান রায় সহ বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন আজ। সেক্ষেত্রে এই পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপির হাতছাড়া হলো । কিন্তু বিজেপির তরফে বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় জানান হালিশহর পৌর বোর্ড তাদের দেখলেই থাকবে। যে সকল পৌর কাউন্সিলর রা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তাদের মধ্যে অনেকেই শুভ্রাংশু কে ফোন করে জানিয়েছে দাদা আমরা তোমার সাথেই আছি। তৃণমূলের থেকে তাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি শুভ্রাংশুর।শুভ্রাংশু জানান সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি এতদিন।ফলে বিজপুরে উন্নয়ন একমাত্র লক্ষ্য তাদের। তাই তারা মানুষের আশীর্বাদে হালিশহর পৌরসভা দখল নেবে।অন্যদিকে আজকের এই ঘটনার পর কাঁচরাপাড়া পৌরসভা নিয়েও আশঙ্কার মেঘ দেখা দিলেও সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন শুভ্রাংশু নিজেই।
Last Updated : Jul 10, 2019, 12:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.