ETV Bharat / state

আজ আমি মুক্ত, বাবা বলেছে ওরা মারতেও পারে : শুভ্রাংশু - partha

দল সাসপেন্ড করেছে 6 বছরের জন্য । তাতে কষ্ট নেই শুভ্রাংশু রায়ের ।

শুভ্রাংশু রায়
author img

By

Published : May 24, 2019, 9:03 PM IST

Updated : May 24, 2019, 10:10 PM IST

বীজপুর, 24 মে : দল সাসপেন্ড করেছে 6 বছরের জন্য । তাতে কষ্ট নেই শুভ্রাংশু রায়ের । বারবার বলছেন, "অন্তত গদ্দার বলার কেউ থাকল না । এখন আমি মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি ।"

আরও পড়ুন : "মা" মমতার কাছে 'গদ্দারের ছেলে' শুনে কষ্ট পেয়েছি : শুভ্রাংশু

সাসপেনশন প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, "কী কারণ দেখিয়েছে ? আমি কি সত্যিই কোনও দলবিরোধী মন্তব্য করেছি ? আত্মসমালোচনা করতে গেছিলাম । আজ আমার একটা কথা খুব মনে পড়ছে । তখন মনে হয় জগদ্ধাত্রী পুজো চলছে । সেসময় তৎকালীন শিল্পমন্ত্রী (পড়ুন পার্থ চ্যাটার্জি)কে সরিয়ে দিয়েছিল । তিনি তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘরে হাউ হাউ করে কাঁদছিলেন । সেই মুখটা আজ আমার খুব মনে পড়ছিল ।"

এই সংক্রান্ত আরও খবর : 6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু রায়

এদিকে, অর্জুন সিং বলেছেন, শুভ্রাংশুর BJP-তে যোগদান সময়ের অপেক্ষা । এপ্রসঙ্গে মুকুলপুত্র বলেন, "অর্জুনকাকুর কথাকে আমি সম্মান জানাচ্ছি । আমার পরিবার, বন্ধুবান্ধব, সমর্থকরা যা বলবে সেটাই করব ।"

শুভ্রাংশু স্বীকার করেন সাসপেনশনের পর মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে । বলেন, "বাবা বলেছে সাবধানে থেকো । এই দলটা তো বুঝতেই পারছ । যে কোনও মূল্যে তোমাকে মারতে পারে । তাই, সাবধানে থাকো ।"

তাহলে কি BJP-তে যোগ দিচ্ছেন ? ফের কবে ডাকবেন সাংবাদিক বৈঠক ? প্রশ্নের উত্তরে শুভ্রাংশু বলেন, "খুব শিগগিরই সবাইকে ডাকছি । আজ আমি মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি । আমাকে সন্দেহ করার কেউ নেই । গদ্দারের ছেলের বলার কেউ নেই ।"

বীজপুর, 24 মে : দল সাসপেন্ড করেছে 6 বছরের জন্য । তাতে কষ্ট নেই শুভ্রাংশু রায়ের । বারবার বলছেন, "অন্তত গদ্দার বলার কেউ থাকল না । এখন আমি মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি ।"

আরও পড়ুন : "মা" মমতার কাছে 'গদ্দারের ছেলে' শুনে কষ্ট পেয়েছি : শুভ্রাংশু

সাসপেনশন প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, "কী কারণ দেখিয়েছে ? আমি কি সত্যিই কোনও দলবিরোধী মন্তব্য করেছি ? আত্মসমালোচনা করতে গেছিলাম । আজ আমার একটা কথা খুব মনে পড়ছে । তখন মনে হয় জগদ্ধাত্রী পুজো চলছে । সেসময় তৎকালীন শিল্পমন্ত্রী (পড়ুন পার্থ চ্যাটার্জি)কে সরিয়ে দিয়েছিল । তিনি তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘরে হাউ হাউ করে কাঁদছিলেন । সেই মুখটা আজ আমার খুব মনে পড়ছিল ।"

এই সংক্রান্ত আরও খবর : 6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু রায়

এদিকে, অর্জুন সিং বলেছেন, শুভ্রাংশুর BJP-তে যোগদান সময়ের অপেক্ষা । এপ্রসঙ্গে মুকুলপুত্র বলেন, "অর্জুনকাকুর কথাকে আমি সম্মান জানাচ্ছি । আমার পরিবার, বন্ধুবান্ধব, সমর্থকরা যা বলবে সেটাই করব ।"

শুভ্রাংশু স্বীকার করেন সাসপেনশনের পর মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে । বলেন, "বাবা বলেছে সাবধানে থেকো । এই দলটা তো বুঝতেই পারছ । যে কোনও মূল্যে তোমাকে মারতে পারে । তাই, সাবধানে থাকো ।"

তাহলে কি BJP-তে যোগ দিচ্ছেন ? ফের কবে ডাকবেন সাংবাদিক বৈঠক ? প্রশ্নের উত্তরে শুভ্রাংশু বলেন, "খুব শিগগিরই সবাইকে ডাকছি । আজ আমি মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি । আমাকে সন্দেহ করার কেউ নেই । গদ্দারের ছেলের বলার কেউ নেই ।"

sample description
Last Updated : May 24, 2019, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.