ETV Bharat / state

Nadia road Accident : বাগদায় স্বজনহারা অভিভাবকহীন পরিবারের দায়িত্ব প্রশাসনের, আশ্বাস জ্যোতিপ্রিয়র

author img

By

Published : Nov 29, 2021, 10:52 AM IST

Updated : Nov 29, 2021, 11:20 AM IST

নদিয়ার পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের (State Government Provides Financial Help) ৷ রবিবার সন্ধ্যায় বাগদায় গিয়ে মৃতদের পরিবারের হাতে এই সাহায্য তুলে দেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Nadia road Accident) ৷ সেই সঙ্গে অভিভাবকহীন হয়ে পড়া পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেন ৷

State Government Provides Financial Help Dead Persons Families
স্বজনহারাদের সান্ত্বনা জ্যোতিপ্রিয় এবং বাগদার বিধায়করে

বাগদা, 29 নভেম্বর: নদিয়ায় পথ দুর্ঘটনায় বাগদার স্বজনহারা অভিভাবকহীন পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে মৃত 18 জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকার চেক (State Government Provides Financial Help) তুলে দিলেন তিনি ৷ গতকাল সন্ধ্যায় বাগদার পারমদন এলাকার দুর্গাপুজোর মাঠে মৃত 8 জনের দেহ নিয়ে আসা হয় ৷ সেখানেই উপস্থিত ছিলেন মৃতদের পরিবারের সদস্যরা ৷

এ দিন প্রশাসনের তরফেই দেহগুলির সৎকারের ব্যবস্থা করা হয় ৷ বনগাঁ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ মৃত ব্যক্তিদের শেষবার দেখার জন্য গোটা গ্রাম সেখানে জড়ো হয়েছিল ৷ সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ 8টি দেহ নিয়ে আসা হয় ৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক ৷ তিনিই সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য চেক মৃতদের পরিবারে হাতে তুলে দেন ৷ সেই সঙ্গে আশ্বাস দেন, এই পথ দুর্ঘটনায় যারা অভিভাবকহীন হয়ে পড়েছে, তাদের দায়িত্ব প্রশাসনের ৷

আরও পড়ুন : Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

প্রসঙ্গত, শনিবার রাতে বাগদার এক সম্ভ্রান্ত পরিবারের 92 বছরের বৃদ্ধার মৃত্যু হয় ৷ তাঁর শেষকৃত্যে পরিবারের প্রায় সকল সদস্য এবং কয়েকজন প্রতিবেশী নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন ৷ সেই সময় মাঝরাস্তায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে শববাহী গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে (Nadia road Accident) ৷ ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান বলে ৷ বাকিরা হাসপাতালে মারা গিয়েছেন ৷ মোট 18 জনের মৃত্যু (Eighteen dies in Nadia accident) হয় এই ঘটনায় ৷ যাঁদের মধ্যে মৃতের প্রতিবেশী কয়েকজনও রয়েছেন ৷

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

এই ঘটনায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে টুইট করেন ৷ সেই সঙ্গে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷

বাগদা, 29 নভেম্বর: নদিয়ায় পথ দুর্ঘটনায় বাগদার স্বজনহারা অভিভাবকহীন পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে মৃত 18 জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকার চেক (State Government Provides Financial Help) তুলে দিলেন তিনি ৷ গতকাল সন্ধ্যায় বাগদার পারমদন এলাকার দুর্গাপুজোর মাঠে মৃত 8 জনের দেহ নিয়ে আসা হয় ৷ সেখানেই উপস্থিত ছিলেন মৃতদের পরিবারের সদস্যরা ৷

এ দিন প্রশাসনের তরফেই দেহগুলির সৎকারের ব্যবস্থা করা হয় ৷ বনগাঁ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ মৃত ব্যক্তিদের শেষবার দেখার জন্য গোটা গ্রাম সেখানে জড়ো হয়েছিল ৷ সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ 8টি দেহ নিয়ে আসা হয় ৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক ৷ তিনিই সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য চেক মৃতদের পরিবারে হাতে তুলে দেন ৷ সেই সঙ্গে আশ্বাস দেন, এই পথ দুর্ঘটনায় যারা অভিভাবকহীন হয়ে পড়েছে, তাদের দায়িত্ব প্রশাসনের ৷

আরও পড়ুন : Nadia road Accident : "সুস্থ মানসিকতার লক্ষণ নয়", পথ নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ায় রাজ্যপালকে আক্রমণ তৃণমূলের

প্রসঙ্গত, শনিবার রাতে বাগদার এক সম্ভ্রান্ত পরিবারের 92 বছরের বৃদ্ধার মৃত্যু হয় ৷ তাঁর শেষকৃত্যে পরিবারের প্রায় সকল সদস্য এবং কয়েকজন প্রতিবেশী নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন ৷ সেই সময় মাঝরাস্তায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে শববাহী গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে (Nadia road Accident) ৷ ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যান বলে ৷ বাকিরা হাসপাতালে মারা গিয়েছেন ৷ মোট 18 জনের মৃত্যু (Eighteen dies in Nadia accident) হয় এই ঘটনায় ৷ যাঁদের মধ্যে মৃতের প্রতিবেশী কয়েকজনও রয়েছেন ৷

আরও পড়ুন : Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, বাগদায় স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস নেতা, বিধায়কদের

এই ঘটনায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে টুইট করেন ৷ সেই সঙ্গে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷

Last Updated : Nov 29, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.