ETV Bharat / state

অর্জুন সিংকে গণতকার বললেন জ্য়োতিপ্রিয় - Arjun singh

অর্জুন সিংকে গণতকার বললেন জ্য়োতিপ্রিয়

State Food Minister Jyotipriya Mallick mocks Arjun Singh
ব্য়াঙ্গ করে অর্জুন সিংকে গণতকার বললেন জ্য়োতিপ্রিয়
author img

By

Published : Feb 21, 2021, 5:02 PM IST

মধ্য়মগ্রাম, 21 ফেব্রুয়ারি : বিজেপি সাংসদ অর্জুন সিংকে গণতকার উপাধি দিলেন রাজ্য়ের খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। আজ সংবাদমাধ্য়মে তিনি বলেন, "অর্জুন সিং পলিটিশিয়ান নন। আজ থেকে উনি গণতকার ।"

শনিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে দলীয় এক সভায় যোগ দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, "22 ফেব্রুয়ারির পর তৃণমূলের 41 জন বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। এমনকী যে তৃণমূল নেতা আমার সঙ্গে বিভিন্ন চ্যানেলের প্যানেলে বসছে, সে-ও বিজেপিতে কোনওদিন যোগ দিতে পারে।" এর জবাবে জ্য়োতিপ্রিয় মল্লিক বলেন, "অর্জুন গণতকার হতে পারবে। বিজেপিতে বেসুরো শুরু হয়ে গেছে। বনগাঁর শেষ সীমানা থেকে শুরু হয়ে আস্তে আস্তে কলকাতার দিকে আসবে। আমরাই পথ দেখাব। যারা ভাবছে, স্বপ্ন দেখছে, সব অতীত হয়ে যাবে। একটাই ক্যাপশন, বাংলা নিজের মেয়েকেই চাই।"

সবমিলিয়ে অর্জুন ও জ্যোতিপ্রিয়-র মন্তব্য ও পাল্টা মন্তব্যে জমে উঠেছে উত্তর 24 পরগনা জেলার রাজনীতি।

মধ্য়মগ্রাম, 21 ফেব্রুয়ারি : বিজেপি সাংসদ অর্জুন সিংকে গণতকার উপাধি দিলেন রাজ্য়ের খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। আজ সংবাদমাধ্য়মে তিনি বলেন, "অর্জুন সিং পলিটিশিয়ান নন। আজ থেকে উনি গণতকার ।"

শনিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে দলীয় এক সভায় যোগ দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, "22 ফেব্রুয়ারির পর তৃণমূলের 41 জন বিধায়ক যোগ দেবেন বিজেপিতে। এমনকী যে তৃণমূল নেতা আমার সঙ্গে বিভিন্ন চ্যানেলের প্যানেলে বসছে, সে-ও বিজেপিতে কোনওদিন যোগ দিতে পারে।" এর জবাবে জ্য়োতিপ্রিয় মল্লিক বলেন, "অর্জুন গণতকার হতে পারবে। বিজেপিতে বেসুরো শুরু হয়ে গেছে। বনগাঁর শেষ সীমানা থেকে শুরু হয়ে আস্তে আস্তে কলকাতার দিকে আসবে। আমরাই পথ দেখাব। যারা ভাবছে, স্বপ্ন দেখছে, সব অতীত হয়ে যাবে। একটাই ক্যাপশন, বাংলা নিজের মেয়েকেই চাই।"

সবমিলিয়ে অর্জুন ও জ্যোতিপ্রিয়-র মন্তব্য ও পাল্টা মন্তব্যে জমে উঠেছে উত্তর 24 পরগনা জেলার রাজনীতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.