ETV Bharat / state

অশোকনগরে গড়ে উঠছে খনিজ তেল উত্তোলন কেন্দ্র, আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী - রাজ্যের প্রথম খনিজতেল উত্তোলন কেন্দ্র

রাজ্যের প্রথম খনিজতেল উত্তোলন কেন্দ্র গড়ে উঠছে উত্তর 24 পরগনার অশোকনগরে । আগামীকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসছেন এই প্রকল্প পরিদর্শনে ৷

state first oil refinery
অশোকনগরে গড়ে উঠছে খনিজ তেল উত্তোলন কেন্দ্র
author img

By

Published : Dec 20, 2020, 6:21 AM IST

অশোকনগর,19 ডিসেম্বর : অবশেষে স্বপ্নপূরণ। উত্তর 24 পরগনার অশোকনগরে গড়ে উঠছে রাজ্যের প্রথম খনিজতেল উত্তোলন কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার প্রকল্প পরিদর্শনে আসছেন। মন্ত্রী সবুজ সংকেত দিলেই ইতিহাসের পাতায় নাম উঠবে অশোকনগরেরও। আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে কলকাতা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের এই জনপদের।

উত্তর 24 পরগনা জেলার উদ্বাস্তু অধ্যুষিত শহর অশোকনগর। শহরের 22 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় হাবড়া নৈহাটি রোডের পাশেই উড়ছে স্বপ্নের নিশান। গড়ে উঠতে চলেছে রাজ্যের একমাত্র খনিজ তেল উৎপাদন কেন্দ্র। কৃষিজমির উপরে ভাসমান মিথেন গ্যাসে আগুন দেখে সেদিন অনেকেই আলেয়ার হাতছানি ভেবেছিলেন। একবার নয়, বারবার। খবর গেল ওএনজিসি কর্তৃপক্ষের কাছে। বছর তিনেক আগে ওএনজিসি কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দিল গোটা মুলুক ভাসছে প্রাকৃতিক তেলের উপর। ভূগর্ভস্থ সেই তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। সেখান থেকেও মেলে সম্মতি। তারপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মাসখানেক আগে তিনি দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠক করে পেট্রোলিয়াম মন্ত্রী অশোকনগরে পরিদর্শনে আসার কথা জানিয়েছিলেন। অবশেষে আগামীকাল তিনি প্রকল্প পরিদর্শনে আসছেন।

আরও পড়ুন : অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান, সিলমোহর কেন্দ্রের

খনিজ তেল উৎপাদন কেন্দ্র চালু হওয়ার খবরে খুশি বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা গুপী মজুমদার বলেন, 'আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যে রাজ্যের মধ্যে প্রথম অশোকনগরে খনিজ তেল উত্তোলন কেন্দ্র তৈরি হচ্ছে। আমরা ভীষণ খুশি।' জমি নিয়ে কিছুটা বিতর্ক ছিল। অশোকনগর পৌরসভা অবশ্য তা সমাধান করে দিয়েছে। আপাতত চার একর জমিতে প্রকল্প চালু হবে। আরও 12 একর জমি ওএনজিসি চেয়েছে। রাজ্য সরকার 10 একর জমির ব্যবস্থাও করে দিয়েছে। পৌরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, 'খুবই খুশির খবর। অশোকনগরে চালু হবে খনিজ তেল উৎপাদন কেন্দ্র। প্রকল্প সফল হলে আমাদের এলাকার অর্থনীতি বদলে যাবে। গড়ে উঠবে অনুসারী শিল্পও।' অশোকনগরের খনিজ তেল উত্তোলন কেন্দ্র গড়ে ওঠার স্বপ্নের দোলায় ভাসছে গোটা জনপদ।

আরও পড়ুন :জমির ন্যায্যমূল্য-চাকরির দাবিতে ONGC-র প্রকল্পের সামনে চাষিদের বিক্ষোভ


অশোকনগর,19 ডিসেম্বর : অবশেষে স্বপ্নপূরণ। উত্তর 24 পরগনার অশোকনগরে গড়ে উঠছে রাজ্যের প্রথম খনিজতেল উত্তোলন কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার প্রকল্প পরিদর্শনে আসছেন। মন্ত্রী সবুজ সংকেত দিলেই ইতিহাসের পাতায় নাম উঠবে অশোকনগরেরও। আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে কলকাতা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরের এই জনপদের।

উত্তর 24 পরগনা জেলার উদ্বাস্তু অধ্যুষিত শহর অশোকনগর। শহরের 22 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় হাবড়া নৈহাটি রোডের পাশেই উড়ছে স্বপ্নের নিশান। গড়ে উঠতে চলেছে রাজ্যের একমাত্র খনিজ তেল উৎপাদন কেন্দ্র। কৃষিজমির উপরে ভাসমান মিথেন গ্যাসে আগুন দেখে সেদিন অনেকেই আলেয়ার হাতছানি ভেবেছিলেন। একবার নয়, বারবার। খবর গেল ওএনজিসি কর্তৃপক্ষের কাছে। বছর তিনেক আগে ওএনজিসি কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দিল গোটা মুলুক ভাসছে প্রাকৃতিক তেলের উপর। ভূগর্ভস্থ সেই তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। সেখান থেকেও মেলে সম্মতি। তারপর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মাসখানেক আগে তিনি দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠক করে পেট্রোলিয়াম মন্ত্রী অশোকনগরে পরিদর্শনে আসার কথা জানিয়েছিলেন। অবশেষে আগামীকাল তিনি প্রকল্প পরিদর্শনে আসছেন।

আরও পড়ুন : অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান, সিলমোহর কেন্দ্রের

খনিজ তেল উৎপাদন কেন্দ্র চালু হওয়ার খবরে খুশি বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা গুপী মজুমদার বলেন, 'আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যে রাজ্যের মধ্যে প্রথম অশোকনগরে খনিজ তেল উত্তোলন কেন্দ্র তৈরি হচ্ছে। আমরা ভীষণ খুশি।' জমি নিয়ে কিছুটা বিতর্ক ছিল। অশোকনগর পৌরসভা অবশ্য তা সমাধান করে দিয়েছে। আপাতত চার একর জমিতে প্রকল্প চালু হবে। আরও 12 একর জমি ওএনজিসি চেয়েছে। রাজ্য সরকার 10 একর জমির ব্যবস্থাও করে দিয়েছে। পৌরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, 'খুবই খুশির খবর। অশোকনগরে চালু হবে খনিজ তেল উৎপাদন কেন্দ্র। প্রকল্প সফল হলে আমাদের এলাকার অর্থনীতি বদলে যাবে। গড়ে উঠবে অনুসারী শিল্পও।' অশোকনগরের খনিজ তেল উত্তোলন কেন্দ্র গড়ে ওঠার স্বপ্নের দোলায় ভাসছে গোটা জনপদ।

আরও পড়ুন :জমির ন্যায্যমূল্য-চাকরির দাবিতে ONGC-র প্রকল্পের সামনে চাষিদের বিক্ষোভ


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.