ETV Bharat / state

Ration Distribution: রেশনে গণবণ্টন দেখতে রাজ্যে এসে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের তরজা - Ration Distribution

রাজ্যে রেশন ব্যবস্থা (Ration Distribution) খতিয়ে দেখতে আসেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ৷ সল্টলেকে রেশন দোকানে এসে প্রধানমন্ত্রীর ছবি এবং লোগো প্রসঙ্গে তরজায় জড়ান তৃণমূল এবং বিজেপির দুই সাংসদ ।

Ration
বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jan 10, 2023, 9:54 PM IST

রেশনে গণবণ্টন দেখতে রাজ্যে এসে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের তরজা

সল্টলেক, 10 জানুয়ারি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও রেশনে দেওয়া কেন্দ্রীয় সাহায্যের গণবণ্টন হচ্ছে কি না, দেখতে রাজ্যে এসেছে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা (overseeing ration distribution) ৷ আজ তাঁরা যান সল্টলেকের দত্তাবাদ এলাকার একটি রেশন দোকানে । কীভাবে এখানকার মানুষ রেশন পাচ্ছেন ৷ তাদের রেশন ঠিকমতে দেওয়া হচ্ছে কি না ৷ রেশন সংক্রান্ত কারও কোনও অভিযোগ রয়েছে কি না ৷ কেন্দ্র সরকার যে অতিরিক্ত রেশন বরাদ্দ হয়েছে, সেটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না ৷ তা খতিয়ে দেখেন এদিন সংসদের উপভোক্তা ও গণবণ্টন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ৷

সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ তাদের অভাব-অভিযোগ সম্পর্কে জানতে চান । সদস্যের সঙ্গে ছিলেন এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তথা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন । আর সল্টলেকের রেশন দোকানে পরিদর্শনে এসে প্রচার তর্জায় জড়ালেন দুই মহিলা সাংসদ (Standing committee members engage in altercation)। যদিও নিজেদের মধ্যে বাক্য বিনিময় না-করে পরস্পর বিরোধী মন্তব্য মিডিয়ায় তুলে ধরেন তাঁরা ।

লকেট চট্টোপাধ্যায় এদিন পরিদর্শনে এসে দাবি করেন, কেন্দ্রের প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনাতে রেশন বণ্টন হলেও, সেই দোকানে কোথাও নেই প্রধানমন্ত্রীর ছবি বা প্রকল্পের নাম । তার বদলে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ৷ তিনি বলেন, "কেন্দ্রই রাজ্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে চাল গম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে । সুতরাং 100 শতাংশ কেন্দ্রের প্রকল্প । আমার নিজের মনে হচ্ছে যে এখানে কোনওভাবেই কেন্দ্র সরকারে লোগো, প্রধানমন্ত্রীর ছবি বা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না । এটা প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা । সেখানে বড় বড় করে তাঁর নাম দেওয়া উচিত । কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এখানে আসার পর থেকে আমি কিন্তু কোথাও তা দেখতে পাইনি ।"

আরও পড়ুন: টুইটে গ্রাহকের দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড রেশন ডিলার

তবে এক দিকে যখন বিজেপি সাংসদ দাবি করছেন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের নাম নেই । সেই জায়গায় একই স্ট্যান্ডিং কমিটির হয়ে পরিদর্শনে এসে তৃণমূলের রাজ্যসভার সংসদ দোলা সেন আবার অন্য দাবি করেন । তিনি বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লোগো এবং ব্যানার এখানে রয়েছে । আমার রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা উচিত নয় । তবে আমি বলব এই রাজ্যে 2020 সাল থেকে বিনামূল্যে রেশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু রেখেছেন ।"

রেশনে গণবণ্টন দেখতে রাজ্যে এসে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের তরজা

সল্টলেক, 10 জানুয়ারি: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও রেশনে দেওয়া কেন্দ্রীয় সাহায্যের গণবণ্টন হচ্ছে কি না, দেখতে রাজ্যে এসেছে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা (overseeing ration distribution) ৷ আজ তাঁরা যান সল্টলেকের দত্তাবাদ এলাকার একটি রেশন দোকানে । কীভাবে এখানকার মানুষ রেশন পাচ্ছেন ৷ তাদের রেশন ঠিকমতে দেওয়া হচ্ছে কি না ৷ রেশন সংক্রান্ত কারও কোনও অভিযোগ রয়েছে কি না ৷ কেন্দ্র সরকার যে অতিরিক্ত রেশন বরাদ্দ হয়েছে, সেটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না ৷ তা খতিয়ে দেখেন এদিন সংসদের উপভোক্তা ও গণবণ্টন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ৷

সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ তাদের অভাব-অভিযোগ সম্পর্কে জানতে চান । সদস্যের সঙ্গে ছিলেন এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তথা বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন । আর সল্টলেকের রেশন দোকানে পরিদর্শনে এসে প্রচার তর্জায় জড়ালেন দুই মহিলা সাংসদ (Standing committee members engage in altercation)। যদিও নিজেদের মধ্যে বাক্য বিনিময় না-করে পরস্পর বিরোধী মন্তব্য মিডিয়ায় তুলে ধরেন তাঁরা ।

লকেট চট্টোপাধ্যায় এদিন পরিদর্শনে এসে দাবি করেন, কেন্দ্রের প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনাতে রেশন বণ্টন হলেও, সেই দোকানে কোথাও নেই প্রধানমন্ত্রীর ছবি বা প্রকল্পের নাম । তার বদলে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ৷ তিনি বলেন, "কেন্দ্রই রাজ্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে চাল গম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে । সুতরাং 100 শতাংশ কেন্দ্রের প্রকল্প । আমার নিজের মনে হচ্ছে যে এখানে কোনওভাবেই কেন্দ্র সরকারে লোগো, প্রধানমন্ত্রীর ছবি বা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না । এটা প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা । সেখানে বড় বড় করে তাঁর নাম দেওয়া উচিত । কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এখানে আসার পর থেকে আমি কিন্তু কোথাও তা দেখতে পাইনি ।"

আরও পড়ুন: টুইটে গ্রাহকের দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড রেশন ডিলার

তবে এক দিকে যখন বিজেপি সাংসদ দাবি করছেন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের নাম নেই । সেই জায়গায় একই স্ট্যান্ডিং কমিটির হয়ে পরিদর্শনে এসে তৃণমূলের রাজ্যসভার সংসদ দোলা সেন আবার অন্য দাবি করেন । তিনি বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার লোগো এবং ব্যানার এখানে রয়েছে । আমার রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা উচিত নয় । তবে আমি বলব এই রাজ্যে 2020 সাল থেকে বিনামূল্যে রেশন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু রেখেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.