ETV Bharat / state

SSC Upper Primary Recruitment: পুজোর পরেই শুরু উচ্চ-প্রাথমিকের কাউন্সেলিং, হাইকোর্টের নির্দেশ পরেই জানাল এসএসসি - Upper Primary Teacher Recruitment

পুজোর পর শুরু হবে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিকের নিয়োগের কাউন্সেলিং ৷ মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে কমিশন ৷

ETV Bharat
সিদ্ধার্থ মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:36 PM IST

Updated : Oct 17, 2023, 7:57 PM IST

সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য

বিধাননগর, 17 অক্টোবর: 2016 সাল থেকে থমকে থাকা স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা গিয়েছে মঙ্গলবার ৷ এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে ৷ আদালতের এদিনের নির্দেশর পর এসএসসি'র তরফে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এ বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে এদিন জানান কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পুজোর ছুটির পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি ৷

এদিন এসএসসি চেয়ারম্যান জানান, কাউন্সেলিংয়ে ডাকার আগে চাকরিপ্রার্থীদের কল লেটার পাঠাতে হবে, তারপর মোটামুটি এক সপ্তাহের ব্যবধান রেখে এই প্রক্রিয়া শুরু করতে হবে ৷ সেক্ষেত্রে 6 নভেম্বর নাগাদ তা শুরু হতে পারে ৷ তবে এক্ষেত্রে উল্লেখ্য, হাইকোর্ট এদিন কাউন্সেলিং শুরুর নির্দেশ দিলেও, এখনই নিয়োগ করা যাবে না বলে জানিয়েছে ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "2016 সালের পর ফের এই কাউন্সেলিং হবে, কিছুটা হলেও স্বস্তি। তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রাথমিক আলোচনা হবে ৷ পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তাই 30 তারিখের পরই তা হবে ৷ পুজোর ছুটির পর ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে ৷ চাকরি প্রার্থীদের কললেটারও পাঠানো হবে ৷" তবে কাউন্সেলিং প্রক্রিয়ার পর, পরবর্তী ধাপে নিয়োগের অনুমতিও আদালতের তরফে পাওয়ার বিষয়ে আশাবাদী কমিশন ।

আরও পড়ুন: উচ্চ-প্রাথমিকে কাউন্সেলিং শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের

হাইকোর্টের নির্দেশ আসার পরেই এদিন কাজ শুরু করেছে কমিশন । আগামিকালের মধ্যে কাউন্সেলিং বিষয়ে একটি খসড়া তৈরি হবে ৷ কোন কোন বিষয়ে কবে কবে কাউন্সেলিং হবে তাও ঠিক করতে হবে ৷ কমিশনের চেয়ারম্যান বলেন, "সরকারিভাবে আজকে স্কুলগুলিতে ছুটি পড়ে গেলেও আমাদের কাজ চলবে বেশ কিছুদিন । তবে কাউন্সেলিং এর ডাকার জন্য নূন্যতম সময় দিতে হয় সাত দিন, কারণ অনেক দূর দূরান্ত থেকে সকলে আসেন ৷ কালকের মধ্যে আমরা একটা সময়ের খসড়া দিতে পারব । কিন্তু কোন কোন স্কুলে কত শূন্য পদ রয়েছে সেই সব দিক কিন্তু এত দ্রুত হবে না । আমরা একটা প্রাথমিক নোটিশ দেব কিন্তু কল লেটার নয় । পুজোর পরে অর্থাৎ ৩০ তারিখের পরে আমরা কল লেটার দেব।" তবে প্রথম কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা 6 নভেম্বর ।

জানা গিয়েছে, এই মুহুর্তে এসএসসিতে প্যানেলভুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন প্রায় ৯ হাজার আর অপেক্ষারত আছেন সংখ্যাও প্রায় ৪ হাজার জন । তবে শূন্যপদ অনেক বেশি । এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে 14 হাজার 339 । এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "অনেকসময়ে সংরক্ষিত আসন ভর্তি হয় না । কোনও কোনও মাধ্যম বা বিষয়ের ক্ষেত্রে যোগ্য উপযুক্ত প্রার্থী আমরা পাই না ।" তবে এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরের শেষ দিকে । তার মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ।

সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য

বিধাননগর, 17 অক্টোবর: 2016 সাল থেকে থমকে থাকা স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা গিয়েছে মঙ্গলবার ৷ এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে ৷ আদালতের এদিনের নির্দেশর পর এসএসসি'র তরফে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এ বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে এদিন জানান কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পুজোর ছুটির পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি ৷

এদিন এসএসসি চেয়ারম্যান জানান, কাউন্সেলিংয়ে ডাকার আগে চাকরিপ্রার্থীদের কল লেটার পাঠাতে হবে, তারপর মোটামুটি এক সপ্তাহের ব্যবধান রেখে এই প্রক্রিয়া শুরু করতে হবে ৷ সেক্ষেত্রে 6 নভেম্বর নাগাদ তা শুরু হতে পারে ৷ তবে এক্ষেত্রে উল্লেখ্য, হাইকোর্ট এদিন কাউন্সেলিং শুরুর নির্দেশ দিলেও, এখনই নিয়োগ করা যাবে না বলে জানিয়েছে ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "2016 সালের পর ফের এই কাউন্সেলিং হবে, কিছুটা হলেও স্বস্তি। তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রাথমিক আলোচনা হবে ৷ পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তাই 30 তারিখের পরই তা হবে ৷ পুজোর ছুটির পর ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে ৷ চাকরি প্রার্থীদের কললেটারও পাঠানো হবে ৷" তবে কাউন্সেলিং প্রক্রিয়ার পর, পরবর্তী ধাপে নিয়োগের অনুমতিও আদালতের তরফে পাওয়ার বিষয়ে আশাবাদী কমিশন ।

আরও পড়ুন: উচ্চ-প্রাথমিকে কাউন্সেলিং শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের

হাইকোর্টের নির্দেশ আসার পরেই এদিন কাজ শুরু করেছে কমিশন । আগামিকালের মধ্যে কাউন্সেলিং বিষয়ে একটি খসড়া তৈরি হবে ৷ কোন কোন বিষয়ে কবে কবে কাউন্সেলিং হবে তাও ঠিক করতে হবে ৷ কমিশনের চেয়ারম্যান বলেন, "সরকারিভাবে আজকে স্কুলগুলিতে ছুটি পড়ে গেলেও আমাদের কাজ চলবে বেশ কিছুদিন । তবে কাউন্সেলিং এর ডাকার জন্য নূন্যতম সময় দিতে হয় সাত দিন, কারণ অনেক দূর দূরান্ত থেকে সকলে আসেন ৷ কালকের মধ্যে আমরা একটা সময়ের খসড়া দিতে পারব । কিন্তু কোন কোন স্কুলে কত শূন্য পদ রয়েছে সেই সব দিক কিন্তু এত দ্রুত হবে না । আমরা একটা প্রাথমিক নোটিশ দেব কিন্তু কল লেটার নয় । পুজোর পরে অর্থাৎ ৩০ তারিখের পরে আমরা কল লেটার দেব।" তবে প্রথম কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা 6 নভেম্বর ।

জানা গিয়েছে, এই মুহুর্তে এসএসসিতে প্যানেলভুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন প্রায় ৯ হাজার আর অপেক্ষারত আছেন সংখ্যাও প্রায় ৪ হাজার জন । তবে শূন্যপদ অনেক বেশি । এখনও পর্যন্ত শূন্যপদ রয়েছে 14 হাজার 339 । এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "অনেকসময়ে সংরক্ষিত আসন ভর্তি হয় না । কোনও কোনও মাধ্যম বা বিষয়ের ক্ষেত্রে যোগ্য উপযুক্ত প্রার্থী আমরা পাই না ।" তবে এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরের শেষ দিকে । তার মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ।

Last Updated : Oct 17, 2023, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.