ETV Bharat / state

Speculations over BJP new platform : শান্তনুর নেতৃত্বে নতুন মঞ্চের জল্পনা, যোগ দেবেন কারা? - Speculations over BJP new platform

বিক্ষুব্ধ এই গোষ্ঠী দাবি করেছে, কমপক্ষে 30 জন বিধায়ক ও 15 জন সাংসদ ইতিমধ্যেই সমর্থন করেছে নতুন মঞ্চের পরিকল্পনাকে। সকলেই গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই তাঁরা কলকাতার এক নামী প্রেক্ষাগৃহে বৈঠক করবেন বলেও খবর (Speculations over BJP new platform)।

shantanu thakur
বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শান্তনু ঠাকুরের নতুন মঞ্চে যোগ দেবেন কারা? সেই নিয়েই জল্পনা
author img

By

Published : Jan 17, 2022, 11:11 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : বিক্ষুব্ধ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে নতুন মঞ্চ তৈরির পরিকল্পনা প্রস্তুত (Speculations over BJP new platform)। বিজেপির কত জন বিধায়ক ও সাংসদ একে সমর্থন করবে এই মঞ্চকে, তা নিয়েই জোর জল্পনা এখন। বিক্ষুব্ধ এই গোষ্ঠী দাবি করেছে কমপক্ষে 30 জন বিধায়ক ও 15 জন সাংসদ ইতিমধ্যেই সমর্থন করবে নতুন মঞ্চকে। সকলেই গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই তাঁরা কলকাতার এক নামী প্রেক্ষাগৃহে বৈঠক করবেন বলেও খবর।

শুধু মতুয়া বিধায়করাই নন, বিজেপির অন্য অনেক বিধায়কদের সঙ্গে কথা হয়েছে শান্তনু ঠাকুরের। সূত্রের দাবি, ইতিমধ্যেই বিক্ষুব্ধ বিজেপির একটা অংশ ও মতুয়া বিধায়করা বিধানসভায় গোপনে একটি বৈঠকও করেছেন। সেখানেই বিজেপির অন্যান্য বিধায়কদের এই মঞ্চে যোগদানের আহ্বানও করা হয়। অন্যদিকে, দলের অনুমতি না নিয়ে কোনও নির্বাচিত প্রতিনিধি যাতে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে কোনওরকম বৈঠক না করেন সেবিষয়ে বিজেপির তরফে হুইপ জারি করা হয়েছে বলেও খবর।

বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, তাঁরা যে শ্যামাপ্রসাদ এবং প্রমথনাথ ঠাকুরের নামে মঞ্চ তৈরি করছেন, তাতে অনেক বিধায়ক ও সাংসদ যোগ দিচ্ছেন। আপনারা ঠিক সময়ে আসল সংখ্যাটা জানতে পারবেন।

কলকাতা, 17 জানুয়ারি : বিক্ষুব্ধ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে নতুন মঞ্চ তৈরির পরিকল্পনা প্রস্তুত (Speculations over BJP new platform)। বিজেপির কত জন বিধায়ক ও সাংসদ একে সমর্থন করবে এই মঞ্চকে, তা নিয়েই জোর জল্পনা এখন। বিক্ষুব্ধ এই গোষ্ঠী দাবি করেছে কমপক্ষে 30 জন বিধায়ক ও 15 জন সাংসদ ইতিমধ্যেই সমর্থন করবে নতুন মঞ্চকে। সকলেই গোপনে শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই তাঁরা কলকাতার এক নামী প্রেক্ষাগৃহে বৈঠক করবেন বলেও খবর।

শুধু মতুয়া বিধায়করাই নন, বিজেপির অন্য অনেক বিধায়কদের সঙ্গে কথা হয়েছে শান্তনু ঠাকুরের। সূত্রের দাবি, ইতিমধ্যেই বিক্ষুব্ধ বিজেপির একটা অংশ ও মতুয়া বিধায়করা বিধানসভায় গোপনে একটি বৈঠকও করেছেন। সেখানেই বিজেপির অন্যান্য বিধায়কদের এই মঞ্চে যোগদানের আহ্বানও করা হয়। অন্যদিকে, দলের অনুমতি না নিয়ে কোনও নির্বাচিত প্রতিনিধি যাতে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে কোনওরকম বৈঠক না করেন সেবিষয়ে বিজেপির তরফে হুইপ জারি করা হয়েছে বলেও খবর।

বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, তাঁরা যে শ্যামাপ্রসাদ এবং প্রমথনাথ ঠাকুরের নামে মঞ্চ তৈরি করছেন, তাতে অনেক বিধায়ক ও সাংসদ যোগ দিচ্ছেন। আপনারা ঠিক সময়ে আসল সংখ্যাটা জানতে পারবেন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.