ETV Bharat / state

সোদপুরে ঘুমন্ত মা-বাবাকে পিটিয়ে খুন - ঘুমন্ত অবস্থায় মা-বাবকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

ঘুমন্ত অবস্থায় মা-বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড় এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত ৷

ধৃত ছেলে
author img

By

Published : Sep 25, 2019, 11:44 AM IST

Updated : Sep 25, 2019, 11:50 AM IST

সোদপুর, 25 সেপ্টেম্বর : মা-বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড় এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত ৷

মৃতদের নাম সুনীল সাহা (65) ও শেফালি সাহা (60) ৷ আত্মীয়দের অভিযোগ, আজ ভোররাতে সুনীলবাবুর ছেলে অমিত সাহা (35) তাঁদের পিটিয়ে মেরেছে ৷ সুনীলবাবুর আত্মীয় সুবল সাহা বলেন, "টাকা-পয়সা নিয়ে প্রায়ই অশান্তি চলত ৷ অমিত, বাবা-মাকে টাকা পয়সা দিত না । কিন্তু এরকম ঘটনা যে ঘটবে আমার বুঝতে পারিনি ৷ জানালা-দরজা বন্ধ ছিল ৷ শব্দ পেয়ে আমার বউমা গিয়ে দেখতে বলেন ৷ ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি ৷ অবশেষে দরজা ভাঙতে হয়েছে ৷ দরজা ভেঙে দেখা যায় বিছানায় দু'জনে পড়ে রয়েছেন ৷ আর অমিতের হাতে দরজার ডাসা ৷ ঘুমন্ত অবস্থায় দু'জনকে দরজার ডাসা দিয়ে মেরে ফেলেছে ৷" তিনি আরও জানান, অমিতের নার্ভের কিছু সমস্যা রয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

সুনীল ও শেফালিকে উদ্ধার করে স্থানীয়রা পানিহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । পুলিশ অমিতকে গ্রেপ্তার করেছে ।

সোদপুর, 25 সেপ্টেম্বর : মা-বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড় এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত ৷

মৃতদের নাম সুনীল সাহা (65) ও শেফালি সাহা (60) ৷ আত্মীয়দের অভিযোগ, আজ ভোররাতে সুনীলবাবুর ছেলে অমিত সাহা (35) তাঁদের পিটিয়ে মেরেছে ৷ সুনীলবাবুর আত্মীয় সুবল সাহা বলেন, "টাকা-পয়সা নিয়ে প্রায়ই অশান্তি চলত ৷ অমিত, বাবা-মাকে টাকা পয়সা দিত না । কিন্তু এরকম ঘটনা যে ঘটবে আমার বুঝতে পারিনি ৷ জানালা-দরজা বন্ধ ছিল ৷ শব্দ পেয়ে আমার বউমা গিয়ে দেখতে বলেন ৷ ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি ৷ অবশেষে দরজা ভাঙতে হয়েছে ৷ দরজা ভেঙে দেখা যায় বিছানায় দু'জনে পড়ে রয়েছেন ৷ আর অমিতের হাতে দরজার ডাসা ৷ ঘুমন্ত অবস্থায় দু'জনকে দরজার ডাসা দিয়ে মেরে ফেলেছে ৷" তিনি আরও জানান, অমিতের নার্ভের কিছু সমস্যা রয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

সুনীল ও শেফালিকে উদ্ধার করে স্থানীয়রা পানিহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । পুলিশ অমিতকে গ্রেপ্তার করেছে ।

Intro:সোদপুরে বাবা মা কে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে Body:আজ ভোররাতে বাবা ও মাকে ঘরের দরজার ডাসা দিয়ে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে মারল ছেলে। . সোদপুর নাটা গড় এলাকার বাসিন্দা সুনীল সাহা বয়স 65. শেফালী সাহা বয়স 60. এরা রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে. তাদের একমাত্র ছেলে অমিত সাহা বয়স 35. সে সেলসম্যানের কাজ করে
।ভোরের দিকে ঘরে ঢুকেই ওই ঘুমন্ত বাবা-মাকে মাথায় দরজার ডাসা দিয়ে মারলে দুজনই গুরুতর জখম হয়. আওয়াজ শুনে আসে পাশের লোকজন সব ছুটে আসে রক্তাক্ত অবস্থায় দুজন কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাদের মৃত বলে জানায়, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, এলাকার মানুষ ছেলে অমিত কে ধরে পুলিশের হাতে দিয়ে দেয়, কেন এভাবে নৃশংস ভাবে বাবা মা কে খুন করলো ছেলে তা খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ. পুলিশ অমিতকে গ্রেপ্তার করেছে।Conclusion:
Last Updated : Sep 25, 2019, 11:50 AM IST

For All Latest Updates

TAGGED:

deathcrime
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.