ETV Bharat / state

সাপের ছোবলেই মৃত্যু সাপবিশেষজ্ঞর - snake bitng in Barackpur

সাপ উদ্ধার, জখম সাপ পরিচর্যাই ছিল যার কাজ, নেশা । সেই তাঁরই মৃত্যু হল সাপের ছোবলে ।

অনুপ ঘোষ
author img

By

Published : Nov 4, 2019, 5:35 AM IST

ব্যারাকপুর, 4 নভেম্বর : সাপ উদ্ধার, জখম সাপ পরিচর্যাই ছিল যার নেশা সেই সাপের কামড়েই মৃত্যু হল ব্যারাকপুরের অনুপ ঘোষের (61) । দীর্ঘদিন যে কাজ তিনি করতেন, বলা যেতে পারে সাপ বিশেষজ্ঞ ছিলেন তিনি । তাঁরই এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ ।

বৃহস্পতিবার হালিশহরের হাজিনগরে একটি বাড়িতে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে তিনি তা উদ্ধার করতে পৌঁছান । এর আগেও বহুবার করেছেন । রোজই করেন । তাই এদিনও তড়িঘড়ি পৌঁছে গেছিলেন সাপ উদ্ধার করতে । বাড়িটির টালির চালের তলা থেকে একটি চন্দ্রবোড়া সাপ বের করে ব্যাগে পোরার সময় সেটি অনুপবাবুর হাতে কামড়ে দেয় । কিন্তু তারপরও তিনি ফোন বের করে বনদপ্তরে খবর দিয়ে তারপর অ্যান্টিভেনম নেন । ওইদিন প্রথমে তাঁকে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করে অ্যান্টিভেনম দেওয়া হয় । পরে আরও একটি সঙ্গে প্লাজ়মাও দেওয়া হয় । কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে । শনিবার সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয় । সেখানে নিয়ে যেতে গিয়েই মৃত্যু হয় অনুপবাবুর ।

এবিষয়ে অনুপবাবুর পরিচিত, স্থানীয় এক ব্যক্তি জানান, অনুপবাবু একটি বেসরকারী সংস্থায় কাজ করতেন । খুব বেশিদিন নয় । সেখানে কাজ করতে করতেও তিনি সাপ ধরা, উদ্ধার এই কাজগুলো করতেন । জখম সাপের চিকিৎসাও করতেন । অনেক সময়ই না কি বনদপ্তর বা বন বিভাগের ছুটি থাকলে, কেউ না এলে উদ্ধার করতে তিনি নিজের বাড়িতেই রাখতেন । সেবা করতেন । শুধু তাই নয় । স্কুলে স্কুলে গিয়ে, বিভিন্ন ক্যাম্পেন করে মানুষকে সাপ সম্পর্কে সচেতন করতেন । কীভাবে সাপ কামড়ালে প্রাথমিক চিকিৎসা করা যায় সেব্যাপারে অবগত করতেন । তাঁরই এমন কীভাবে হল । তিনিও ভেবে উঠতে পারছেন না ।

স্থানীয় CPI(M) সমর্থক ও অনুপবাবুর বন্ধু অজয় বর্মণ বলেন, "উনি তো বেশিদিন কাজ করেননি । এমনভাবেই সাপের ও পশু-পাখিদের সেবায় নিজের জীবন দিয়ে দিয়েছেন । এখন ওঁর মৃত্যুতে পরিবারটা পথে বলতে চলেছে । আমার সরকারের কাছে আবেদন যদি ওঁর ছেলের জন্য কোনও চাকরির ব্যবস্থা করে দেয় । কারণ ও তো সমাজের জন্য অনেক করেছে । "

দেখুন ভিডিয়ো

ব্যারাকপুর, 4 নভেম্বর : সাপ উদ্ধার, জখম সাপ পরিচর্যাই ছিল যার নেশা সেই সাপের কামড়েই মৃত্যু হল ব্যারাকপুরের অনুপ ঘোষের (61) । দীর্ঘদিন যে কাজ তিনি করতেন, বলা যেতে পারে সাপ বিশেষজ্ঞ ছিলেন তিনি । তাঁরই এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ ।

বৃহস্পতিবার হালিশহরের হাজিনগরে একটি বাড়িতে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে তিনি তা উদ্ধার করতে পৌঁছান । এর আগেও বহুবার করেছেন । রোজই করেন । তাই এদিনও তড়িঘড়ি পৌঁছে গেছিলেন সাপ উদ্ধার করতে । বাড়িটির টালির চালের তলা থেকে একটি চন্দ্রবোড়া সাপ বের করে ব্যাগে পোরার সময় সেটি অনুপবাবুর হাতে কামড়ে দেয় । কিন্তু তারপরও তিনি ফোন বের করে বনদপ্তরে খবর দিয়ে তারপর অ্যান্টিভেনম নেন । ওইদিন প্রথমে তাঁকে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করে অ্যান্টিভেনম দেওয়া হয় । পরে আরও একটি সঙ্গে প্লাজ়মাও দেওয়া হয় । কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে । শনিবার সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয় । সেখানে নিয়ে যেতে গিয়েই মৃত্যু হয় অনুপবাবুর ।

এবিষয়ে অনুপবাবুর পরিচিত, স্থানীয় এক ব্যক্তি জানান, অনুপবাবু একটি বেসরকারী সংস্থায় কাজ করতেন । খুব বেশিদিন নয় । সেখানে কাজ করতে করতেও তিনি সাপ ধরা, উদ্ধার এই কাজগুলো করতেন । জখম সাপের চিকিৎসাও করতেন । অনেক সময়ই না কি বনদপ্তর বা বন বিভাগের ছুটি থাকলে, কেউ না এলে উদ্ধার করতে তিনি নিজের বাড়িতেই রাখতেন । সেবা করতেন । শুধু তাই নয় । স্কুলে স্কুলে গিয়ে, বিভিন্ন ক্যাম্পেন করে মানুষকে সাপ সম্পর্কে সচেতন করতেন । কীভাবে সাপ কামড়ালে প্রাথমিক চিকিৎসা করা যায় সেব্যাপারে অবগত করতেন । তাঁরই এমন কীভাবে হল । তিনিও ভেবে উঠতে পারছেন না ।

স্থানীয় CPI(M) সমর্থক ও অনুপবাবুর বন্ধু অজয় বর্মণ বলেন, "উনি তো বেশিদিন কাজ করেননি । এমনভাবেই সাপের ও পশু-পাখিদের সেবায় নিজের জীবন দিয়ে দিয়েছেন । এখন ওঁর মৃত্যুতে পরিবারটা পথে বলতে চলেছে । আমার সরকারের কাছে আবেদন যদি ওঁর ছেলের জন্য কোনও চাকরির ব্যবস্থা করে দেয় । কারণ ও তো সমাজের জন্য অনেক করেছে । "

দেখুন ভিডিয়ো
Intro:সাপের ছোবলে মৃত্যু স্বর্প বিশেষজ্ঞের Body:বনদপ্তরের সঙ্গে সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই প্রান হারালেন সর্প বিশেষজ্ঞ অনুপ ঘোষ (61)।অনুপ বাবু একটি সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। কিন্তু তিনি পশুপ্রেমী হওয়ার কারনে এবং সাপ সম্পর্কে তারদীর্ঘদিন ধরেই বন দপ্তরের সঙ্গে সাপ সহ অন্যান্য পশুপাখি ধরার কাজ করতেন।গত বৃহস্পতিবার হালিসহরের হাজিনগরের একটি বাড়িতে সাপ রয়েছে এই খবর বনদপ্তর এর কাছে আসে। বনদপ্তর সেই খবর পাওয়া মাত্রই অনুপ বাবু কে খবর পাঠায়। এরপর বনদপ্তর এর লোকজন এবং অনুপ বাবু হাজিনগর সেই বাড়িতে গিয়ে সাপ ধরার কাজে লেগে পড়েন। সেই বাড়ির টালির ভিতর তিনটি চন্দ্রবোড়া সাপ রয়েছে দেখা যায় ।সেখান থেকে প্রথমে দুটি সাপ ধরে নিজের কব্জায় করে ফেলেন। তৃতীয় সাপটিকেও ধরে ফেলেন কিন্তু আচমকাই তৃতীয় সাপটি তার হাতে ছোবল বসায় । চন্দ্রবোড়া সাপের মতো বিষধর সাপের ছোবলে অনুপ বাবু আহত হন।আহত হয়ে প্রথমে তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল পরে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়ার পর ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে শনিবার রাতেই তার মৃত্যু হয়। অনুপ বাবুর বাড়ি ব্যারাকপুর নাপিতপাড়া এলাকায়।তিনি বিজ্ঞান মঞ্চের সাথেও জড়িত ছিলেন। সাপ সম্পর্কে নানান তথ্য নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার কাজও করতেন।সেই মানুষটিকে এই ভাবে প্রান হারাতে হবে কেউ ভেবে উঠতে পারছেন না। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.