বারাসত, 7 মার্চ : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পুনরাবৃত্তি এবার বারাসতের একটি নামী সরকারি স্কুলে। শনিবার ওই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রদের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, রীতিমতো ইউনিফর্ম পরে ক্লাসরুমে বসে ক্লাস ইলেভেনের একঝাঁক ছাত্র একটি রবীন্দ্রসংগীতকে একাধিক অশ্লীল শব্দপ্রয়োগে চিৎকার করে গাইছে। অশালীন ভিডিয়োটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সব মহলে। বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করেন ৷
সম্প্রতি বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন যুবতির পিঠে আবির দিয়ে অশ্লীল শব্দ লেখা ছবি প্রকাশ্যে আসে৷ যে ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। অন্যদিকে গতকালই মালদা শহরের একটি স্কুলের কয়েকজন ছাত্রীর অশ্লীল শব্দপ্রয়োগে রবীন্দ্রসংগীতের ভিডিয়ো ভাইরাল হয়৷ যে ঘটনার তীব্র নিন্দা করে মালদাসহ গোটা রাজ্য ৷ ঘটনা জানাজানি হতেই ক্লাস ইলেভেনের ওই ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ ৷ ক্ষমা চায় ছাত্রীরা ৷ পর পর ঘটা দু'টি ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রবীন্দ্র-গানে অশ্লীল শব্দ ব্যবহারের ভিডিয়ো ভাইরাল হল৷ যা ঘটল বারাসতের একটি সরকারি স্কুলে ৷ বিতর্কিত ভিডিয়োটিতে দেখা গেছে, স্কুলের শ্রেণিকক্ষে বসে একঝাঁক ছাত্র বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গাইছে চিৎকার করে ৷ এবং গানের মধ্যে ব্যবহার করছে একাধিক অশ্লীল শব্দ(ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷ কুরুচিকর ভিডিয়োটিকে এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশ করা সম্ভব হল না ৷)
এদিকে বারাসতের ওই নামী স্কুলের ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বারাসতের সাধারণ মানুষও। ওই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলি আহসেন বলেন, "উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ব্যস্ত আছি। এধরনের একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি ৷ নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনা জানাজানি হতেই শনিবার বিকেলে স্কুলে হাজির হন বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র। ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রধান শিক্ষকের কাছে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অভিজিৎ দত্ত নামে প্রাক্তন এক ছাত্র বলেন, "আমরা লজ্জিত। এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করে বলেন, "এটা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ৷"