ETV Bharat / state

Silver Jewellery Recovered: সীমান্তে বাইকের টুলবক্স থেকে উদ্ধার রুপোর গয়না, গ্রেফতার 1 - বিএসএফ

বাইকের টুলবক্সে লুকানো ছিল বিপুল পরিমাণ রুপোর গয়না (Silver Jewellery Recovered)। পাচারের আগেই তা রুখে দিয়ে সীমান্তে বড়সড় সাফল্য পেল বিএসএফ । ধরা পড়ল পাচারকারীও ।

Silver Jewellery Recovered by BSF from border area
Silver Jewellery Recovered by BSF
author img

By

Published : Jun 22, 2022, 10:41 PM IST

স্বরূপনগর, 22 জুন: বাইকের টুলবক্সে লুকনো ছিল বিপুল পরিমাণ রুপোর গয়না । লুকানো সেই রুপোর গয়নায় পাচারের ছক কষা হয়েছিল সীমান্তবর্তী বাংলাদেশে । বিএসএফ তৎপর থাকায় সেই পাচারের ছক অবশ্য বানচাল হয়ে গিয়েছে সীমান্ত এলাকায় (Silver Jewellery Recovered by BSF from border area)।

পাচার রুখে দিয়ে আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনীর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । সেই সঙ্গে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নজরুল ইসলাম নামে এক পাচারকারীকেও । জানা গিয়েছে, ধৃত পাচারকারীর বাইকের টুলবক্স থেকে মিলেছে প্রায় সাড়ে পাঁচ কেজি রুপোর গয়না । যার বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা । উদ্ধার হওয়া বিপুল এই রুপোর গয়না স্বরূপনগরের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ কর্তৃপক্ষের তরফে ।

বুধবার সকালে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা দিয়ে এক বাইক আরোহীকে যেতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের । সন্দেহভাজন ওই বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা । প্রথমে কিছু পাওয়া না-গেলেও পরে বিএসএফ জওয়ানদের নজর গিয়ে পড়ে বাইকের টুলবক্সের দিকে । এরপর টুলবক্স খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের । দেখেন টুলবক্সের ভিতর থরেথরে সাজানো রুপোর গয়না । সেগুলো বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে ।

পাশাপাশি ওই বাইক আরোহীকে আটক করে নিয়ে আসা হয় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের ক‍্যাম্পে । সেখানে আটক ব‍্যক্তি কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, পরে তাকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে । বিএসএফের অভিযোগের ভিত্তিতে আটক ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ।

বছর পঞ্চাশের ধৃত ওই ব‍্যক্তির বাড়ি স্বরূপনগরের তারালী সীমান্ত এলাকায় । তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় পাচারের বহু অভিযোগ রয়েছে । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে । ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে বিএসএফ কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

ধৃতকে নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ ।

স্বরূপনগর, 22 জুন: বাইকের টুলবক্সে লুকনো ছিল বিপুল পরিমাণ রুপোর গয়না । লুকানো সেই রুপোর গয়নায় পাচারের ছক কষা হয়েছিল সীমান্তবর্তী বাংলাদেশে । বিএসএফ তৎপর থাকায় সেই পাচারের ছক অবশ্য বানচাল হয়ে গিয়েছে সীমান্ত এলাকায় (Silver Jewellery Recovered by BSF from border area)।

পাচার রুখে দিয়ে আবারও ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনীর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা । সেই সঙ্গে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নজরুল ইসলাম নামে এক পাচারকারীকেও । জানা গিয়েছে, ধৃত পাচারকারীর বাইকের টুলবক্স থেকে মিলেছে প্রায় সাড়ে পাঁচ কেজি রুপোর গয়না । যার বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা । উদ্ধার হওয়া বিপুল এই রুপোর গয়না স্বরূপনগরের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ কর্তৃপক্ষের তরফে ।

বুধবার সকালে স্বরূপনগরের আমুলিয়া সীমান্ত এলাকা দিয়ে এক বাইক আরোহীকে যেতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের । সন্দেহভাজন ওই বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা । প্রথমে কিছু পাওয়া না-গেলেও পরে বিএসএফ জওয়ানদের নজর গিয়ে পড়ে বাইকের টুলবক্সের দিকে । এরপর টুলবক্স খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের । দেখেন টুলবক্সের ভিতর থরেথরে সাজানো রুপোর গয়না । সেগুলো বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে ।

পাশাপাশি ওই বাইক আরোহীকে আটক করে নিয়ে আসা হয় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের ক‍্যাম্পে । সেখানে আটক ব‍্যক্তি কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, পরে তাকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে । বিএসএফের অভিযোগের ভিত্তিতে আটক ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ।

বছর পঞ্চাশের ধৃত ওই ব‍্যক্তির বাড়ি স্বরূপনগরের তারালী সীমান্ত এলাকায় । তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় পাচারের বহু অভিযোগ রয়েছে । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে । ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কোনও যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে বিএসএফ কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Father Killed New Baby Girl : সদ‍্যজাত কন‍্যার গায়ের রঙ কালো ! গলা টিপে খুন করল 'গুণধর' বাবা

ধৃতকে নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.