ETV Bharat / state

Shantanu-Suvendu Slam Mamata: মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শান্তনু-শুভেন্দু - বিজেপি

মালদার সভা থেকে মতুয়া ধর্মগুরুদের (Matua Religious Heads) নাম ভুল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইচ্ছে করে নাম বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও ৷

Shantanu-Suvendu Slams Mamata
Shantanu-Suvendu Slams Mamata
author img

By

Published : Feb 3, 2023, 3:50 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: মতুয়াদের ধর্মগুরুদের নাম ভুল বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই নিয়ে প্রতিবাদে সরব হলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাতিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন ৷ এই ইস্য়ুতে মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ৷

মতুয়া সমাজের দু’জন গুরু, যাঁদের ওই সমাজ ঈশ্বরের আসনে বসিয়েছে, তাঁদের নাম হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর ৷ গত মঙ্গলবার মালদার গাজোলের একটি জনসভায় মুখ্যমন্ত্রী ওই দুই মতুয়া ধর্মগুরুর নাম ‘রঘুচাঁদ’ ও ‘গরুচাঁদ’ বলে উল্লেখ করেন ৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়তেই হইচই পড়েছে সর্বত্র ৷ বিশেষ করে মতুয়া সমাজের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে এই মন্তব্যের ৷

বুধবার সন্ধ্যায় টুইটারে এর প্রতিবাদ করে একটি ভিডিয়ো পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাতিপতি শান্তনু ঠাকুর ৷ সেখানে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, তফশিলি জাতি বলেই মতুয়াদের ঈশ্বরের অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্য়ায় ব্যবসা বলে মনে করেন ৷ মতুয়া সম্প্রদায় মুখ্য ভোটব্যাংক বলে ভাবেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷ আর মতুয়া সমাজ এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোটবাক্সে জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁর সাংসদ ৷

  • ক্ষীরোদ বিহারী হরি রুপে যাঁরা পূজিত হন, তাঁদের এমন অবজ্ঞা মতুয়ারা মেনে নেবে না।। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতি এবং সমাজের প্রতি স্তরে মতুয়াদের মাথার উপর এমন প্রভুত্ব করার দিন শেষ হয়ে গিয়েছে।@aimms_org এর সঙ্ঘাধিপতি হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

    2/2

    — Shantanu Thakur (@Shantanu_bjp) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে বুধবারই রাতে মমতার বক্তব্য়ের ওই অংশ টুইটারে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, ‘‘পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করেছেন মাননীয়া । সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেননি, তা আপনার এই অজ্ঞতা থেকে প্রমাণ পায় । তীব্র নিন্দা জানাই ।’’

  • পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করেছেন মাননীয়া। সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেন নি তা আপনার এই অজ্ঞতা থেকে প্রমাণ পায়। তীব্র নিন্দা জানাই। pic.twitter.com/06Gkc4TO6D

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও সেদিন মতুয়াদের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আর বিজেপি (BJP) ও মতুয়ারা এই নিয়ে হইচই করা শুরু করতেই মতুয়াদের জন্য মমতার উন্নয়নের প্রসঙ্গ টেনেই পালটা জবাব দিচ্ছে তৃণমূল ৷

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘মতুয়া সম্প্রদায়ের যিনি প্রধান, সেই বড়মার শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি পাশে ছিলেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । মতুয়া সম্প্রদায়ের জন্য সামগ্রিক উন্নয়ন যদি কেউ করে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সস্তার রাজনীতি করেন না । প্রকৃত অর্থে উন্নয়ন করেন ।’’ একই সঙ্গে তিনি এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘যাঁরা তাঁদের নিয়ে বড় বড় কথা বলছেন, তাঁদের অবস্থা দেখুন । তাঁরা এখানে এসে এনআরসির নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ।’’

আরও পড়ুন: মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.