ETV Bharat / state

Shantanu Thakur : বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, আন্দোলনের হুঁশিয়ারি

গোপালনগরের বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা অরুণ সরকারের খুনের ঘটনায় কোনও পদক্ষেপ করছে না পুলিশ ৷ অভিযোগ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের ৷ অরুণ সরকারের স্মরণসভা থেকে আন্দোলনের হুঁশিয়ারি বনগাঁর সাংসদের ৷

Shantanu Thakur criticizing police investigation in Arun Sarkar murder case
Shantanu Thakur : বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, দিলেন আন্দোলনের হুঁশিয়ারি
author img

By

Published : Sep 10, 2021, 3:26 PM IST

গোপালনগর, 10 সেপ্টেম্বর : বিজেপি নেতার অপমৃত্যুতে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ শাসকদলের দাসে পরিণত হয়েছে ৷ তাই বিজেপি নেতা খুনের তদন্ত নিয়ে কোনও পদক্ষেপই করছে না তারা ৷ উল্লেখ্য, গত 31 অগস্ট হামলার মুখে পড়েন স্থানীয় বিজেপি নেতা অরুণ সরকার ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাদের মারেই প্রাণ গিয়েছে অরুণের ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণে একটি সভা ও মিছিলের আয়োজন করা হয় ৷ সেই স্মরণসভায় শান্তনুও যোগদান করেন ৷

আরও পড়ুন : TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার কাকডাঙার বাসিন্দা ছিলেন অরুণ সরকার ৷ দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ 31 অগস্ট চৌবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল ৷ ভোটাভুটি হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন অরুণ ৷ অভিযোগ, সেই সময়েই তাঁকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী ৷ তাতে গুরুতর জখম হন অরুণ ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷

বিজেপির অভিযোগ, 31 অগস্ট যারা অরুণকে মারধর করেছিল, তারা তৃণমূল আশ্রিত গুন্ডা ৷ ঘটনার পর অরুণ নিজে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছিলেন ৷ কিন্তু তাঁর মৃত্য়ুর পরও অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণসভায় উপস্থিত হয়ে এই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শান্তনু ৷ প্রয়াত বিজেপি নেতার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ৷ মন্ত্রীর অভিযোগ, মৃত্য়ুর আগে অরুণের করা অভিযোগকেও গুরুত্ব দিচ্ছে না পুলিশ ৷ কর্তব্য ভুলে দলদাসে পরিণত হয়েছে তারা ৷ শান্তনুর হুঁশিয়ারি, পুলিশ অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না করলে আগামী দিনে বিজেপির তরফে লাগাতার আন্দোলন শুরু করা হবে ৷

Shantanu Thakur criticizing police investigation in Arun Sarkar murder case
প্রয়াত নেতার স্মরণে মিছিল বিজেপি-র ৷

আরও পড়ুন : TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?

শান্তনু ছাড়াও এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার-সহ বনগাঁ সাংগঠনিক জেলার নেতারা। স্মরণসভা শেষ হওয়ার পর অরুণ সরকারকে ‘খুনের ঘটনা’য় দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে একটি মিছিল করেন বিজেপির বিধায়ক ও নেতা-কর্মীরা ৷

  • Arun Sarkar, BJP opposition leader in the Dighari gram panchayat of the Bangaon (South) assembly constituency, was beaten up by TMC miscreants and later he died. Today, visited his house and paid tributes to him. Pray to God for sadgati of his soul. Om Shanti🙏@BJP4Bengal pic.twitter.com/x70LcEBUvE

    — Shantanu Thakur (@Shantanu_bjp) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোপালনগর, 10 সেপ্টেম্বর : বিজেপি নেতার অপমৃত্যুতে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের পুলিশ শাসকদলের দাসে পরিণত হয়েছে ৷ তাই বিজেপি নেতা খুনের তদন্ত নিয়ে কোনও পদক্ষেপই করছে না তারা ৷ উল্লেখ্য, গত 31 অগস্ট হামলার মুখে পড়েন স্থানীয় বিজেপি নেতা অরুণ সরকার ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডাদের মারেই প্রাণ গিয়েছে অরুণের ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণে একটি সভা ও মিছিলের আয়োজন করা হয় ৷ সেই স্মরণসভায় শান্তনুও যোগদান করেন ৷

আরও পড়ুন : TMC Murder : পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার কাকডাঙার বাসিন্দা ছিলেন অরুণ সরকার ৷ দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ 31 অগস্ট চৌবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল ৷ ভোটাভুটি হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলেন অরুণ ৷ অভিযোগ, সেই সময়েই তাঁকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী ৷ তাতে গুরুতর জখম হন অরুণ ৷ পরে মৃত্যু হয় তাঁর ৷

বিজেপির অভিযোগ, 31 অগস্ট যারা অরুণকে মারধর করেছিল, তারা তৃণমূল আশ্রিত গুন্ডা ৷ ঘটনার পর অরুণ নিজে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছিলেন ৷ কিন্তু তাঁর মৃত্য়ুর পরও অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ ৷ বৃহস্পতিবার অরুণের স্মরণসভায় উপস্থিত হয়ে এই প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শান্তনু ৷ প্রয়াত বিজেপি নেতার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ৷ মন্ত্রীর অভিযোগ, মৃত্য়ুর আগে অরুণের করা অভিযোগকেও গুরুত্ব দিচ্ছে না পুলিশ ৷ কর্তব্য ভুলে দলদাসে পরিণত হয়েছে তারা ৷ শান্তনুর হুঁশিয়ারি, পুলিশ অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না করলে আগামী দিনে বিজেপির তরফে লাগাতার আন্দোলন শুরু করা হবে ৷

Shantanu Thakur criticizing police investigation in Arun Sarkar murder case
প্রয়াত নেতার স্মরণে মিছিল বিজেপি-র ৷

আরও পড়ুন : TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?

শান্তনু ছাড়াও এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার-সহ বনগাঁ সাংগঠনিক জেলার নেতারা। স্মরণসভা শেষ হওয়ার পর অরুণ সরকারকে ‘খুনের ঘটনা’য় দোষীদের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে একটি মিছিল করেন বিজেপির বিধায়ক ও নেতা-কর্মীরা ৷

  • Arun Sarkar, BJP opposition leader in the Dighari gram panchayat of the Bangaon (South) assembly constituency, was beaten up by TMC miscreants and later he died. Today, visited his house and paid tributes to him. Pray to God for sadgati of his soul. Om Shanti🙏@BJP4Bengal pic.twitter.com/x70LcEBUvE

    — Shantanu Thakur (@Shantanu_bjp) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.