ETV Bharat / state

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মমতাকে কটাক্ষ শান্তনু ঠাকুরের - motua

মতুয়ারা নাগরিক ছিল । তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই, BJP-র উদ্দেশ্যে মঙ্গলবার বেলেঘাটায় এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এহেন মন্তব্যের পর এবার মমতাকে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ।

motua
মতুয়াদের নাগরিকত্ব
author img

By

Published : Dec 25, 2019, 2:07 PM IST

Updated : Dec 25, 2019, 3:48 PM IST

ঠাকুরনগর, 25 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে (CAA) মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ "বারবার মতুয়া মতুয়া করছ । গত 30 বছর মতুয়াদের আমিই দেখেছি । মতুয়ারা নাগরিক ছিল । তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই," BJP-র উদ্দেশ্যে মঙ্গলবার বেলেঘাটায় এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর এহেন মন্তব্যের পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ।

মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, "মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার মানে দাঁড়ায় যে, তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি । যাঁরা এতদিন ওপার বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি । মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি । মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করছিল ।"

দেখুন ভিডিয়ো...

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শান্তনু বলেন, "আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না । 2005 সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন । 2010 সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন । সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে । এখন মুখ্যমন্ত্রী আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রীই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন ।"

ঠাকুরনগর, 25 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে (CAA) মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ "বারবার মতুয়া মতুয়া করছ । গত 30 বছর মতুয়াদের আমিই দেখেছি । মতুয়ারা নাগরিক ছিল । তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই," BJP-র উদ্দেশ্যে মঙ্গলবার বেলেঘাটায় এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর এহেন মন্তব্যের পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর ।

মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, "মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তার মানে দাঁড়ায় যে, তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি । যাঁরা এতদিন ওপার বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি । মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি । মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করছিল ।"

দেখুন ভিডিয়ো...

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শান্তনু বলেন, "আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না । 2005 সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন । 2010 সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন । সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে । এখন মুখ্যমন্ত্রী আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রীই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন ।"

Intro:মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ শান্তনুর

ঠাকুরনগরঃ মতুয়াদের নতুন করে নাগরিকত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা কটাক্ষ সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। মঙ্গলবার বেলেঘাটায় মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেছেন, বারবার মতুয়া মতুয়া করছ। গত তিরিশ বছর মতুয়াদের আমিই দেখেছি। মতুয়ারা নাগরিক ছিল। তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীকে পালটা একহাত নিলেন মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ির সন্তান শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তার মানে দাঁড়ায় তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি। যারা এতদিন ওপাড় বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি। মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি। সবাই মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করেছিল। আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না। ২০০৫ সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন। ২০১০ সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন।সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে। এখন তিনি আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন।' এতদিন মতুয়ারা ভোট দিতে পারতেন ঠিকই। পণ্ডিত জওহরলাল-লিয়াকত আলির সময় নাগরিকত্ব আইন হয়েছিল। সেই নাগরিকত্ব আইনে মতুয়ারা নাগরিকত্ব পাননি। পরে ইন্দিরা গান্ধি বা রাজীব গান্ধির সময় এনআরসির সিদ্ধান্ত হলেও মতুয়ারা নাগরিকত্ব পাননি। ৭০ বছর পরে ওপার বাংলা থেকে আসা মতুয়াদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হল।'Body:মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ শান্তনুর

ঠাকুরনগরঃ মতুয়াদের নতুন করে নাগরিকত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা কটাক্ষ সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। মঙ্গলবার বেলেঘাটায় মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেছেন, বারবার মতুয়া মতুয়া করছ। গত তিরিশ বছর মতুয়াদের আমিই দেখেছি। মতুয়ারা নাগরিক ছিল। তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীকে পালটা একহাত নিলেন মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ির সন্তান শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তার মানে দাঁড়ায় তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি। যারা এতদিন ওপাড় বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি। মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি। সবাই মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করেছিল। আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না। ২০০৫ সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন। ২০১০ সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন।সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে। এখন তিনি আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন।' এতদিন মতুয়ারা ভোট দিতে পারতেন ঠিকই। পণ্ডিত জওহরলাল-লিয়াকত আলির সময় নাগরিকত্ব আইন হয়েছিল। সেই নাগরিকত্ব আইনে মতুয়ারা নাগরিকত্ব পাননি। পরে ইন্দিরা গান্ধি বা রাজীব গান্ধির সময় এনআরসির সিদ্ধান্ত হলেও মতুয়ারা নাগরিকত্ব পাননি। ৭০ বছর পরে ওপার বাংলা থেকে আসা মতুয়াদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হল।'Conclusion:মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ শান্তনুর

ঠাকুরনগরঃ মতুয়াদের নতুন করে নাগরিকত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা কটাক্ষ সারা ভারত মতুয়া সংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। মঙ্গলবার বেলেঘাটায় মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেছেন, বারবার মতুয়া মতুয়া করছ। গত তিরিশ বছর মতুয়াদের আমিই দেখেছি। মতুয়ারা নাগরিক ছিল। তাঁদের নতুন করে নাগরিকত্ব পাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রীকে পালটা একহাত নিলেন মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ির সন্তান শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তার মানে দাঁড়ায় তিনি এতদিন মতুয়াদের জন্য কিছু করেননি। যারা এতদিন ওপাড় বাংলা থেকে এসেছিলেন, তাঁরা এতদিন নাগরিক হতে পারেননি। মতুয়াদের নাগরিকত্ব কেউ দেয়নি। সবাই মতুয়াদের নিয়ে সবাই রাজনীতি করেছিল। আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্ব হয় না। ২০০৫ সালে তিনি কী কারণে লোকসভার স্পিকারকে কাগজ ছুড়ে মেরেছিলেন সেটা সবাই জানেন। ২০১০ সালে কলকাতার মেট্রো চ্যানেলে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা আন্দোলন করেছিলেন।সেদিন তৃণমূলের নেতারাও দাবি করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে। এখন তিনি আবার বিরোধিতা করছেন কেন? একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন।' এতদিন মতুয়ারা ভোট দিতে পারতেন ঠিকই। পণ্ডিত জওহরলাল-লিয়াকত আলির সময় নাগরিকত্ব আইন হয়েছিল। সেই নাগরিকত্ব আইনে মতুয়ারা নাগরিকত্ব পাননি। পরে ইন্দিরা গান্ধি বা রাজীব গান্ধির সময় এনআরসির সিদ্ধান্ত হলেও মতুয়ারা নাগরিকত্ব পাননি। ৭০ বছর পরে ওপার বাংলা থেকে আসা মতুয়াদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হল।'
Last Updated : Dec 25, 2019, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.