ETV Bharat / state

মৃত দলীয় কর্মীর পরিবারকে সাহায্য বিজেপির - BJP

দেগঙ্গায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন দীপ রায় ৷ ব্রিগেড শেষে বাড়ি ফেরার পথে বাস হারিয়ে উদভ্রান্তের মত ছোটাছুটি শুরু করেন তিনি ৷ সেইসময়ই রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি ৷ হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হয় না ৷ মৃত্যু হয় তাঁর ৷ আজ বিকেলে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় ।

মৃত বিজেপি কর্মী দীপ রায়
মৃত বিজেপি কর্মী দীপ রায়
author img

By

Published : Mar 8, 2021, 11:07 PM IST

Updated : Mar 9, 2021, 1:14 PM IST

দেগঙ্গা , 8 মার্চ : মোদির ব্রিগেড সভা শেষে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর ৷ মৃতের নাম দীপ রায় ৷ মৃতের পরিবারের পাশে দাঁড়াল দলের জেলা নেতৃত্ব । আজ বিকেলে দেগঙ্গার বাড়িতে গিয়ে নিহতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। মৃত দলীয় কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি ৷

21 বছর বয়সী ওই বিজেপি কর্মীর বাড়ি দেগঙ্গার বিশ্বনাথপুরের দরগা এলাকায়। বাবা বাসের কন্ডাক্টর। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন । দু'জনের সামান্য আয়ে কোনওমতে সংসার চলে পরিবারের । এলাকায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন দীপ । গতকাল বাসে করে দলের অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে ব্রিগেড গিয়েছিলেন নরেন্দ্র মোদির সভার ভাষন শুনতে । সভা শেষে বাস হারিয়ে ফেলেন ওই বিজেপি কর্মী । বাস খোঁজার জন্য উদভ্রান্তের মতো এদিক-ওদিক ঘোরাঘুরি করতে শুরু করেন । এমন সময় রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি । চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । গভীর রাতে সেখানেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর । শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে আজ বিকেলে নিহতের বাড়িতে যান বিজেপির জেলা নেতৃত্ব । দলের তরফে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য ।

আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন,"ঘটনাটি খুবই দুঃখজনক । ওই বিজেপি কর্মীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ ৷ তাই আমরা আর্থিক সাহায্যের চেষ্টা করেছি । আগামীদিনেও নিহত পরিবারের পাশে থাকব আমরা"।

দেগঙ্গা , 8 মার্চ : মোদির ব্রিগেড সভা শেষে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি কর্মীর ৷ মৃতের নাম দীপ রায় ৷ মৃতের পরিবারের পাশে দাঁড়াল দলের জেলা নেতৃত্ব । আজ বিকেলে দেগঙ্গার বাড়িতে গিয়ে নিহতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। মৃত দলীয় কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি ৷

21 বছর বয়সী ওই বিজেপি কর্মীর বাড়ি দেগঙ্গার বিশ্বনাথপুরের দরগা এলাকায়। বাবা বাসের কন্ডাক্টর। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন । দু'জনের সামান্য আয়ে কোনওমতে সংসার চলে পরিবারের । এলাকায় বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন দীপ । গতকাল বাসে করে দলের অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে ব্রিগেড গিয়েছিলেন নরেন্দ্র মোদির সভার ভাষন শুনতে । সভা শেষে বাস হারিয়ে ফেলেন ওই বিজেপি কর্মী । বাস খোঁজার জন্য উদভ্রান্তের মতো এদিক-ওদিক ঘোরাঘুরি করতে শুরু করেন । এমন সময় রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি । চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । গভীর রাতে সেখানেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর । শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে আজ বিকেলে নিহতের বাড়িতে যান বিজেপির জেলা নেতৃত্ব । দলের তরফে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য ।

আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন,"ঘটনাটি খুবই দুঃখজনক । ওই বিজেপি কর্মীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ ৷ তাই আমরা আর্থিক সাহায্যের চেষ্টা করেছি । আগামীদিনেও নিহত পরিবারের পাশে থাকব আমরা"।

Last Updated : Mar 9, 2021, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.