ETV Bharat / state

দুস্থ মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ SFI-র - বারাসত

বারাসতে গরিব মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল SFI । বিপদের সময়ে এই সহযোগিতা পেয়ে খুশি দুস্থ মহিলারা ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 8:21 AM IST

বারাসত, 4 মে : গরিব মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলেন SFI-এর কর্মী-সর্মথকরা । গতকাল দুপুরে বারাসতের গেঞ্জিমিল এলাকায় পিছিয়েপড়া প্রায় 100 জন মহিলার হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় SFI-এর তরফে । এই সহযোগিতা পেয়ে খুশি মহিলারা । উদ্যোক্তাদের এই কাজের প্রশংসা করেছেন তাঁরা ।

ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার অনস্বীকার্য । এই সময় তা ব্যবহার না করলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । যেহেতু কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে, তাই বাড়ির বাইরে বেরোনো নিষেধ । তবে জরুরি পরিষেবা হওয়ায় ওষুধের দোকান খোলা থাকছে। কিন্তু, সামর্থ্য না থাকায় অনেকেই স্যানিটারি ন্যাপকিন কিনে আনতে পারছেন না । অথচ কোরোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শরীর সুস্থ রাখা একান্তই জরুরি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের অভাবে নানা সমস্যায় পড়তে হচ্ছিল গরিব ওই মহিলাদের । তাই তাঁদের পাশে দাঁড়ালেন CPI(M)-এর ছাত্র সংগঠনের কর্মী ও সর্মথকরা ।

বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের গেঞ্জিমিল এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন । প্রায় 100 জন গরিব মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে । এই সহযোগিতা পেয়ে SFI-কে সাধুবাদ জানিয়েছেন তাঁরা । এই বিষয়ে SFI-এর এক নেত্রী বলেন, " লকডাউন চললেও ঋতুচক্র তো আর থেমে থাকে না । সে তার গতানুগতিক পদ্ধতিতে চলে । তাই, যাঁদের সামর্থ্য নেই সেরকম অসহায় গরিব মহিলাদের হাতে আমরা স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিলাম । যাতে, তাঁরা সুস্থ থাকতে পারেন ।"

বারাসত, 4 মে : গরিব মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলেন SFI-এর কর্মী-সর্মথকরা । গতকাল দুপুরে বারাসতের গেঞ্জিমিল এলাকায় পিছিয়েপড়া প্রায় 100 জন মহিলার হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় SFI-এর তরফে । এই সহযোগিতা পেয়ে খুশি মহিলারা । উদ্যোক্তাদের এই কাজের প্রশংসা করেছেন তাঁরা ।

ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার অনস্বীকার্য । এই সময় তা ব্যবহার না করলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে । যেহেতু কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে, তাই বাড়ির বাইরে বেরোনো নিষেধ । তবে জরুরি পরিষেবা হওয়ায় ওষুধের দোকান খোলা থাকছে। কিন্তু, সামর্থ্য না থাকায় অনেকেই স্যানিটারি ন্যাপকিন কিনে আনতে পারছেন না । অথচ কোরোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শরীর সুস্থ রাখা একান্তই জরুরি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিনের অভাবে নানা সমস্যায় পড়তে হচ্ছিল গরিব ওই মহিলাদের । তাই তাঁদের পাশে দাঁড়ালেন CPI(M)-এর ছাত্র সংগঠনের কর্মী ও সর্মথকরা ।

বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের গেঞ্জিমিল এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন । প্রায় 100 জন গরিব মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে । এই সহযোগিতা পেয়ে SFI-কে সাধুবাদ জানিয়েছেন তাঁরা । এই বিষয়ে SFI-এর এক নেত্রী বলেন, " লকডাউন চললেও ঋতুচক্র তো আর থেমে থাকে না । সে তার গতানুগতিক পদ্ধতিতে চলে । তাই, যাঁদের সামর্থ্য নেই সেরকম অসহায় গরিব মহিলাদের হাতে আমরা স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিলাম । যাতে, তাঁরা সুস্থ থাকতে পারেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.