ETV Bharat / state

নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর - NORTH 24 PGS

এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ার কাশীপুরে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনায় অভিযুক্ত অভিজিৎ হালদারের বাড়িও ভাঙচুর করা হয়।

HABRA
SEXTUAL HARASMENT
author img

By

Published : Mar 22, 2021, 6:40 PM IST

হাবড়া, ২২ মার্চ: প্রতিবেশী এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ার কাশীপুরে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনায় অভিযুক্ত অভিজিৎ হালদারের বাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বারোর মেয়েটিকে তার মা বাড়ির পাশে একটি মুদি দোকানে সাবান আনতে পাঠিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় প্রতিবেশী যুবক অভিজিৎ হালদার মদ্যপ অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবং যৌন হেনস্থার চেষ্টা করে।

ওই নাবালিকা কোনও রকমে তার হাত থেকে ছুটে পালিয়ে বাড়ি চলে যায় সে। বাড়িতে গিয়ে তার সঙ্গে রাস্তায় ঘটা ঘটনার কথা তার মাকে জানায়। ঘটনার কথা এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। উত্তেজিত হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান তাঁরা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্তের খোঁজে করছে হাবড়া থানার পুলিশ।

আরও পড়ুন: দু’দিন আগে তৃণমূল ছেড়ে কালিয়াগঞ্জে কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার

ঘটনার পর এলাকা থমথমে রয়েছে। নির্যাতিতা নাবালিকাকে বারাসত মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যাতে কোনওভাবে ছাড়া না পায় সেই বিষয়ে পুলিশকে আবেদন করেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার প্রতিবেশীরাও এলাকায় বিক্ষোভ দেখান। পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

হাবড়া, ২২ মার্চ: প্রতিবেশী এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ার কাশীপুরে। ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনায় অভিযুক্ত অভিজিৎ হালদারের বাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বারোর মেয়েটিকে তার মা বাড়ির পাশে একটি মুদি দোকানে সাবান আনতে পাঠিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় প্রতিবেশী যুবক অভিজিৎ হালদার মদ্যপ অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবং যৌন হেনস্থার চেষ্টা করে।

ওই নাবালিকা কোনও রকমে তার হাত থেকে ছুটে পালিয়ে বাড়ি চলে যায় সে। বাড়িতে গিয়ে তার সঙ্গে রাস্তায় ঘটা ঘটনার কথা তার মাকে জানায়। ঘটনার কথা এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। উত্তেজিত হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান তাঁরা। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্তের খোঁজে করছে হাবড়া থানার পুলিশ।

আরও পড়ুন: দু’দিন আগে তৃণমূল ছেড়ে কালিয়াগঞ্জে কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার

ঘটনার পর এলাকা থমথমে রয়েছে। নির্যাতিতা নাবালিকাকে বারাসত মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যাতে কোনওভাবে ছাড়া না পায় সেই বিষয়ে পুলিশকে আবেদন করেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার প্রতিবেশীরাও এলাকায় বিক্ষোভ দেখান। পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.