ETV Bharat / state

Road Accident in Matia: মাটিয়ায় ইঞ্জিন ভ্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষে মৃত 5, আহত 2 - ইঞ্জিন ভ্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষে মৃত 5 আহত 2

ইঞ্জিন ভ‍্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন 5 শ্রমিক (Road Accident in Matia)। আহত আরও 2 (5 People Died and 2 People Injured) । আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মাটিয়ার রাহারহাটি মোড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত এবং আহতরা সকলেই ইঞ্জিন ভ্যানের যাত্রী। তাঁদের নাম এবং পরিচয় জানা না গেলেও মৃত ও আহতদের বিষয়ে খোঁজখবর শুরু হয়েছে।

Road Accident in Matia
মাটিয়ায় ইঞ্জিন ভ্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষ
author img

By

Published : Nov 14, 2022, 3:50 PM IST

Updated : Nov 14, 2022, 4:18 PM IST

বসিরহাট, 14 নভেম্বর: উত্তর 24 পরগনার মাটিয়ার রাহারহাটি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ দুর্ঘটনায় আহত হন আরও দুই(5 People Died and 2 People Injured)। ইঞ্জিন ভ‍্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ দু'টি গাড়িরই গতিবেগ ছিল যথেষ্ট। তার জেরেই এই বিপত্তি ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত চলছে (Matia Road Accident) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে টাকি রোড ধরে একটি যাত্রীবাহী ইঞ্জিন ভ্যান যাচ্ছিল মাটিয়া থানা এলাকার দিকে। তাতে সবমিলিয়ে সওয়ারি ছিলেন আটজন শ্রমিক। উলটো দিক থেকে আসছিল একটি সবজি বোঝাই ম‍্যাক্স গাড়ি। খোলাপোতা পঞ্চায়েতের রাহারহাটি মোড়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয় দুটি গাড়ির। সংঘর্ষের তীব্রতায় এদিক-ওদিক ছিটকে পড়েন ইঞ্জিন ভ্যানের সকল সওয়ারি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হন আরও চারজন।

আরও পড়ুন: নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

তবে, দু'টি গাড়ির চালককে ছিলেন অক্ষত অবস্থায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রাই তড়িঘড়ি এসে হাত লাগান উদ্ধার কাজে। পরে, খবর পেয়ে আসে মাটিয়া থানার পুলিশও। ঘটনাস্থল থেকে আহত চার আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat District Hospital)। সেখানে দু'জনকে ভরতি করা হলেও বাকি দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেষে ওই হাসপাতাল থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে। এরপর ওই দু'জনও মারা গিয়েছেন।

মাটিয়ার রাহারহাটি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা মহম্মদ আতাউল রহমান বলেন, "দুটি গাড়িই সংঘর্ষ হওয়ায় তিনজন মারা গিয়েছে ঘটনাস্থলেই। আরও দু'জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গিয়েছেন। ইঞ্জিন ভ্যানের সকলেই নতুন কল বসানোর কাজে যাচ্ছিলেন। ঘটনায় মর্মাহত আমরা।" অন্যদিকে, এই দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টাকি রোড়ের রাহারহাটি মোড় এলাকায়। দুর্ঘটনার পর এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত ও আহতদের চটি এবং অন‍্যান‍্য সামগ্রী। মাটিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, "দুর্ঘটনাগ্রস্ত দু'টি গাড়িকেই আটক করা হয়েছে। ম‍্যাক্স গাড়ির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।"

আরও পড়ুন: ট্রাকের বেপরোয়া গতির বলি এক, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ভিডিয়ো

বসিরহাট, 14 নভেম্বর: উত্তর 24 পরগনার মাটিয়ার রাহারহাটি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের ৷ দুর্ঘটনায় আহত হন আরও দুই(5 People Died and 2 People Injured)। ইঞ্জিন ভ‍্যান ও ম‍্যাক্স গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ দু'টি গাড়িরই গতিবেগ ছিল যথেষ্ট। তার জেরেই এই বিপত্তি ৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত চলছে (Matia Road Accident) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের দিকে টাকি রোড ধরে একটি যাত্রীবাহী ইঞ্জিন ভ্যান যাচ্ছিল মাটিয়া থানা এলাকার দিকে। তাতে সবমিলিয়ে সওয়ারি ছিলেন আটজন শ্রমিক। উলটো দিক থেকে আসছিল একটি সবজি বোঝাই ম‍্যাক্স গাড়ি। খোলাপোতা পঞ্চায়েতের রাহারহাটি মোড়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয় দুটি গাড়ির। সংঘর্ষের তীব্রতায় এদিক-ওদিক ছিটকে পড়েন ইঞ্জিন ভ্যানের সকল সওয়ারি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত হন আরও চারজন।

আরও পড়ুন: নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

তবে, দু'টি গাড়ির চালককে ছিলেন অক্ষত অবস্থায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রাই তড়িঘড়ি এসে হাত লাগান উদ্ধার কাজে। পরে, খবর পেয়ে আসে মাটিয়া থানার পুলিশও। ঘটনাস্থল থেকে আহত চার আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat District Hospital)। সেখানে দু'জনকে ভরতি করা হলেও বাকি দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেষে ওই হাসপাতাল থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে। এরপর ওই দু'জনও মারা গিয়েছেন।

মাটিয়ার রাহারহাটি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা মহম্মদ আতাউল রহমান বলেন, "দুটি গাড়িই সংঘর্ষ হওয়ায় তিনজন মারা গিয়েছে ঘটনাস্থলেই। আরও দু'জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গিয়েছেন। ইঞ্জিন ভ্যানের সকলেই নতুন কল বসানোর কাজে যাচ্ছিলেন। ঘটনায় মর্মাহত আমরা।" অন্যদিকে, এই দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টাকি রোড়ের রাহারহাটি মোড় এলাকায়। দুর্ঘটনার পর এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত ও আহতদের চটি এবং অন‍্যান‍্য সামগ্রী। মাটিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, "দুর্ঘটনাগ্রস্ত দু'টি গাড়িকেই আটক করা হয়েছে। ম‍্যাক্স গাড়ির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।"

আরও পড়ুন: ট্রাকের বেপরোয়া গতির বলি এক, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ভিডিয়ো

Last Updated : Nov 14, 2022, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.