ETV Bharat / state

Train Cancellation: বনগাঁ লাইনে কাজ চলার জন্য 4 দিন বাতিল বেশ কিছু লোকাল ট্রেন

বনগাঁ লাইনে বাতিল করা হল বেশ কিছু ট্রেন (Train Cancelled on Bangaon Line)৷ দেখে নিন, কোন কোন লোকাল ট্রেন বাতিল রয়েছে ৷

Etv Bharat
ট্রেন বাতিল
author img

By

Published : Jan 20, 2023, 4:46 PM IST

Updated : Jan 20, 2023, 5:49 PM IST

বনগাঁ (উত্তর 24 পরগনা), 20 জানুয়ারি: লাইনে কাজ চলার জন্য উত্তর 24 পরগনা দত্তপুকুর রেলস্টেশনে ইন্ডিয়ান রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করে বনগাঁ শাখার কিছু কিছু ট্রেন বাতিল থাকার কথা জানাল (Several Trains Cancelled on Bangaon Line) ৷ এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে বিশেষ ট্রাফিক এবং পাওয়ার ব্রেকের জন্য 20, 21, 22 ও 23 বনগাঁ শাখার আপ ও ডাউন লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে ৷

20 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45)

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24)

Bangaon
ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি

21 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33811-ভোর 4টে 3), (ট্রেন নম্বর 33818 - ভোর 5টে 9), (ট্রেন নম্বর 33815 -ভোর 5টা 49), (ট্রেন নম্বর 33651- ভোর 5টা 38), (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45) ৷

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে - (ট্রেন নম্বর 33812/354/33818 সকাল 6টা 34), (ট্রেন নম্বর 33652 সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24) ৷

22 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33811- ভোর 4টে 3), (ট্রেন নম্বর 33813-ভোর 5টা 9), (ট্রেন নম্বর 33885- ভোর 5টা 49), (ট্রেন নম্বর- 33651- ভোর 5টা 38)

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33812 - ভোর 3টে 54), (ট্রেন নম্বর 33818- সকাল 6টা 33), (ট্রেন নম্বর 33652- সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33822- সকাল 7টা 41), (ট্রেন নম্বর 33858- রাত 10টা 24) ৷

duttapukur
ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি

23 জানুয়ারি

বাতিল থাকবে (ট্রেন নম্বর 33812 - ভোর 3টে 54), (ট্রেন নম্বর 33818 - সকাল 6টা 33), (ট্রেন নম্বর 33652 - সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33822 - সকাল 7টা 41) ৷

এছাড়া 21 জানুয়ারি (শনিবার), 22 জানুয়ারি (রবিবার) এবং 23 জানুয়ারি (সোমবার) ভোর 5টা 42 মিনিটের দত্তপুকুর লোকাল দত্তপুকুরের পরিবর্তে বামনগাছি থেকে ছাড়বে ৷

আরও পড়ুন : ঋণের আবেদন খারিজের প্রধান কারণ কম ক্রেডিট স্কোর

বনগাঁ (উত্তর 24 পরগনা), 20 জানুয়ারি: লাইনে কাজ চলার জন্য উত্তর 24 পরগনা দত্তপুকুর রেলস্টেশনে ইন্ডিয়ান রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করে বনগাঁ শাখার কিছু কিছু ট্রেন বাতিল থাকার কথা জানাল (Several Trains Cancelled on Bangaon Line) ৷ এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে বিশেষ ট্রাফিক এবং পাওয়ার ব্রেকের জন্য 20, 21, 22 ও 23 বনগাঁ শাখার আপ ও ডাউন লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে ৷

20 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45)

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24)

Bangaon
ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি

21 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33811-ভোর 4টে 3), (ট্রেন নম্বর 33818 - ভোর 5টে 9), (ট্রেন নম্বর 33815 -ভোর 5টা 49), (ট্রেন নম্বর 33651- ভোর 5টা 38), (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45) ৷

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে - (ট্রেন নম্বর 33812/354/33818 সকাল 6টা 34), (ট্রেন নম্বর 33652 সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24) ৷

22 জানুয়ারি

আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33811- ভোর 4টে 3), (ট্রেন নম্বর 33813-ভোর 5টা 9), (ট্রেন নম্বর 33885- ভোর 5টা 49), (ট্রেন নম্বর- 33651- ভোর 5টা 38)

ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33812 - ভোর 3টে 54), (ট্রেন নম্বর 33818- সকাল 6টা 33), (ট্রেন নম্বর 33652- সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33822- সকাল 7টা 41), (ট্রেন নম্বর 33858- রাত 10টা 24) ৷

duttapukur
ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি

23 জানুয়ারি

বাতিল থাকবে (ট্রেন নম্বর 33812 - ভোর 3টে 54), (ট্রেন নম্বর 33818 - সকাল 6টা 33), (ট্রেন নম্বর 33652 - সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33822 - সকাল 7টা 41) ৷

এছাড়া 21 জানুয়ারি (শনিবার), 22 জানুয়ারি (রবিবার) এবং 23 জানুয়ারি (সোমবার) ভোর 5টা 42 মিনিটের দত্তপুকুর লোকাল দত্তপুকুরের পরিবর্তে বামনগাছি থেকে ছাড়বে ৷

আরও পড়ুন : ঋণের আবেদন খারিজের প্রধান কারণ কম ক্রেডিট স্কোর

Last Updated : Jan 20, 2023, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.