বনগাঁ, 12 জুন : রাতে খাবারের সঙ্গে কীটনাশক খাইয়ে 7টি পথ সারমেয়কে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Several stray dog killed at Bangaon North 24 parganas)। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম একান্ত সরকার। ঘটনার প্রতিবাদে ওই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার নহাটা ফুলবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান রাস্তার উপরে এলাকার সাতটি পথ সারমেয়গুলি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সারমেয় অসুস্থ হয়ে পড়েছে। কিছু সময় পর পর্যবেক্ষণ করে তাঁরা বুঝতে পারেন সারমেয়গুলিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এই ক্ষোভে স্থানীয়রা মৃত সারমেয়গুলি রাস্তার উপরে রেখেই অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোপালনগর থানার পুলিশ।
বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পাশাপাশি অসুস্থ সারমেয়গুলিকে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করান। পরবর্তীতে একান্তের বিরুদ্ধে 7টি সারমেয় মারার অভিযোগ এনে গোপালনগর থানায় অভিযোগ জমা দেন গ্রামের বাসিন্দারা। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে 7টি কুকুরের দেহ উদ্ধার হয়েছে। অবরোধকারীদের দাবি, একান্ত সরকার নামে ওই ব্যক্তি গতকাল রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে সারমেয়গুলোকে খেতে দেয়। সেই দই খেয়ে সারমেয়গুলির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বিধাননগরে পথ কুকুরকে মেরে ফেলায় গ্রেফতার অভিযুক্ত
একান্তের শাস্তির দাবি করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন সমাজ কর্মীরাও। সমাজ কর্মী প্রদীপ সরকার বলেন, "পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার রয়েছে। যেভাবে ওদের মেরে ফেলা হল এটা চরম অন্যায় কাজ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে আর কেউ এমন কাজ না করেন। চৌবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন হাজরা ঘটনার নিন্দা করে বলেন, "প্রাথমিকভাবে জানা গিয়েছে এই এলাকার একান্ত নামে একজন এই কাজ করেছে। প্রশাসনকে বলেছি ব্যবস্থা নিতে।" অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পলাতকের খোঁজ চলছে।