দেগঙ্গা, 19 মার্চ: মাটি কাটার গাড়ি চলা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা এলাকায় (Tmc Inner Clash In Deganga) ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা ৷ কলসুরের উপপ্রধান গফফার আলি মোল্লা ও পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ 4 জনের অপেক্ষা আশঙ্কাজনক ৷ আহতরা স্থানীয় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ৷
এই প্রসঙ্গেই আক্রান্তরা জানিয়েছেন, শেখের মোড় এলাকায় মাটি কাটার গাড়ি চলছে । মাটি কাটার গাড়ির ধুলোয় এলাকাবাসীর অসুবিধা হচ্ছে । তার প্রতিবাদ করতে গেলে পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দারের অনুগামীরা তাঁদের উপরে অতর্কিত হামলা চালায় । বাঁশের ও লোহার রড দিয়ে তাঁদের মারধোর করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা । এই ঘটনায় 5 থেকে 6 জন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা ।
আরও পড়ুন: উস্তিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, অভিযুক্ত শাসকদলের অন্য গোষ্ঠী
অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য সাহাবুল সর্দার বলেন, ‘‘ওই এলাকায় ফারুক মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে নিচু জমিতে মাটি ভরাট করা চলছিল । সেখানে উপপ্রধানের অনুগামীরা মাটি কাটার গাড়ির মালিক ও ফারুকের কাছে 30 হাজার টাকা দাবি করে । টাকা না দিলে মাটি কাটার গাড়ি চলতে দেবে না বলে জানিয়ে দেয় তাঁরা ।’
পুলিশ সূত্রে খবর, মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।